WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Medhashree Scholarship Online Apply 2023: ৮০০ টাকা করে পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছেন রাজ্যে ! 2024 এ মেধাশ্রী প্রকল্পের আবেদন শুরু।

 

Medhashree Scholarship Online Apply 2023 ৮০০ টাকা করে পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছেন রাজ্যে ! 2024 এ মেধাশ্রী প্রকল্পের আবেদন শুরু।

 

রাজ্যের সমস্ত OBC ছাত্র-ছাত্রীরা Medhashree Scholarship Online Apply এর মাধ্যমে মেধাশ্রী স্কলারশিপের আওতায় বছরে ৮০০ টাকা করে সরকারি বৃত্তি পাবেন। রাজ্যের সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়ুয়াদের ( OBC ) ওবিসি শিক্ষার্থীরা এই টাকা পাবেন।

 

Medhashree Scholarship Online Apply: ৮০০ টাকা করে পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছেন রাজ্যে !

 

পশ্চিমবঙ্গের বাসীদের জন্য দারুণ সুখবর! পশ্চিমবঙ্গের সরকার কুড়িটিরও বেশি সামাজিক প্রকল্প চালু রেখেছেন। গত জানুয়ারি মাসে রাজ্যের ( Chief Minister Mamata Banerjee ) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের নাম মেধাশ্রী স্কলারশিপ স্কিম ( Medhasree Scholarship Scheme )। এই প্রকল্পে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া সুবিধা পাবেন। এই প্রকল্পে রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়ারা এই স্কলারশিপ প্রকল্পের বছরে ৮০০ টাকা করে বৃত্তি বা স্কলারশিপ পেতে চলেছেন।

 

কারা কারা টাকা পাবেন এই মেধাশ্রী স্কলারশিপে!

এই মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন, বাংলায় বসবাসকারী সমস্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীরা।

✅  👉   Best online Shopping Deals today

কত টাকা করে পাওয়া যাবে এই মেধাশ্রী স্কলারশিপের আওতায় 

রাজ্যের সমস্ত ওবিসি ছাত্র-ছাত্রীরা বছরে ৮০০ টাকা করে সরকারি বৃত্তি পাবেন এই মেধাশ্রী স্কলারশিপের আওতায়। পশ্চিমবঙ্গের সরকারি বা সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয় পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত ওবিসি ক্যাটাগরি শিক্ষার্থীরা এই টাকা পাবেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় 2 লক্ষ্য 63 হাজার পড়ুয়া স্কলারশিপের টাকা পাবেন বলে আশা করা হচ্ছে। Medhashree Scholarship Online Apply

 

কি কি যোগ্যতার প্রয়োজন এই মেধাশ্রী প্রকল্পে  Medhashree Scholarship Online Apply

 

° আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে অন্যান্য অনগ্রসর শ্রেণী অন্তর্ভুক্ত হতে হবে।

° শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিক্ষাগত শিক্ষার্থীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

° রাজ্য বা কেন্দ্র সরকারের শিক্ষা বোর্ড বা কাউন্সিলিং দ্বারা স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠানে শিক্ষারত নিয়মিত ছাত্র ছাত্রী হতে হবে।

° অন্য কোন সরকারি স্কিন থেকে প্রিম্যাট্রিক বৃত্তি বা আর্থিক সহায়তা প্রাপ্ত পড়ুয়ারা মেধাশ্রীর টাকা পাওয়ার জন্য যোগ্য হবে না।

° একবার আবেদন করলেই অষ্টম শ্রেণী পর্যন্ত স্কলারশিপের টাকা পাওয়া যাবে।

° পড়ুয়াদের অবশ্যই কোন ব্যাংকিং এর সুবিধা সহ একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

° শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষের বেশি হলে চলবে না। এর জন্য উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা একটি সংসার পত্র আবেদনের সঙ্গে জমা করতে হবে।

° যে কোন ক্লাসে পড়ার জন্য বিত্তি পাওয়ার যাবে মাত্র এক বছরের জন্য একবারই যদি কেউ একটি ক্লাসে ফেল করে তবে সেই বছর সে দুইবার টাকা পাবে না অর্থাৎ একই ক্লাসে থেকে গেলে একাধিক বার বৃত্তি টাকা মিলবে না। Medhashree Scholarship Online Apply

আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে মেধাশ্রী প্রকল্পে Medhashree Scholarship Online Apply

• আধার কার্ড ( Aadhaar Card )
• পরীক্ষার মার্কশীট ( Exam Marksheet )
• ওবিসি সার্টিফিকেট ( OBC Certificate )
• রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ( Residential Certificate )
• একাউন্ট নাম্বার ( Account number )
• কালার ছবি ( Passport size photo )
• পরিবার আয়ের সার্টিফিকেট ( Income certificate )

 

কিভাবে আবেদন করতে হবে এই মেধাশ্রী প্রকল্পের জন্য Medhashree Scholarship Online Apply

 

নিচের দেওয়া পদ্ধতি মেনে আবেদন করতে পারবেন।
অনলাইনে শিক্ষাশ্রী ও মেধাশ্রী পটলের মাধ্যমে আবেদন করতে হবে।

• তো প্রথমে শিক্ষাশ্রী ও মেধাশ্রী পোর্টাল https://202.66.172.169/ – তে যেতে হবে।
• এরপর ইউজার টাইপে গিয়ে স্কুল লেভেল অপশন বেছে নিন।
• এরপর জেলা, সাবডিভিশন, ব্লক বা পৌরসভা, ইস্কুলের নাম, সিলেক্ট করতে হবে।
• এরপর লগইন করতে ব্যবহারকারী আইডি ও পাসওয়ার্ড লিখুন।
• এরপর একটা নতুন পেজ অল অ্যাপ্লিকেশন লিস্টে এ যেতে হবে।
• এরপরে ফ্রেশ এপ্লিকেশনে ক্লিক করুন। এরপর নতুন একটি ফরম চলে আসবে।

 

• এরপর সেখানে আবেদনকারীর নাম, পিতার নাম, ঠিকানা, জেলা, লিঙ্গ, জন্ম তারিখ, বর্ণ, স্টুডেন্ট কোট, জাতি বা উপজাতি বা ওবিসি সংশয় পত্র নম্বর, বার্ষিক পরিবারের আয়, আধার নম্বর, এবং একাউন্ট নম্বর, মোবাইল নম্বর, ইত্যাদি পূরণ করতে হবে।
• সবকিছু ঠিকঠাক পূরণ করার পর ক্যাপচার দিয়ে সাবমিটে ক্লিক করুন। এরপর আপনার আবেদন করার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

 

• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন

 

✅  👉   Best online Shopping Deals today

আরও পড়ুন: 👇👇👇👇👇👇

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

✅ আরও পড়ুন: 👉    Digital life certificate বা Jeevan pramaan Patra নভেম্বরে 2023 কি জমা দিতে হবে পেনশন ভোগীদের? Benefit জানুন বিস্তারিত তথ্য!

 

👉  Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!

 

👉  Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?

LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG