WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM Vishwakarma Yojana 2024 – পিএম বিশ্বকর্মা যোজনা! আবেদন করলেই পাবেন ₹ ৩ লক্ষ টাকা। জানুন বিস্তারিত।

PM Vishwakarma Yojana 2024 - পিএম বিশ্বকর্মা যোজনা! আবেদন করলেই পাবেন ₹ ৩ লক্ষ টাকা। জানুন বিস্তারিত। WB SAIN BLOG
PM Vishwakarma Yojana 2024 – পিএম বিশ্বকর্মা যোজনা! আবেদন করলেই পাবেন ₹ ৩ লক্ষ টাকা। জানুন বিস্তারিত। WB SAIN BLOG

PM Vishwakarma Yojana : প্রধানমন্ত্রী সারাদেশে কারিগর, স্বর্ণকার, ছুতোর, কামার, রাজমিস্ত্রি, টেলার ইত্যাদির জন্য একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন।অর্থাৎ কেন্দ্রীয় সরকার তরফ থেকে জনপ্রিয় একটি প্রকল্পের সূচনা করা হয়েছে। যে প্রকল্প টির নাম হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পটি অন্যান্য জনপ্রিয় প্রকল্পগুলিকে ছাপিয়ে গিয়েছে। এই প্রকল্পে এখনো পর্যন্ত অনেকেই অলরেডি আবেদন করে ফেলেছেন। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন? এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন? এবং এই প্রকল্পে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে? সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তাই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ২০২৪ / PM Vishwakarma Yojana 2024

ভারতের প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন যে দেশের যারা কারিগর আছেন তাদের সুবিধার্থে চালু করেছেন এক বিশেষ প্রকল্প। যার নাম হলো পিএম বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের জন্য আর্থিক সুবিধা প্রদান করছে। পিএম বিশ্বকর্মা যোজনায় এবারে মোট 18 টি পেশার সাথে যুক্ত শ্রমিকদের সুবিধা মিলবে। সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং শ্রমিকদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে।

স্বাভাবিকভাবে যেকোনো ট্রেনিং নিতে দিতে হয় টাকা। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নতুন পিএম বিশ্বকর্মা যোজনা প্রকল্পের মাধ্যমে নিজেকে যুক্ত করলে, সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং মিলবে। এর সঙ্গে ট্রেনিং চলাকালীন প্রতিদিন পাবেন ₹৫০০ টাকা করে। এছাড়াও ট্রেনিং শেষে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য বা নিজের ব্যবসা শুরু করতে মিলবে ₹১৫০০০ টাকা। কারা পাবেন এই টাকা, জানুন বিস্তারিত।

✅👉 আরো পড়ুন » Aikyashree Scholarship 2024 – ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে কিভাবে আবেদন করবেন! কারা কারা আবেদন করতে পারবেন? জানুন বিস্তারিত।

এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? / Vishwakarma Yojana

ভারতবর্ষের যে কোন নাগরিক নিম্নে বর্ণিত পেশার মধ্যে থাকলে এই প্রকল্পের আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (vishwakarma yojana) প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের উপরে হতে হব। এছাড়াও আপনাকে এই প্রকল্পের আবেদন করার জন্য নির্দিষ্ট এই ১৮ টি পেশার মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। নিম্নে এই উল্লেখিত ১৮ টি পেশার তালিকা:-

নংপেশার নাম
১)কামার
২)কাঠমিস্ত্রি
৩)কুমোর
৪)নৌকা নির্মাতা
৫)তালা মিস্ত্রি
৬)টুল কিট কারিগর এবং হাতুড়ি কারিগর
৭)স্টোন ব্রেকার, ভাস্কর (মূর্তিকর, স্টোন কারবার)
৮)মাদুর ওয়ালা, ঝুড়িওয়ালা, ঝাড়ু ওয়ালা
৯)অস্ত্র নির্মাণকারী বা মেরামতকারী
১০)পুতুল এবং খেলনা বিক্রেতা
১১)রাজমিস্ত্রি
১২)ধোপা
১৩)নাপিত
১৪)মুচি
১৫)দর্জি
১৬)স্বর্ণকার ( সোনার )
১৭)মালাকার
১৮)মাছ ধরার জাল তৈরির ব্যক্তি
WB SAIN BLOG Google News
WB SAIN BLOG Google News

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কি? / Pradhanmantri Vishwakarma Yojana

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বা বিশ্ব কর্মা কৌশল সম্মান যোজনা বা বিশ্বকর্মা শ্রম সম্মান যোজনা হল কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প গুলির মধ্যে একটি প্রকল্প। ১৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। এই প্রকল্পের আওতায় থাকা কারিগর ইত্যাদি শ্রমিকদেরকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সার্টিফিকেট এবং আইডি কার্ড দেওয়া হবে।

এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে এবং এই প্রকল্পের অধীনে রেজিস্ট্রেশন ব্যক্তিদের শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়া হবে না, তারা কম সুদে ঋণ ও নিতে পারবেন এবং প্রশিক্ষণ শেষে হওয়ার পর সরঞ্জাম বা জিনিসপত্র কেনার জন্য ১৫০০০ টাকা করে দেওয়া হবে।

এছাড়াও প্রথমে ৫ শতাংশ সুদে ১ লক্ষ টাকার ঋণ। তারপরও প্রয়োজন হলেও দ্বিতীয় কিস্তিতে ২ লক্ষ টাকার ঋণ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা উদ্দেশ্য কি?

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা মূল উদ্দেশ্য হলো শহর ও গ্রামীন এলাকার ব্যবসায়িক ও হস্তশিল্পী যেমন দর্জি সুতোর নাপিত তাঁতি স্বর্ণকার কোমর মিষ্টান্ন ও কামারদের শিল্পকে উৎসাহিত করা এবং প্রচার করা। এবং এই যোজনার মাধ্যমে শ্রমিকদের ৫ থেকে ৬ দিনের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা।

  • এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কারিগরদের দক্ষতা এবং আর্থিক সাহায্য প্রদান করা ।
  • এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণতা কারিগরদেরকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা।
  • এতে জেলা সদরে বাতোশিল অবস্থিত মাঝারি ও ক্ষুদ্র উদ্যোগ বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা হবে।
  • এই প্রকল্পের অধীনে ৫ দিনের ট্রেনিং এবং দৈনিক ৫০০ টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
  • এই প্রকল্পে আবেদনকারীদের জিনিসপত্র কেনার জন্য ১৫ হাজার টাকা অনুদানের সুবিধা রয়েছে।

✅🔥👉 আরো পড়ুন » ABC ID Card 2024 – সবাইকে বানাতে হবে ABC Card. অনলাইনে কিভাবে আবেদন করবেন? এবং কি কি সুবিধা পাওয়া যাবে? জানুন বিস্তারিত।

এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন এবং কত টাকা পাবেন?

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা মাধ্যমে বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিদের ট্রেনিং দেওয়া হবে। এবং ব্যবসা বৃদ্ধি জন্য ও বিভিন্ন পরামর্শ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শিল্পীদের ট্রেনিং এর সঙ্গে ভাতা দেওয়া হবে। এর সঙ্গে শিল্পীদের বিভিন্ন কর্মস্থানের সুযোগ করে দেয়া হবে। সরকার ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন এই স্কিমের জন্য। এই প্রকল্পের মাধ্যমে আপনি তিন লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক ৫% সুদে নিতে পারবেন।

  • প্রধানমন্ত্রী এই যোজনা তে বিনামূল্যে পাবেন ট্রেনিং এর সুবিধা।
  • দক্ষতা ও নথি যাচাইয়ের পর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে পাবেন ৫ থেকে ৭ দিনের প্রশিক্ষণ বা ৪০ ঘন্টার প্রশিক্ষণ প্রদান।
  • ট্রেনিং চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে পাবেন।
  • এরপর আগ্রহী প্রার্থীরা চাইলে আরো ১৫ দিনের তথা ১২০ ঘন্টা ট্রেনিং নিতে পারবেন।
  • ট্রেনিং শেষে সার্টিফিকেট প্রদান।

প্রধানমন্ত্রী মন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে ট্রেনিং শেষে কি কি পাওয়া যাবে?

১) জিনিসপত্র বা টুল কিট কেনার জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা পাবেন ১৫ হাজার টাকার অনুদান।

২) আর্থিক ঋণ হিসেবে এই প্রকল্পে ১ লক্ষ টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে এই লোন দেওয়ার ১৮ মাসের মধ্যেই টাকা পরিশোধ করতে হবে।

৩) প্রথম লোনটি সঠিক সময়ের মধ্যে পরিশোধ করলে দ্বিতীয় বারের জন্য ঋণ মিলবে ২ লক্ষ টাকা। দ্বিতীয়বারের লোনটি ৩০ মাসের মধ্যেই পরিশোধ করতে হবে।

৪) এলনের ক্রেডিট গান টি ফি ভারত সরকার নিজেই বহন করবে অর্থাৎ আপনাকে কোন গ্রেন্ডার খুঁজতে হবে না। এবং এই লোনের সুদের হার মাত্র ৫%

বিশ্বকর্মা যোজনা প্রকল্পের যোগ্যতা কি কি

১) প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) এই প্রকল্পে আবেদনকারীকে যেকোনো কারিগর বা শিল্পী হতে হবে।

✅🔥👉 আরো পড়ুন » Lakshmir Bhandar new update 2024 – লক্ষীর ভান্ডার প্রকল্পে এবার পাবেন ₹১০০০ ও ₹১২০০ টাকা করে, কারা কারা পাবেন? কবে থেকে পাবেন? জানুন বিস্তারিত।

এই প্রকল্পে কারা কারা সুবিধা পাবেন

  • কামার
  • কাঠমিস্ত্রি
  • ঝারু প্রস্তুত কারক, মাদুর
  • কুমোর
  • নৌকা নির্মাতা
  • তালা মিস্ত্রি
  • জামা কাপড় ধোলাই এর সাথে যুক্ত
  • টুল কিট কারিগর এবং হাতুড়ি কারিগর
  • স্টোন ব্রেকার, ভাস্কর (মূর্তিকর, স্টোন কারবার)
  • মাদুর ওয়ালা, ঝুড়িওয়ালা, ঝাড়ু ওয়ালা
  • অস্ত্র নির্মাণকারী বা মেরামতকারী
  • পুতুল এবং খেলনা বিক্রেতা
  • ব্রোঞ্জ, পিতল, তামা, মূর্তি প্রস্তুতকারক, ডায়াস, বাসনপত্র
  • রাজমিস্ত্রি
  • ধোপা
  • নাপিত
  • মুচি
  • দর্জি
  • পাথর খোদাইকারী
  • স্বর্ণকার ( সোনার )
  • মালাকার
  • মাছ ধরার জাল তৈরির ব্যক্তি

✅👉 আরো পড়ুন » BSNL Free Broadband Connection 2024 – বিনামূল্যে বাড়ি বাড়ি ব্রডব্যান্ড কানেকশন বা ওয়াইফাই ইনস্টল করছে BSNL। আবেদন কিভাবে করবেন জানুন?

এই প্রকল্পে কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের জন্য

আপনি যদি কেন্দ্রীয় সরকারের বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে চান সে ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস গুলি লাগবে সেগুলি হল নিম্নে লিখিত:

  • ১) আধার কার্ড
  • ২) ভোটার কার্ড
  • ৩) রেশন কার্ড
  • ৪) সক্রিয় মোবাইল নাম্বার
  • ৫) ব্যাংক একাউন্ট নাম্বার
  • ৬) পাসপোর্ট সাইজের ফটো
  • ৭) আয়ের সংসার পত্র
  • ৮) বাসস্থানের প্রমাণ পত্র
  • ৯) বয়সের প্রমাণপত্র (১৮ বছরের প্রমাণপত্র)
  • ১০) জাতি সংশয় পত্র (যদি থাকে)
প্রকল্পের নামপ্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা
সুবিধাভোগীবিভিন্ন ধরনের শিল্পী বা কারিগর
প্রকল্প শুরু১৭ ই সেপ্টেম্বর ২০২৩
উদ্দেশ্যকারিগরদের দক্ষতা ও আর্থিকভাবে শক্তিশালী করা।
প্রশিক্ষণ জন্য টাকাপ্রতি তারিখ ₹ ৫০০ টাকা
টুলকিডটুল কিডের জন্য বৃত্তি₹ ১৫০০০ টাকা।
প্রকল্পের সুবিধাপ্রশিক্ষণের সুবিধা এবং ৫% সুদের তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ ইত্যাদি।
প্রথম ধাপে ঋণের পরিমাণ₹ 100000 টাকা
দ্বিতীয় ধাপে ঋণের পরিমাণ₹ 200000 টাকা
সুদের হারসুদের হার ৫%
অফিসিয়াল ওয়েবসাইটhttps://pmvishwakarma.gov.in
হেল্পলাইন নম্বর18002677777
17923,
ইমেল আইডিchampions@gov.in

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন? / PM Vishwakarma Yojana Online Apply

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের আবেদন হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। যে সকল ইচ্ছুক এবং যোগ্য ব্যক্তিরা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন করতে চাইছেন তারা অনলাইনে মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হলে আপনাকে যেতে হবে আপনার কাছাকাছি সিএসসি সেন্টারে (CSC Center) অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে (Common Service Center)।

প্রথমে আপনাকে প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা প্রকল্পের অফিসিয়াল এই https://pmvishwakarma.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর হাম পেজে লগইন অপশনে ক্লিক করতে হবে।

MP Vishwakarma Yojana Online Apply WB SAIN BLOG
MP Vishwakarma Yojana Online Apply WB SAIN BLOG

এরপর নিচের দিকে CSC Artisons ( CSC View E Shram Data) এই অপশনে অপশন দেখতে পাবেন, এই অপশনের উপরে ক্লিক করতে হবে এরপর অপশনে সিএসসির ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

PM Vishwakarma Yojana Online Apply WB SAIN BLOG
PM Vishwakarma Yojana Online Apply WB SAIN BLOG

এরপরের অপশনে সিএসসি ব্যবহারকারী নিবন্ধিত আবেদনকারীর বিবরণ দেখতে পাবেন । তাই আবেদনকারীদের সাথে সেখানে থেকে যোগাযোগ করতে পারবেন এবং পিএম বিশ্বকর্মা প্রকল্পের নাম নিবন্ধন করতে পারবেন।

এরপর কারিগরদের নাম রেজিস্ট্রেশন করতে, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অনুসারে সিএসসি ব্যবহারকারীদের লগইন ড্রপ ডাউন থেকে সিএসসি রেজিস্টার কারিগর বিকল্পটি নির্বাচন করতে হবে।

PM Vishwakarma Yojana Online Apply WB SAIN BLOG
PM Vishwakarma Yojana Online Apply WB SAIN BLOG

এরপর সিএসসির ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে।

Pradhan Mantri Vishwakarma Yojana WB SAIN BLOG
Pradhan Mantri Vishwakarma Yojana WB SAIN BLOG

এরপর অপশনে No সিলেক্ট করুন, আপনার পরিবারের কোন সরকারি কর্মচারী আছে কিনা। বা আপনি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই কোন প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা ব্যবস্থার বিকাশের জন্য লনের সুবিধা বা ক্রেডিট কার্ডের সুবিধা নিয়েছেন কিনা। গত পাঁচ বছরের মধ্যে যেমন পিএমজিপি (PMEGP) ওপিএম সমিতি (PM SVANidhi) মুদ্রা লোন (MUDRA LON) ইত্যাদি, এরপর কন্টিনিউ বাটনে (Continue Button) ক্লিক করুন,

ক্লিক করলেই নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনাকে আধার ভেরিফিকেশন (Aadhaar Verification) করতে হবে। অর্থাৎ প্রথমে আপনাকে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে জায়গায় একটি মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে অপশনে আপনার 12 ডিজিটের আধার নম্বর লিখে ক্যাপচারের জায়গায় ক্যাপচার দিয়ে এবং চেক বক্সে চেক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।

এরপর ওটিপি ভেরিফিকেশন (OTP Verification) অপশন আসবে, এখানে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি OTP গেছে সেই ওটিপিটি জায়গায় OTP দিয়ে কন্টিনিউ বাটনে (Continue Button) ক্লিক করুন।

পরবর্তী পেজে আঁধার ভেরিফিকেশনের এখানে আধার কার্ডে তথ্য লিখে প্রমাণিকরণের জন্য বায়োমেট্রিক বাটনে ক্লিক করুন এবং আপনার বায়োমেট্রিক প্রমাণিকরণ ভেরিফিকেশন করে ভেরিফাই বায়োমেট্রিক অপশন এ ক্লিক করুন।

এরপরে অপশনে আপনার সামনেই একটি রেজিস্ট্রেশন ফরম খুলে আসবে। এবং এই রেজিস্ট্রেশন ফর্মে আপনার পার্সোনাল ডিটেলস ফিলাপ করুন যেমন আপনার নাম আপনার বাবার নাম সামি বা স্ত্রীর নাম জন্মতারিখ লিঙ্গ এইসব তথ্য আধার কার্ড থেকেই পাওয়া যাবে। এবার বিবাহিত কিনা নির্বাচন করুন। এবং আবেদনকারী জেনারেল এসসি এসটি ওবিসি কোন শ্রেণীর নির্বাচন করুন। এরপর আবেদনকারী কারিগর এই রাজ্যে বসবাস করছে কিনা তা নির্বাচন করুন। এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায় শ্রেণী যাচাই করার সময় আবেদনকারী সংখ্যালঘু সম্প্রদায় অন্তর্গত কিনা তা যাচাই করুন।

এরপর কন্টাক্ট ডিটেলস সেকশনে আবেদনকারীর মোবাইল নম্বর এবং প্যান কার্ড নম্বর লিখুন যদি কাছে থাকে।

এরপর ফ্যামিলি ডিটেলস সেকশনে আধার কার্ড নম্বরের সঙ্গে যদি রেশন কার্ডের লিংক থাকে তবে রেশন কার্ডের নম্বর এবং পরিবারের বিবরণ অটোমেটিক ডিসপ্লে হবে। না হলে আপনি পরিবারের বিবরণ আনতে রেশন কার্ডের নম্বর লিখুন যদি রেশন কার্ড না থাকে তবে ম্যানুয়ালি পরিবারের তথ্য দিতে পারেন।

এরপরের আধার কার্ড ডিটেলস অপশনে, আধার কার্ড এর ঠিকানা জেলা রাজ্য জেলা এবং পিন কোড নম্বর অটোমেটিক ভাবে পূরণ করা হবে। যদি আধার কার্ডের ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তবে সেম আজ আঁধার এড্রেস এই অপশনে ক্লিক করুন। এবং নির্বাচন করুন আবেদনকারী কারিগর কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে আছে যদি হা হয় তবে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন করুন এবং কারিগর যদি সরলা অঞ্চলের বাসিন্দা হয় তাহলে নানা নির্বাচন করুন। এবং আপনি যদি গ্রাম পঞ্চায়েতের অধীনে আছেন তাহলে ইউএনবি নাম নির্বাচন করুন

এরপর প্রপসিং ট্রেড ডিটেলস এর আবেদনকারী পেশা বা ব্যবস্থার নাম লিখতে হবে। এরপর তার পেশা ব্যবস্থা ঠিকানা লিখুন। ব্যবসার ঠিকানা যদি আধার কার্ডের মত হয় তবে সেম আজ আঁধার এড্রেস নির্বাচন করুন, আর আর যদি পেশা বা ব্যবসার বর্তমান ঠিকানা মত হয় তবে কারেন্ট আসছে মাঝ কারেন্ট এড্রেস নির্বাচন করুন।

এরপরে আপনি সেভিং ব্যাংক ডিটেলস এ আবেদনকারীর ব্যাংক একাউন্টের নাম আইএফসি কোড ব্যাংকের শাখার নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখুন আবার পুনরায় একাউন্ট নম্বরটি লিখে নিশ্চিত করুন।
এরপর আপনাকে ক্রেডিট সাপোর্টে আবেদনকারী যদি ক্রেডির সাপোর্টের প্রয়োজন হয় তাহলে হ্যাঁ বা পড়ে ক্লিক করুন। টাকার পরিমান এক লাখ টাকা পর্যন্ত লিখুন। আবেদন কারি কারিগর কোন সেভিং ব্যাংক শাখা থেকে ঋণ সংগ্রহ করতে চাইছে তা পছন্দের শাখা থেকে ঋণ নেওয়ার জন্য সেমাস সেভিং ব্যাংক একাউন্ট নির্বাচন করুন এছাড়াও আবেদনকারী যদি অন্য কোন ব্যাংকের শাখা থেকে ঋণ নিতে চায় তাহলে আদার্স নির্বাচন করি ব্যাংক ও শাখা ব্যাংক লিখুন।

✅🔥👉 আরো পড়ুন » Old Pension Scheme 2024 -বার্ধক্য ভাতা প্রকল্পে এবার রাজ্যের প্রত্যেক বয়স্ক নাগরিক প্রতিমাসে ₹১০০০ টাকা করে পাবেন! কিভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

ডিজিটাল ইন সেনসিটিভ সেকশন এখানে আবেদনকারী যদি ইউপিআই আইডি থাকে তাহলে তা নির্বাচন করুন আর হ্যাঁ বা না যদি হা করেন তাহলে তথ্য দিতে হবে।
ইউপিআই আইডি লিংক যুক্ত মোবাইল নাম্বারটি লিখুন
দক্ষতার দক্ষতার প্রশিক্ষণ বিভক্তিতে স্কিমের উপাদান গুলির সুবিধা গুলি পড়ুন এবং বুঝুন।
বিপন্নয় সহায়তা বিভাগের এই স্কিমের অধীনে উপলব্ধ বিভিন্ন বিপন্ন সম্পর্কিত সহায়তা সুবিধা নির্বাচন করুন।

এরপর ঘোষণা এবং শর্তাবলী একসেপ্ট করুন।

সমস্ত প্রয়োজনের তথ্য দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করুন এবং এখানে একটি রেজিস্টার নম্বর তৈরি হবে। সেখানে চাওয়ার সমস্ত কাগজপত্র বা ডকুমেন্টস স্কিন করে আপলোড করতে হবে আর সাবমিট বাট আমি ক্লিক করতে হবে।

এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাবেন সেই নম্বরটি সেভ করে রাখুন পরবর্তীকালে প্রয়োজন পড়বে এবং এটি একটি পিন আউট করে রাখুন

•🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG