Aadhar Card new update ভারতীয়দের বর্তমানে আধার কার্ড নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কারণ বর্তমানে সন্তানকে স্কুলে ভর্তি করতে, হাসপাতালে ভর্তি হতে, রেশন সামগ্রিক পেতে, এমনকি ব্যাংক একাউন্ট খুলতে সর্বত্রই আধার কার্ড লাগে। এমনকি শিশু জন্মের পর তার বাস সার্টিফিকেট পাওয়ার জন্য অথবা কেউ মারা গেলে তার মৃত্যু সার্টিফিকেট এর জন্য আধার কার্ডের প্রয়োজন হয়। সব মিলিয়ে ভারতীয়দের জন্য আধার কার্ড ছাড়া বর্তমানে জীবন ভাবা যায় না।
Aadhar Card new update / Aadhaar card is 10 years old : আপনার আধার কার্ডের বয়স ১০ বছরের বেশি হলেই সাবধান হয়ে যান!
আধার কার্ড থেকেও লাভ হবে না যদি আপনি এই গুরুত্বপূর্ণ আপডেট গুলি না জানেন। সব মিলিয়ে Aadhar Card new update আধার কার্ড থাকবে না এমন পরিস্থিতি হওয়ার জোর নেই। ভারতীয়দের বেশিরভাগ নাগরিকের আধার কার্ডের বয়স ১০ বছর পেরিয়ে গিয়েছে। এমনিতে তাতে কোনও সমস্যা নেই। কারণ পরবর্তীতে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করা নির্দেশ দেওয়া হয়েছে। সেই কাজ এখনো অনেকে করেছেন আবার এখনো অনেকেও করেননি। যারা এখনো করেননি তারা আগামী দিনে যত দ্রুত সম্ভব সেই কাজটি করে ফেলুন। প্রশাসনের বিভিন্ন মহল থেকে এমন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা শোনা গিয়েছে যে আধার কার্ড নিয়ে আপনার চিন্তা বাড়তে বাধ্য। Aadhar Card new update
আপনার আধার কার্ড দশ বছর হয়েছে বানানো?
Aadhar Card new update / Aadhaar card is 10 years old
জানা গিয়েছে যাদের আধার কার্ডের বয়স ১০ বছর পুরনো হয়ে গেছে তাদের অবিলম্বে আধার আপডেট করতে হবে। কারণ দশ বছরের পুরনো আধার কার্ডের থাকা ছবির সঙ্গে আপনার বর্তমানে মুখের অনেকটাই বদলে গিয়ে থাকতে পারে। এছাড়াও আপনার বাড়ির ঠিকানা, মুখের ছবি, আঙ্গুলের ছাপ এই সমস্ত তথ্য বদলে যেতে পারে। তাই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আপনার আধার কার্ডের বয়স ১০ বছরের বেশি হলেই যত দ্রুত সম্ভব আপডেট করে নিন। না হলে পরে সমস্যায় পড়তে পারেন।
সবকিছুতেই আধার কার্ড Aadhaar card for everything ( Aadhar Card new update)
সবকিছুতেই আধার কার্ড এখন তো আবার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আধার কার্ড না থাকলে আপনি ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন জমা করতে পারবেন না। চাকরি পাওয়া বা চাকরির পরীক্ষার বসা, দূরে কোথাও ঘুরতে গিয়ে হোটেলে থাকা সব জায়গায় এখন আধার কার্ড লাগছে।
আঙুলের ছাপ বদলানোর জন্য ১০ বছরেই যথেষ্ট! Aadhar Finger print update। Aadhar Card new update
মূল কথা হলো আপনাকে দশ বছর অন্তর আপনার আধার আপডেট ( Aadhar Card update ) করতে হবে। যেমন আপনার বাড়ির ঠিকানা, বাড়ি ঠিকানা যদি আপনার একই থাকে সেক্ষেত্রে মুখের ছবি এবং আধারের বায়োমেট্রিক চিহ্ন অর্থাৎ আঙুলের ছাপ এই দশ বছরে বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে আঙ্গুলের ছাপ বদলানোর জন্য ১০ বছরই যথেষ্ট সময়।
তাই এই গোটা কাজটাই নিকটবর্তী আঁধার পরিষেবা কেন্দ্রে গিয়ে বিনামূল্যে করতে পারেন। এক্ষেত্রে আপনি চাইলে বাড়িতে বসেই অনলাইনে আধার কার্ড আপডেটের সুযোগ আছে কিন্তু তাতে ঠিকানা বা মুখের ছবি আপডেট করা সম্ভব হলেও বায়োমেট্রিক চিহ্ন আঙ্গুলের ছাপ আপডেট করা সম্ভব হতে সমস্যা হতে পারে। তাই ২০২৩ মার্চ মাস শেষ হওয়ার আগেই নিকটবর্তী আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে নিজের পুরনো আধার কার্ডকে আপডেট করে নিন।
এমন অবস্থায় আপনার নাম রাম বা রহিম যেই হোক না কেন আসল পরিচয় এই আধার কার্ডের থাকা নম্বরের মধ্যে লুকিয়ে আছে। সরকার তোতা রাষ্ট্র এই সংখ্যা দিয়েই কোন একজন ব্যক্তি কে চিহ্নিত করছেন। Aadhar Card new update তাই যদি আপনার আধার কার্ডটি 10 বছর পুরানো হয়। তাহলে মার্চ মাসের মধ্যেই আপনার আধার কার্ডটিকে আপডেট করে নিন। এবং সমস্যা থেকে মুক্তি পান।
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
আরও পড়ুন:
প্রত্যেক নাগরিক 20,000 টাকা করে নগদ পাবেন! আবেদন করলেই সুযোগ
আবাস যোজনার নতুন লিস্ট, pradhanmantri aawas Yojana new list 2023
e shram Card ই শ্রম কার্ডে আবেদন করলেই পাবেন প্রতি মাসে হাজার টাকা করে।
PAN Card Aadhar Link : আপনার প্যান কার্ড থাকলে সাবধান হন! না হলে জরিমানা হবে ১০০০০ টাকা
Free Ration পশ্চিমবঙ্গে রেশনে ৩ কেজি চাল ও 2 কেজি গম বিনামূল্যে! কারা পাবেন