Aadhar Card update: UIDAI কর্তৃপক্ষ আধার কার্ড নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল। আধার কার্ডের সংস্থা UIDAI জানিয়েছেন, এবার থেকে নতুন আধার কার্ড তৈরি করতে বা আধার কার্ডে ব্যক্তিগত কোন তথ্য আপডেট করার জন্য নাগরিকদের নতুন ফি দিতে হবে। ছাড়াও আরো একটি নতুন ঘোষণা করেছেন UIDAI কর্তৃপক্ষ।
* Aadhar Card update: কত তারিখের মধ্যে আপডেট করতে হবে আধার কার্ডকে?
UIDAI বা আধার কর্তৃপক্ষ এর তরফে বলা হয়েছে, ১৫ ই মার্চ থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। চলতি বছরের ১৪ জুন ২০২৩ এর মধ্যেই আধার কার্ডকে আপডেট করতে হবে। তবে সবার জন্য আঁধারে এই আপডেট বাধ্যতামূলক নয়। UIDAI বা আধার কর্তৃপক্ষের তরকে বলা হয়েছে, যারা ১০ বছরও বেশি সময় ধরে তাদের আধার তথ্য আপডেট করেননি তারা https://myaadhar.uidai.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে মাধ্যমে তাদের পরিচয় ও ঠিকানা প্রমাণ পত্র জমা দিয়ে আধার কার্ডকে আপডেট করতে হবে। এই পরিষেবা ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে। এবং অফলাইনে ৫০ টাকা চার্জ দিয়ে কমন সার্ভিস সেন্টার বা পার্মানেন্ট আধার সেন্টার গিয়ে আধার আপডেট করতে পারবেন।
* Aadhar Card update: কোন বয়সে আপডেট করতে হবে আধার কার্ডকে?
বায়োমেট্রিক্স, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল ও অন্যান্য তথ্যের সঙ্গে সম্পর্কিত বিষয় কোন ব্যক্তি চাইলেই অনলাইন বা অফলাইনের মাধ্যমে আধার কার্ডকে আপডেট করতে পারে। আধার কর্তৃপক্ষ বা UIDAI জানিয়েছে নাগরিকদের তাদের বায়োমেট্রিক ডেটা বা অন্যান্য তথ্য আপডেট করতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে ৫ ও ১৫ বছর বয়সে আপডেট করতে হবে।
* Aadhar Card update: আধার কার্ড আপডেটে্ সাধারণত কত টাকা লাগে?
আধার কার্ড সাধারণত ১২ সংখ্যার একটি নম্বর হয়, এই ১২ সংখ্যার অন্যান্য সনাক্তকরণ নম্বরে কিছু পরিবর্তন করার জন্য UIDAI ৫০ টাকা করে নিয়ে থাকে। ব্যবহারকারীরা যদি পরিচয় প্রমাণ ( POI) Proof of Identity বা ঠিকানার প্রমাণ (POA) Proof of Address বদলাতে চান সে ক্ষেত্রেই এই ৫০ টাকা লাগে। বিশেষ করে কোন ব্যক্তির আধার আইডি যদি ১০ বছর বা তার বেশি সময়ের আগে তৈরি হয় তাহলে দিতে হয় এই ফি।
* Aadhar Card update: আধার কার্ড কে কোথায় বিনামূল্যে আপডেট করতে পারবেন?
বিনামূল্যে UIDAI পরিষেবা কেবল My Aadhaar কোটালের মাধ্যমে অনলাইনে পাওয়া যাবে। মনে রাখবেন ফিজিক্যাল আধান কেন্দ্রগুলিতে নথি আপডেট করার জন্য আধার কার্ড হোল্ডারকে এখনো ৫০ টাকা ফ্রি দিতে হবে। আধার কর্তৃপক্ষ বা UIDAI জানিয়েছে দেশবাসীর জীবনযাত্রা মান উন্নয়নে আরো সহজ ও উন্নত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
* Aadhar Card update: কিভাবে আধার কার্ড কি অনলাইনে আপডেট করবেন?
আধার কার্ড আপডেট করার জন্য প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে uidai.gov.in যেতে হবে। এরপর My Aadhaar মেনুতে যান। এরপরে Update your Aadhaar নির্বাচন করুন। এরপর Login with Aadhar and OTP অপশন এ ক্লিক করুন। এরপরে ১২ সংখ্যা আধার কার্ড নম্বর লিখুন এবং ক্যাপচার ভেরিফিকেশন করুন। এরপর send OTP অপশন এ ক্লিক করুন। ডেমোগ্রাফিক ডেটা আপডেট করুন বিকল্পে যান আপডেট করার জন্য বিস্তারিত বিকল্প নির্বাচন করুন নতুন বিবরণ লিখুন। প্রমান্য নথি স্ক্যান কপি আপলোড করুন জমায়েত তথ্য সঠিক কিনা যাচাই করুন। এরপর সাবমিট করুন।
আধার কার্ডের Aadhaar Card আপডেট নিয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
আরও পড়ুন: 👇👇👇👇👇👇
সুপ্রিম কোর্টের নির্দেশে লাভবান হবেন সাধারণ মানুষ! রেশন কার্ড নিয়ে বিরাট সুখবর। Ration Card Big News Bangla
আধার কার্ড গ্রাহকদের জন্য নতুন নির্দেশ দিল UIDAI, Aadhaar Card Update দেখে নিন বিস্তারিত তথ্য।
প্রত্যেক নাগরিক 20,000 টাকা করে নগদ পাবেন! আবেদন করলেই সুযোগ
আবাস যোজনার নতুন লিস্ট, pradhanmantri aawas Yojana new list 2023
e shram Card ই শ্রম কার্ডে আবেদন করলেই পাবেন প্রতি মাসে হাজার টাকা করে।
PAN Card Aadhar Link : আপনার প্যান কার্ড থাকলে সাবধান হন! না হলে জরিমানা হবে ১০০০০ টাকা
Free Ration পশ্চিমবঙ্গে রেশনে ৩ কেজি চাল ও 2 কেজি গম বিনামূল্যে! কারা পাবেন