WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Voter List Check Process 2024 – নতুন ভোটার তালিকায় আপনার নাম বাদ যায়নি তো? কিভাবে চেক করবেন!

Voter List Check Process 2024 - নতুন ভোটার তালিকায় আপনার নাম বাদ যায়নি তো?  কিভাবে চেক করবেন! WB SAIN BLOG
Voter List Check Process 2024 – নতুন ভোটার তালিকায় আপনার নাম বাদ যায়নি তো? কিভাবে চেক করবেন! WB SAIN BLOG

Voter list check 2024 : ২০২৪ এর লোকসভা ভোট কবে হবে এই নিয়ে দেশের নাগরিকদের মনে বিরাট উচ্ছ্বাস ছিল। দেশবাসীর এই উত্তেজনার অপেক্ষার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন শেষমেষ প্রকাশ করলেন লোকসভা ভোটের তারিখ। পশ্চিমবঙ্গে আগামী ১৯ এ এপ্রিল তারিখ থেকে দেশের লোকসভা ভোটের প্রথম দফা ভোট শুরু হবে। এবং পশ্চিমবঙ্গে ৭ দফায় ভোট গ্রহণ সম্পন্ন হবে।

প্রথম দফার ভোট ১৯ এপ্রিল থেকে এবং সর্বশেষ দফার ভোট জুন মাসের ১ তারিখ পর্যন্ত চলবে। লোকসভা ভোটের তালিকা এই সময়কালে দেশের ৯৭ কোটি ভোটারের নাম রয়েছে এই তালিকায়। নতুন ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কিভাবে জানবেন? কিভাবে নতুন ভোটার লিস্টে নাম চেক করবেন ? এবং নতুন ভোটার লিস্ট কোথা থেকে ডাউনলোড করবেন? কবে কোথায় ভোট হবে? সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে তাই সম্পূর্ণটি পড়ুন।

Voter List Check Process 2024

ভোটার কার্ড যে কোন ভোটের ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন দেশের নাগরিক এই ভোটার কার্ড দেখানোর মাধ্যমে ভোট দিতে সক্ষম হয়। একজন নাগরিকের ভোট দেওয়ার সময় ভোটার কার্ডের তার নাম, ঠিকানা, বসবাসের স্থান, দেশের নাগরিকত্ব, সব বজায় থাকে। তাই নাগরিকদের কাছে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটার কার্ড একটি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইলেক্ট্রোল আইডেন্টিটি কার্ড এই ভোটার কার্ডকে আবার বলা হয়ে থাকে।

WB SAIN BLOG Google News
WB SAIN BLOG Google News

কিভাবে ভোটার তালিকায় নাম চেক করবেন / Online Voter List Check

ভোট হল দেশে সকল মানুষের কাছে একটি স্বাধীন মতামত। কিন্তু এই ভোটার লিস্টের তালিকা আপনার নাম আছে কিনা দেখে নিন। আপনার নাম ভোটার লিস্টের তালিকায় আছে কিনা চেক করার জন্য নিচের পদ্ধতি গুলো ভালোভাবে অবলম্বন করুন। ভোটার তালিকায় দেশে নাগরিকদের নিজের নাম চেক করার জন্য প্রথমে ভোটার কার্ডের এই https://voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

Voter List Online Voter List Check  Voter Llist 2024 WB SAIN BLOG
Voter List Online Voter List Check Voter Llist 2024 WB SAIN BLOG

এবং ডানদিকে সার্ভিসে থাকা সার্চ ইন ইলেকট্রোরাল রোল অপশনে ক্লিক করতে হবে। এ অপশনে ক্লিক করলেই নতুন একটি পেজ ওপেন হবে এখানে তিনটি অপশন দেখতে পাবেন 1) Search by Details, 2) Search by EPIC, 3) Search by Mobile, তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই তিন পদ্ধতিতে ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করবেন।

1) Search by Details (voter list 2024)

  • Search by Details এই অপশনে ক্লিক করার পর সেখানে প্রথমে রাজ্যের নাম ও ভাষা সিলেট করুন। এরপর নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, লিঙ্গ, জেলার নাম, বিধানসভার নির্বাচনী এলাকা নাম সিলেট করে ক্যাপচার কড বসিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার ভোটার কার্ডের ডিটেইলস আপনার সামনে প্রদর্শিত হবে।

✅👉 আরো পড়ুন » Lakshmi Bhandar Status Check 2024 – লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক করার পদ্ধতি এবং লক্ষীর ভান্ডার মোবাইল নাম্বার দিয়ে চেক ও ফরম ফিলাপ ২০২৪

2) Search by EPIC

  • Search by EPIC এই অপশনে ক্লিক করার পর সেখানে প্রথমে ভাষা সিলেট করুন এরপর এপিক নাম্বার এর জায়গায় ভোটার কার্ডের নাম্বার দিন, এরপর রাজ্য নির্বাচন করুন এরপর ক্যাপচার কোড বসিয়ে শার্ট বণ্টনে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার ভোটার কার্ডের তথ্য আপনার সামনে প্রদর্শিত হবে।

✅👉 আরো পড়ুন » CAA Rules – CAA আইন চালু হল সারাদেশ জুড়ে! অনেকেই হারাবে নাগরিকত্ব? কি কি করতে হবে? জানুন বিস্তারিত।

3) Search by Mobile

  • Search by Mobile এই অপশনে ক্লিক করার পর সেখানে প্রথমে রাজ্য নির্বাচন করুন এরপর ভাষা নির্বাচন করুন, এরপর আপনার ভোটার কার্ড সঙ্গে লিংক যুক্ত মোবাইল নাম্বারটি ইন্টার মোবাইল নাম্বার জায়গায় বসিয়ে দিন, এরপর ক্যাপচার কোড বসিয়ে সেন্ড ওটিপি অপশন এ ক্লিক করুন, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলেই আপনার ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বারে একটি otp যাবে সেই ওটিপিটি ওটিপির জায়গায় বসিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার ভোটার কার্ডের ডিটেইলস আপনার সামনে প্রদর্শিত হবে।

পশ্চিমবঙ্গে কোন বিধানসভায় কবে ভোট / কবে কোথায় ভোট হবে?

পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট পালিত হবে এবং ৪ জুন মঙ্গলবার ভোট গণনা হবে।

প্রথম দফা
প্রথম দফা ভোট পালিত হবে ১৯ এপ্রিল শুক্রবার

  • কোচবিহার,
  • আলিপুরদুয়ার,
  • জলপাইগুড়ি।

দ্বিতীয় দফা
দ্বিতীয় দফা ভোট পালিত হবে ২৬ এপ্রিল শুক্রবার।

  • দার্জিলিং,
  • রায়গঞ্জ,
  • বালুরঘাট।

তৃতীয় দফা
তৃতীয় দফা ভোট পালিত হবে ৭ মে মঙ্গলবার

  • মালদা উত্তর,
  • মালদা দক্ষিণ,
  • জঙ্গিপুর,
  • মুর্শিদাবাদ।

চতুর্থ দফা
চতুর্থ দফা ভোট পালিত হবে ১৩ মে সোমবার

  • বহরমপুর,
  • বোলপুর,
  • বীরভূম,
  • কৃষ্ণনগর,
  • আসানসোল,
  • বর্ধমান পূর্ব,
  • বর্ধমান-
  • দুর্গাপুর,
  • রানাঘাট।

পঞ্চম দফা
পঞ্চম দফা ভোট পালিত হবে ২০ মে সোমবার

  • বনগাঁ,
  • ব্যারাকপুর,
  • হুগলি,
  • শ্রীরামপুর,
  • আরামবাগ,
  • উলবেড়িয়া,
  • হাওড়া।

ষষ্ঠম দফা
ষষ্ঠম দফায় ভোট পালিত হবে ২৫ মে শনিবার

  • পুরুলিয়া,
  • বাঁকুড়া,
  • বিষ্ণুপুর,
  • ঝারগ্রাম,
  • তমলুক,
  • কাঁথি,
  • ঘাটাল,
  • মেদিনীপুর।

সপ্তম দফা
সপ্তম দফায় ভোট পালিত হবে ১ জুন শনিবার

  • ডায়মন হারবার,
  • বসিরহাট,
  • জয়নগর,
  • দমদম,
  • বারাসাত,
  • কলকাতা দক্ষিণ,
  • কলকাতা উত্তর,
  • মথুরাপুর,
  • যাদবপুর।
Voter List Online Voter List Check  Voter Llist 2024 WB SAIN BLOG
Voter List Online Voter List Check Voter Llist 2024 WB SAIN BLOG

৪ জুন মঙ্গলবার ভোট গণনা হবে।

•🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥

✅🔥 আরো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট 🔥✅

✅   সেরা রান্নার রেসিপি ওয়েবসাইট

✅  অনলাইনে পণ্য কেনাকাটার জন্য সেরা ওয়েবসাইট

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG