AEPS Money Withdrawal: বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাইজেশন না হলে ঠিক যেন সেকেলে রকমের মনে হয়। তবে যুগের আধুনিকতার ক্রমবৃদ্ধিতে আধুনিকতার মুখোমুখি আমরা প্রতিনিয়তই হয়ে যাচ্ছি। তাই ডিজিটাল যুগে আমরা প্রায় বলি হতে চলেছি। এই ডিজিটাল ব্যবহারের মাধ্যমে সমস্ত ব্যবস্থাকে করেছে আগের থেকে আরও বেশি সহজ-সরল ও সুরক্ষিত। তবে প্রতিনিয়ত এই ডিজিটাল যুগে আমাদের জীবনযাপন সুখ ও স্বাচ্ছন্দে ভরিয়ে তুললেও জালিয়াতির আমাদের পিছু ছাড়ে না।
Stop AEPS For Money Withdrawal 2024
প্রায় সারা দেশের মানুষ তাদের আধার লিঙ্ক ব্যাংক একাউন্ট থেকে আধার কার্ডের মাধ্যমে খুব সহজে টাকা তুলতে পারেন এবং ব্যালেন্স চেক করতে পারেন, ও মিনি স্টেটমেন্ট দেখতে পারেন। ইতিমধ্যেই সারা দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রীর জন ধন যোজনা সুবিধা পৌঁছে গেছে। আর আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেমে জালিয়াতি বর্তমানে এতটাই তীব্র হারে বৃদ্ধি পেয়েছে যার ফলে প্রতারিত হচ্ছে বহু মানুষ। দেখা যাচ্ছে সাধারণ মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভুল বুঝিয়ে বিভিন্ন ভুয়া লিংকে ক্লিক করিয়ে বা অ্যাপ ডাউনলোডের মাধ্যমে তাদের ব্যাংক একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা।
কোন অ্যাপস ডাউনলোড না করেও বা কোন ভুয়ো লিংকে ক্লিক না করেও নিমেষের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে প্রতারকেরা। এ নিয়ে সাধারণ মানুষের মনে চিন্তার ভাজ দেখা গিয়েছে। এই প্রতারণার জালে জোর জড়িত হয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন বহু মানুষ। পরবর্তীতে জানা গিয়েছে আধার কার্ডের তথ্য জালিয়াতি করে সেই আধার কার্ডের সঙ্গে লিংক করে রাখা ব্যাংক একাউন্ট থেকে অনায়াসেই টাকা তুলে নিচ্ছে প্রতারকেরা।
ডিজিটাল পেমেন্ট সিস্টেম যা ডিজিটাল লেনদেনের জন্য আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন সিস্টেমে ব্যবহার করে। আঁধার হলো একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। আধার বেস পেমেন্ট সিস্টেম লেনদেন সক্ষম করার জন্য আঁধার অথেন্টিকেশন এর সুবিধা নেওয়া হয়। তবে বর্তমানে এপিএস সিস্টেমে আঙ্গুলের ছাপের মাধ্যমে আর টাকা তোলা যাবে না। অর্থাৎ আধার কার্ডের বায়োমেট্রিক্স সহ অন্যান্য তথ্য যাতে আর হ্যাক না হয়ে যায় সেই কারণেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই AEPS ব্যবস্থাকে বন্ধের নির্দেশ দিল। এই AEPS Full Form হচ্ছে Aadhaar Enabled Payment System (AEPS)
এখন AEPS সিস্টেমের মাধ্যমে আঙ্গুলের ছাপ দিয়ে আর টাকা তোলা যাবে না অর্থাৎ আধার কার্ড দিয়ে টাকা তোলা সম্পূর্ণভাবে আইনবিরোধী করে দিল ভারত সরকার। AEPS এর মাধ্যমে আধারের বাইমেট্রিক তথ্য দিয়ে একাউন্ট থেকে টাকা তোলা সম্ভব হয়। AEPS এর মাধ্যমে একজন ব্যক্তি একদিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন।
অনলাইনের মাধ্যমে লেনদেন বা ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে লেনদেনে মানুষকে বিভ্রান্ত করে তুলছে। আর এই ডিজিটাল লেনদেনের জালিয়াতি এতটাই বেড়েছে যে বিভিন্ন সময় মানুষকে ভুল বুঝিয়ে বা কখনো ভুল লিংকে ক্লিক করিয়ে বা বিভিন্ন অর্থের লোভ দেখিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সাধারণ মানুষের ব্যাংক একাউন্ট খালি করে দিচ্ছে প্রতারকেরা।
AEPS System জালিয়াতি রুখতে সরকারের সর্তকতা জারি!
সাধারণ মানুষদেরকে প্রশাসনের তরফ থেকেও সতর্ক করা হয়। তবে সরকারিভাবে বিভিন্ন সতর্কতা অবলম্বন করেও এই প্রতারণা বন্ধ করা সম্ভব হয়নি। পুজোর আগে থেকেই এই আধার কার্ডের তথ্য জালিয়াতের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়ার ঘটনা তীব্র ভাবে বৃদ্ধি পেয়েছিল। গ্রামের সাধারণ মানুষেরা কিছু বুঝে ওঠার আগেই এক নিমেষেই তারা তাদের অ্যাকাউন্ট থাকা শেষ সম্ভল হারিয়ে ফেলেছেন। এই কারণে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবার AEPS বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল। ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংক AEPS পরিষেবা বন্ধ করার কাজ শুরু করেছে।
কিছুদিন ধরে বেশ কিছু ঘটনা উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে গ্রাহকেরা কোন লিংকে ক্লিক না করো বা কোথাও কোন আঙুলের ছাপ না দিয়েও বা কোন অ্যাপস ডাউনলোড না করেও ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। আর এই ঘটনায় সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাই NPCI এই AEPS পরিষেবা কে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
AEPS System Full Details:
System Name | Aadhaar Enabled Payment System (AEPS) |
---|---|
ব্যবহারের নিয়ম | হাতের আঙ্গুলের ছাপ এর মাধ্যমে |
কারা ব্যবহার করতে পারবেন | ব্যাংক একাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক থাকলেই ব্যাংকে না গিয়ে যেকোনো অনলাইন দোকানে টাকা তুলতে পারেন। |
একদিনে সর্বোচ্চ টাকার পরিমান | ব্যবহারকারীরা একদিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা অবধি তুলতে পারেন। |
তবে আশা করা যাচ্ছে AEPS পরিষেবা বন্ধের পর প্রতারকেরা আর টাকা তুলে নিতে পারবেন না। তবে কোন গ্রাহক চাইলেই তার ব্যাংক একাউন্টে AEPS পরিষেবা চালু রাখতে পারবেন। এর জন্য গ্রাহকে ব্যাংকে একটি আবেদন জানাতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নরের কাছে চিঠি লিখেন আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্টের লিঙ্ক বাধ্যতামূলক না করার আবেদন জানান। National Payment Corporation of India তরফে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়ে AEPS পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে তবে এরপরও যদি কোন ব্যক্তি AEPS পরিষেবা চালু রাখতে চান তাহলে গ্রাহকে ব্যাংকে একটি সম্মতিপত্র জমা করতে হবে। সম্মতিপত্র জমা করতে গ্রাহক আঙ্গুলের ছাপ ব্যবহার করে নিজের একাউন্ট থেকে AEPS পরিষেবার মাধ্যমে টাকা তুলতে পারবেন এছাড়াও যদি ATM কার্ড থাকে তাহলে সেটি ব্যবহার করো টাকা তুলতে পারবেন।
AEPS এ কি কি পরিষেবা পাওয়া যেত?
ব্যালান্স ইনকোয়ারি
ক্যাশ ডিপোজিট
ক্যাশ উইড্রাল
মিনি স্টেটমেন্ট
আধার থেকে আধার ফাউন্ড ট্রান্সফার
✅🔥 আরো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট 🔥✅
✅ সেরা রান্নার রেসিপি ওয়েবসাইট
✅ অনলাইনে পণ্য কেনাকাটার জন্য সেরা ওয়েবসাইট
•🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!
👉 Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅