WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Narayan Bhandar scheme West Bengal 2023. প্রত্যেক ব্যক্তিকে নারায়ণ ভান্ডার প্রকল্পে ২০০০ টাকা করে দেবে সরকার!

 

প্রত্যেক ব্যক্তিকে নারায়ণ ভান্ডার প্রকল্পে ২০০০ টাকা করে দেবে সরকার! Narayan Bhandar scheme West Bengal 2023

 

লক্ষী ভান্ডারের ( Lakshmir Bhandar ) চেয়েও বড় এক প্রকল্প নারায়ণ ভান্ডার প্রকল্প ( West Bengal Narayan Bhandar scheme 2023 ) রাজ্য জুড়ে চালু হতে চলেছে। প্রতিমাসে ২০০০ টাকা করে দেওয়া হবে এই নারায়ন ভান্ডার প্রকল্পের মাধ্যমে। লক্ষী ভান্ডার প্রকল্পকে পাল্টা চাল দিতে এবার এই লক্ষী ভান্ডার প্রকল্পের ই অনুকরণে এক নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত ঘোষণা করলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

 

আরও পড়ুন:  জুন মাসে কোন রেশন কার্ডে কতটা রেশনের খাদ্য সামগ্রী পাবেন? এইমাত্র রেশনের গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো! Free Ration Card Benefit June 2023

 

গত মঙ্গলবার হুগলি জেলায় অনুষ্ঠিত এক সভায় এই প্রকল্প চালু করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। বাংলায় বেকার যুবক-যুবতীদের জন্যই স্কিম নারায়ণ ভান্ডার প্রকল্প ( West Bengal Narayan Bhandar scheme 2023 ) এর সম্পর্কে একটি সংক্ষিপ্ত ও বিস্তারিত আলোচনা করা হলো। নারায়ণ ভান্ডার প্রকল্প কি? কিভাবে আবেদন করবেন? বা নারায়ণ ভান্ডার প্রকল্পের যোজনার সম্পর্কে বিস্তারিত জানতে নিচে আলোচনা করা হলো। ( West Bengal Narayan Bhandar scheme 2023 )

 

নারায়ন ভান্ডার প্রকল্পটি কি? What is Narayan Bhandar scheme?

 

নারায়ণ ভান্ডার প্রকল্পের ( West Bengal Narayan Bhandar scheme 2023 ) মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জীবন অবস্থা উন্নয়নে বাণিতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে বিজেপি সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ। যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোন পরিবার তার সার্বিক বিকাশ বা উন্নতিতে পিছিয়ে না পড়ে থাকে তাই এই নারায়ণ ভান্ডার প্রকল্প। অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে থাকা গরীব দুঃস্থ বাংলার বেকার যুবক-যুবতীদের সাহায্য করা। এই কারণে নারায়ণ ভান্ডার প্রকল্প ( West Bengal Narayan Bhandari scheme 2023 ) চালু করা সিদ্ধান্ত নেয় এই রাজ্যের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

 

নারায়ন ভান্ডার প্রকল্প পাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে? Eligibility criteria of Narayan Bhandar scheme:

 

° নারায়ণ ভান্ডার প্রকল্পের আবেদনের জন্য আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
° আপনার বয়স ২৫ বছর পূর্ণ হতে হবে।
° নারায়ণ ভান্ডার প্রকল্পের আবেদনের জন্য আপনার পরিবারকে দরিদ্র সীমার মধ্যে থাকতে হবে।
° আপনার পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০ টাকা কম হতে হবে।
° শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলেমেয়েরাও ( 40% প্রতিবন্ধী) এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
° ২৫ বছর বয়সী বিবাহিত বা অবিবাহিত ছেলে মেয়েরাও এই প্রকল্পের আবেদন করতে পারবেন।

 

আরও পড়ুন: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?

 

 

 

নারায়ণ ভান্ডার প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন! How to apply for Narayan Bhandar scheme West Bengal 2023

 

নারায়ণ ভান্ডার প্রকল্প যোজনায় নির্ধারিত সমস্ত যোগ্যতা আপনি যদি পূরণ করেন এবং সমস্ত প্রয়োজনীয় নথি যদি আপনার কাছে থাকে তবে আপনি এই নারায়ণ ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। সামনেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন এবং তারপরেই ২০২৪ এ মার্চ এপ্রিল নাগাদ লোকসভা নির্বাচন। আহেন পরিস্থিতিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নারায়ণ ভান্ডার প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন। তবে বাংলায় ক্ষমতায় এলে তারপরে এই প্রকল্প কার্যকর করা হবে।

✅ আরও পড়ুন:    Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!

 

নারায়ন ভান্ডার প্রকল্পে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন? Required documents of Narayan Bhandari scheme:

 

নারায়ন ভান্ডার প্রকল্পের আবেদনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলি হল:-
° আধার কার্ড  Aadhaar Card
° ব্যাংক অ্যাকাউন্ট এবং IFSC কোডের বিবরণ
° জন্ম সার্টিফিকেট
° স্কুলের কাগজপত্র বা সার্টিফিকেট
° ঠিকানা প্রমাণ পত্র
° পরিবারের বার্ষিক আয়ের সংশয় পত্র
° বিপিএল সার্টিফিকেট
° আবেদনকারীর ও বৈবাহিক বা বৈবাহিক অবস্থার ঘোষণা

 

নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া! Narayan Bhandar scheme

 

নারায়ণ ভান্ডার প্রকল্পটি  ( West Bengal Narayan Bhandar scheme 2023 ) কার্যকর হওয়া বা না হওয়া নির্ভর করছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের উপর তাই এই প্রকল্প কবে চালু করা হবে সে বিষয়ে এখনো পর্যন্ত বিজেপি সরকারের তরফ থেকে সেভাবে কিছু জানানো হয়নি।

 

• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন

 

✅ আরও দেখুন:   মে মাসে লক্ষ্মীর ভান্ডারের বড় ঘোষণা

 

✅ আরও পড়ুন:   

 

👉   Cast Certificate Online Apply কাস্ট সার্টিফিকেট অনলাইনে আবেদন নতুন পদ্ধতি দেখুন।

 

👉 ✅ আরও পড়ুন:  Ration Card Correction : বিনামূল্যে রেশন দ্রব্য পেতে বাড়িতে বসেই মাত্র ৫ মিনিটে রেশন কার্ডের তথ্য সংশোধন করে ফেলুন!

 

👉        Aadhar Card update:   এই তারিখের মধ্যে করতে হবে আপডেট! না হলে আধার কার্ডে লাগবে নতুন চার্জ ।

LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG