WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PAN Card Aadhar Link 2024 : আপনার প্যান কার্ড থাকলে সাবধান হন! না হলে জরিমানা হবে ১০০০০ টাকা

 

PAN Card Aadhar Link আপনার প্যান কার্ড থাকলে সাবধান হন! না হলে জরিমানা হবে ১০০০০ টাকা।

 

PAN Card Aadhar Link আপনার প্যান কার্ড থাকলে সাবধান হন! না হলে জরিমানা হবে ১০০০০ টাকা। ভারতীয় নাগরিকদের জন্য প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড (Aadhaar Card ) তেমনি প্রয়োজনীয় নথি হল প্যান কার্ড (Pan Card )। দীর্ঘদিন ধরে এই দুটি নথির মধ্যে অর্থাৎ আধার কার্ড ও প্যান কার্ডের মধ্যে সংযোগ সাধন করার প্রক্রিয়া চলছিল, প্যান কার্ড ও আঁধার কার্ড লিংক করার কথা বললেও এবার এই বিষয়টিকে বাধ্যতামূলক করেছেন কেন্দ্রীয় সরকার।

 

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা ( CBDT) এর ঘোষণা অনুযায়ী প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা না হলে আগামী ৩১ শে মার্চ ২০২৩ এরপরে তার নিষ্ক্রিয় হয়ে যাবে। মানে ৩১ শে মার্চের মধ্যেই আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংকের ( PAN Card Aadhar Link ) কাজ সম্পূর্ণ করতে হবে। ৩১ শে মার্চ ২০২৩ এর মধ্যেই লিংক সম্পূর্ণ করলে আপনাকে হাজার টাকা জরিমানা দিতে হবে।

 

✅ আরও পড়ুন:   Medhashree Scholarship Online Apply: ৮০০ টাকা করে পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছেন রাজ্যে ! 2023 এ মেধাশ্রী প্রকল্পের আবেদন শুরু।

 

কেন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক করবেন?  PAN Card Aadhar Link

 

১) আয়কর দপ্তর সম্প্রতি প্যান কার্ড সম্পর্কে একটি ঘোষণা করেছেন। তা প্রত্যেক প্যান কার্ড ধারীদের জানা প্রয়োজন। এই বিষয়ে জানা না থাকলে প্যান কার্ড ব্যবহারকারীরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।

২) (Income Tax Department) আয়কর দপ্তর থেকে নির্দেশ জারি করা হয়েছে যে (Aadhar Card) আধার কার্ড এবং (PAN Card) প্যান কার্ড লিংক করা বাধ্যতামূলক।

৩) মানুষেরা ব্যাংকিং পরিষেবা থেকে অন্যান্য অফিসিয়াল কাজে প্যান কার্ড ব্যবহার করে থাকে। এখন প্রায় প্রত্যেকের কাছেই প্যান কার্ড রয়েছে। যেকোনো অফিশিয়ালি কাজ এই কার্ড ছাড়া অসম্পূর্ণ। তবে এই বছরে বাজেট ঘোষণার পর এই পেন কার্ড আপনার ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানার কারণ হতে পারে। PAN Card Aadhar Link

 

✅ আরও পড়ুন:   প্রত্যেক নাগরিক 20,000 টাকা করে নগদ পাবেন! আবেদন করলেই সুযোগ

 

তো চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যায় !

 

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক অবশ্যই করতে হবে। আয়কর দপ্তরের তরফে জানিয়ে দিয়েছে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই কাজ না হলে জরিমানা এবং প্যান কার্ড বাতিল হতে পারে বলে জানিয়েছেন আয়কর দপ্তর। PAN Card Aadhar Link

 

তো চলুন জেনে নেওয়া যাক এই লিংক কত তারিখের মধ্যে করতে হবে !

 

আয়কর দপ্তর জানিয়েছেন যে আগামী ৩১ শে মার্চ ২০২৩ তারিখের মধ্যে আপনাকে PAN Card Aadhar Link এই লিংক প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। যদি একত্রিশে মার্চ ২০২৩ তারিখের মধ্যেই আপনি এই লিঙ্গ ক্রিয়াটি সম্পূর্ণ না করেন তাহলে ১০ হাজার টাকা ফাইন দিতে হবে। এছাড়াও এক এপ্রিল ২০২৩ থেকে সেই প্যান কার্ড বাতিল হয়ে যাবে। এবং আপনার প্যান কার্ড টি বাতিল হয়ে গেলে সরকারি কাজকর্ম এবং আপনার ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। PAN Card Aadhar Link

 

কিভাবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক করবেন ?

 

এই লিংক প্রক্রিয়াটি আপনি নিজের বাড়িতে বসেই করতে পারবেন।
আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে প্রথমে আপনাকে ভারতের আয়কর বিভাগে অফিসিয়াল ওয়েবসাইট বা https://incometaxindiaefiling.gov.in – এ যেতে হবে। হোমপেজে কুইক লিংক (quick links) বিভাগের অধীনে উপলব্ধ লিংক আঁধার (link Aadhar) অপশন এ ক্লিক করুন। এরপর একটি নতুন পেজ আপনার সামনে খুলবে যেখানে আপনাকে আপনার প্যান কার্ড নম্বর আধার নম্বর এবং আপনার নাম (আধার কার্ডে উল্লেখিত) তথ্য লিখতে হবে।

সেখানে আপনাকে আইডি পাসওয়ার্ড এবং জন্ম তারিখ ব্যবহার করে পটালে লগইন করতে হবে। এখানে আপনার প্যান কার্ড নম্বরটি হবে আপনার ইউজার আইডি। পরবর্তী ধাপে পেজে প্রদর্শিত ক্যাপচার কোড লিখে এবং লিঙ্ক আধার অপশনটি বেছে নিতে হবে এতেই আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। PAN Card Aadhar Link

 

• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন

 

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉   প্রত্যেক নাগরিক 20,000 টাকা করে নগদ পাবেন! আবেদন করলেই সুযোগ

 

👉   আবাস যোজনার নতুন লিস্ট, pradhanmantri aawas Yojana new list 2023

 

👉   ফেব্রুয়ারি মাসে কোন কোন রেশন কার্ডে কত পরিমান খাদ্যশস্য! | February Month Ration Card Benefits West Bengal Bangla

 

👉   e shram Card ই শ্রম কার্ডে আবেদন করলেই পাবেন প্রতি মাসে হাজার টাকা করে।

LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG