WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sishu Sathi Scheme 2024 – শিশু সাথী প্রকল্প পশ্চিমবঙ্গের সকল শিশুদের জন্য বড় ঘোষণা ! কারা ও কি কি সুবিধা পাবেন জানুন?

Sishu Sathi Scheme 2024 - শিশু সাথী প্রকল্প পশ্চিমবঙ্গের সকল শিশুদের জন্য বড় ঘোষণা ! কারা ও কি কি সুবিধা পাবেন জানুন? WB SAIN BLOG
Sishu Sathi Scheme 2024 – শিশু সাথী প্রকল্প পশ্চিমবঙ্গের সকল শিশুদের জন্য বড় ঘোষণা ! কারা ও কি কি সুবিধা পাবেন জানুন? WB SAIN BLOG

Sishu Sathi Scheme : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিশুদের জন্য শিশু সাথী প্রকল্প (Sishu Sathi Prakalpa) মাধ্যমে নতুন ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকল জনগণের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেন। যেমন লক্ষির ভান্ডার, স্বাস্থ্য সাথী, রূপশ্রী, কন্যাশ্রী ইত্যাদি ।তেমনি পশ্চিমবঙ্গের শিশুদের স্বার্থে এইরকম আরো একটি জনপ্রিয় প্রকল্প হলো শিশুসাথী প্রকল্প। এই শিশু সাথী প্রকল্প কারা কারা ও কি কি সুবিধা পাবেন ?সমস্ত কিছুই আলোচনা করা হবে এই প্রতিবেদনের মাধ্যমে তাই সম্পূর্ণটাই পড়ুন।

West Bengal Sishu Sathi Scheme 2024

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় শিশুসাথী প্রকল্প নিয়ে দারুণ সুখবর। এবার থেকে মা-বাবাকে সন্তানের চিকিৎসার কথা আর চিন্তা করতে হবে না। কারণ এই প্রকল্পে শৈশব কালে শিশুদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিনামূল্যে অস্ত্র প্রচারের সুবিধা দেওয়া হয়। শিশুসাথী প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন? কি কি কাগজপত্রের প্রয়োজন? ও কিভাবে আবেদন করবেন? সমস্ত কিছু জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে।

শিশু সাথী প্রকল্প / শিশু সাথী স্কিম / Sishu Sathi Scheme

শিশু সাথী স্কিম: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে ২০১৩ সালে আগস্ট মাসের শিশু সাথী প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারির মাধ্যমে তাদের জীবন ফিরিয়ে দেওয়া। অনেক শিশুই জন্মের সময় বিভিন্ন রোগ নিয়ে জন্মগ্রহণ করে বা জন্মগ্রহণের পরও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, বিশেষ করে যে সমস্ত শিশুর হার্টের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন সেই সকল শিশুদের হার্টের সার্জারি বিনামূল্যে করে দেওয়া লক্ষ্যেই রাজ্য সরকারের এই শিশুসাথী প্রকল্পের সূচনা করেন। কারণ আগামী দিনে শিশুরাই দেশের ভবিষ্যৎ তাই আবশ্যক শিশুদের রোগ মুক্ত জীবন দেওয়া।

✅🔥 আরো পড়ুন » Lakshmi Bhandar Status Check 2024 – লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক করার পদ্ধতি এবং লক্ষীর ভান্ডার মোবাইল নাম্বার দিয়ে চেক ও ফরম ফিলাপ ২০২৪

শিশুসাথী প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে? / Sishu Sathi Scheme All Treatment

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই শিশুসাথী প্রকল্পের (Sishu Sathi Prakalpa) মাধ্যমে শিশুদের হার্ড সংক্রান্ত বেশ কয়েকটি রোগব্যাধির বিনামূল্যে চিকিৎসা করা হয়। শিশু সাথী প্রকল্পে হার্ড সংক্রান্ত যে সকল রোগের চিকিৎসা করা হয় সেই সমস্ত বিষয়গুলি হল নিম্নরূপ।

১) হার্টে রক্ত চলাচলের সমস্যা,

২) হার্টের ফুটোর সমস্যা।

৩) কোনজেনিটাল কার্ডিয়াল ডিফেক্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা।

৪) হার্ট যন্ত্রের বিভিন্ন প্রকার সমস্যা।

৫) শিশুর 12 বছর বয়স পর্যন্ত হার্ট সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন।

SBI CARD
SBI CARD

শিশুসাথী প্রকল্প কোন কোন হাসপাতালে সুবিধা পাবেন? / Shishu Sathi Scheme Treatment Hospital

শিশুসাথী প্রকল্প সুবিধা শুধুমাত্র নির্বাচিত কয়েকটি হাসপাতালেই পাবেন। চলুন দেখে নেওয়া যাক সেইসব হাসপাতাল গুলির লিস্ট।

১) দুর্গাপুর মিশন হাসপাতাল। (DURGAPUR MISSION HOSPITAL)

২) কলকাতা এস এস কে এম হাসপাতাল। (Kolkata S S K M Hospital)

৩) কলকাতা বি এম বিড়লা হাসপাতাল। (Kolkata B M Birla Hospital)

৪) কলকাতা আর জি কর মেডিকেল কলেজ। (Kolkata R G Kar Medical Hospital)

৫) কলকাতা বিসি রায়, মেমোরিয়াল হসপিটাল ফর চিল্ড্রেন। (Kolkata BC Roy Hospital for Children)

৬) কলকাতা আর এন টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস (Kolkata R N Tagore Hospital)

শিশুসাথী প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন? / Sishu Sathi Scheme Apply Documents 2024

শিশুসাথী প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলির প্রয়োজন সেগুলি নিমরূপে আলোচনা করা হলো।

১) শিশু এবং শিশুর মা বাবা অথবা অভিভাবকের আধার কার্ড।

২) শিশুর মা বাবার বা শিশুর অভিভাবকের ভোটার কার্ড।

৩) শিশুর অভিভাবকের আয়ের প্রমাণপত্র।

৪) শিশুর বাবা-মা অথবা অভিভাবকের পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।

৫) আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ফটো।

৬) যদি আবেদনকারী বিপিএল তালিকাভুক্ত হন, তাহলে বিপিএল তালিকাভুক্তের সার্টিফিকেট

WB SAIN BLOG Google News
WB SAIN BLOG Google News

শিশু সাথী প্রকল্পের আবেদন পদ্ধতি / Shishu Sathi Card Apply Online

শিশুসাথী প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ শিশু সাথী প্রকল্পে আবেদন করার জন্য জেলা স্বাস্থ্য অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপর সেখান থেকেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এই শিশু সাথী প্রকল্পের সুবিধা নিতে পারবেন। শিশুসাথী প্রকল্পের ফরমটি সর্বপ্রথমে প্রয়োজন তথ্য দিয়ে পূরণ করতে হবে। এবং তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যুক্ত করতে হবে। এবং ডকুমেন্টস সহ সম্পূর্ণ আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। এই শিশুসাথী প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ সরকারের এই https://wb.gov.in/government-schemes-details-sishusaathi.aspx অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন।

অভিভাবকেরা এই উক্ত পদ্ধতি অবলম্বন করে শিশুদের বিনামূল্যে চিকিৎসা করানোর ব্যবস্থা করতে পারবেন।

•🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥

✅🔥 আরো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট 🔥✅

✅   সেরা রান্নার রেসিপি ওয়েবসাইট

✅  অনলাইনে পণ্য কেনাকাটার জন্য সেরা ওয়েবসাইট

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG