Aadhaar Card Update, Aadhaar Card হল বর্তমানে সকল ভারতীয় নাগরিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি । এই Aadhaar Card ছাড়া সরকারি হোক বা বেসরকারি কোন কাজ করা সম্ভব নয়, এক কথায় অসম্ভব। ২০১০ সালে ২৯ শে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আমাদের দেশে প্রথমবারের জন্য এই আধার কার্ডের সূচনা করা হয়। এই Aadhaar Card চালু করার মূল উদ্দেশ্য ছিল দেশের সকল নাগরিকদের এক পরিচয় পত্র তৈরি করা। বর্তমানে আমাদের দেশে প্রায় ১৩০ কোটি মানুষের আধার কার্ড রয়েছে, একটি সরকারি পরিসংখ্যা অনুসারে জানা যাচ্ছে। একজন দেশবাসী হিসেবে সকলের উচিত নিজেদের আধার কার্ড তৈরি করে নেওয়া।
Aadhaar Card Update আধার কার্ড আপডেট নিয়ে নির্দেশ দেওয়া হল।
আমরা অনেক সময় দেখতে পাই যে, যেই সকল Aadhaar Card গুলি অনেক বছরের পুরনো সেই সমস্ত Aadhaar Card অনেক ধরনের ভুল ভ্রান্তি থেকে থাকে। আর এই সমস্ত ভুলভ্রান্তি থাকার জন্য গ্রাহকদের অনেক ধরনের কাজের ক্ষেত্রে সমস্যা পড়তে হয়। গ্রাহকদের এই সকল সমস্যা যাতে না হয় এই জন্য UIDAI (Unique Identification Authority of India ) এর তরফে সকল পুরনো গ্রাহকদের আধার কার্ড আপডেটের ( Aadhaar Card Update ) নির্দেশ দেওয়া হয়েছে।
যেই সকল গ্রাহকদের Aadhaar Card ৫ থেকে ১০ বছরের পুরনো সেই সকল গ্রাহকদের অবিলম্বে বর্তমানের নিজেদের সকল তথ্য দিয়ে নিজেদের আধার কার্ড আপডেট করে নিতে হবে। এবার অনেকেই ভাবছেন যে ঠিকই কি আপডেট করতে হবে। এই নিয়ে প্রশ্ন করা হলে জানানো হয়েছে, যে অনেক সময় আমাদের নাম, বয়স, ঠিকানা ভুল বা আমাদের নিজের জীবিকা নির্বাহ করার জন্য কর্মসূত্রে অন্য স্থানে চলে যায় কিন্তু সেই নতুন ঠিকানা আমরা আপডেট করতে ভুলে যাই।
কিন্তু এই বিষয়ে আমাদের না জানার জন্য এই সকল তথ্য আধার কার্ডে আপডেট করা হয় না ভবিষ্যতেও দরকারের সময় আমাদের সমস্যায় পড়তে হয়। এই সমস্যার কারণের জন্যই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা UIDAI এর তরফে সকল দেশবাসীকে আগামী ১৪ই জুন এর মধ্যে বিনামূল্যে নিজেদের সকল আধার কার্ডের তথ্য আপডেট করতে বলা হচ্ছে। কিন্তু এর আগে আধার কার্ড এর কোন আপডেট করার জন্য আমাদের সকলকে ৫০ টাকা করে দিতে হতো।
আধার কার্ড গ্রাহকদের জন্য নতুন নির্দেশ দিল UIDAI, Aadhaar Card Update দেখে নিন বিস্তারিত তথ্য।
নাগরিকরা যাতে নিজেদের এই আধার কার্ডের তথ্য বিনা কোন সমস্যায় এবং বিনামূল্যে আপডেট করতে পারে এই কারণে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সকলের জেনে নেওয়া প্রয়োজন যে শুধুমাত্র অনলাইনে মাধ্যমে এই কাজ করা হলে কোন টাকা লাগবে না। কিন্তু কেউ যদি অফলাইনে বা আধার সেবা কেন্দ্রে বা সাইবার ক্যাফেতে গিয়ে কাজ করতে চায় তাহলে তাদেরকে টাকা দিতে হবে।
Aadhaar Card Update / আধার কার্ড আপডেট কিভাবে করবেন:
১) www.myaadhaar.uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) নিজের আধার কার্ড নাম্বারের মাধ্যমে আপনাকে সর্বপ্রথম লগইন করে নিতে হবে।
৩) এরপর আপডেট আধার অনলাইন ( Aadhaar Card ) এই অপশনে ক্লিক করতে হবে।
৪) নিজের নাম, জন্মের তারিখ, ঠিকানা, জেন্ডার ছাড়াও আপনি কি আপডেট করতে চাইছেন সেটা সিলেক্ট করে এগিয়ে যেতে হবে।
৫) আপনাকে নিজের আপডেটের প্রমান পত্র হিসাবে কোন একটি নথিপত্র সিলেট করে নিতে হবে এবং সেই নথিপত্রের সব কপি আপনাকে আপলোড করে দিতে হবে।
৬) অফলাইনে যারা এ কাজ করবেন তাদেরকে ৫০ টাকা জমা করতে হবে নইলে এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
৭) ৭ থেকে ১৫ দিনের মধ্যেই আপনাকে এই সম্পর্কে তথ্য দিয়ে দেওয়া হবে SMS এর মাধ্যমে।
৮) এবং এই সামান্য পদ্ধতি অবলম্বন করে আপনি নিজের আধার কার্ডকে আপডেট ( Aadhaar Card Update ) করে নিতে পারবেন।
আধার কার্ডের Aadhaar Card Update নিয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
Aadhaar Card Update More Video Like this :
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
আরও পড়ুন: 👇👇👇👇👇👇
প্রত্যেক নাগরিক 20,000 টাকা করে নগদ পাবেন! আবেদন করলেই সুযোগ
আবাস যোজনার নতুন লিস্ট, pradhanmantri aawas Yojana new list 2023
e shram Card ই শ্রম কার্ডে আবেদন করলেই পাবেন প্রতি মাসে হাজার টাকা করে।
PAN Card Aadhar Link : আপনার প্যান কার্ড থাকলে সাবধান হন! না হলে জরিমানা হবে ১০০০০ টাকা
Free Ration পশ্চিমবঙ্গে রেশনে ৩ কেজি চাল ও 2 কেজি গম বিনামূল্যে! কারা পাবেন