Cast Certificate Online Apply : এখন আপনি অনলাইনে বাড়িতে বসেই জাতিগত সংশয় (কাস্ট সার্টিফিকেট) পত্রের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ST SC OBC Cast Certificate Online Apply করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন তা আজকের প্রতিবেদনে সম্পূর্ণ তথ্য আলোচনা করবো।
ST SC OBC Cast Certificate Online Apply কিভাবে করবেন?
ST SC OBC cast certificate online apply করতে পারবেন মোবাইল ফোন এর মাধ্যমেই।
১) প্রথমে আপনাকে কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটে https://castcertificatewb.gov.in – এ আসতে হবে।
২) ওয়েবসাইটে আসার পর Apply for SC/ST/OBC অপশনে ক্লিক করতে হবে।
৩) আবেদনের ফর্মটি এরপর আপনার সামনে চলে আসবে তা সঠিকভাবে পূরণ করতে হবে।
1) প্রথমে আপনাকে Application To: State, District, Sub Division, Municipality/ Block সিলেট করতে হবে।
2) এরপর application for : SC/ST/OBC এবং CAST /Tribe/ Community সিলেক্ট করতে হবে।
এরপর 3) Applicant’s Name 4) Applicant’s father’s name
5) Applicant’s Mobile Number 6)Applicant’s Email ID
7) Documents Required ( Atleast One )
A. Epic No.: B. Aadhar No.: C. Khadyasathi No.:
8) এরপরে (A) Date of Birth * ( B) Place of Birth * District, Police Station, Village/Town এই অপশন গুলো সিলেক্ট করতে হবে।
9) এরপর Address:
(A) Present Address for Last 6 Month
C/O Name, State, District, Police Station, Ward / GP , Vill/Para/House No / Road* Post Office,Pin Code
10) Nationality
11) Religion
12) Gender
13) Blood Relation Details
14) Details of Two Local Referees:
(A) Name of Referees -I
(B) Address Referees -I
(C) Name Referees -II
(D) Address Referees -II
৪) এরপর ( Submit ) সাবমিটে ক্লিক করলেই পরবর্তী পেজটিতে চলে আসবেন।
5) এরপর পরবর্তী পেজে আবেদনকারীর ফটো আপলোড করতে হবে। এরপর আবেদনকারীর ইনকাম কতটা তা বসিয়ে দিন, এরপর ওবিসিদের ক্ষেত্রে জমির পরিমাণ বসিয়ে দিন। তারপর চাইলে ডকুমেন্টস নম্বর বসিয়ে দিন তারপর সাবমিট করলেই আবেদনপত্র সাবমিট হয়ে যাবে।
Caste certificate আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
১) আবেদনকারীর জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইত্যাদি ডকুমেন্ট লাগবে।
২) আবেদনকারীর বাবা অথবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, লাগবে।
৩) পাসপোর্ট সাইজের ফটো লাগবে।
৪) বংশের মধ্যে কারো সার্টিফিকেট থাকলে তার জেরক্স কপি এবং সেই ব্যক্তির ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড লাগবে।
৫) স্থানীয় দুইজন ব্যক্তির আধার কার্ড ভোটার কার্ডের জেরেসকোপি রিফারেন্স হিসাবে লাগবে।
অনলাইনে ফর্ম সাবমিট করার পরে, আবেদনপত্র ডকুমেন্টস এর জেরক্স সহকারে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা অঞ্চলে অফিসে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মটি জমা করে আসতে হবে।
কাস্ট সার্টিফিকেটের স্ট্যাটাস কিভাবে চেক করবেন? Cast certificate status check online / Cast Certificate Online Apply
১) প্রথমে আপনাকে Caste Certificate এর অফিসের ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Application Check এই অপশনে ক্লিক করতে হবে।
৩) পরবর্তী পেজে Application Number বসিয়ে দিয়ে সার্চ করতেই দেখতে পাবেন সার্টিফিকেট Approved হয়েছে নাকি Pending অথবা Reject হয়েছে।
এরপর কার সার্টিফিকেট জেনারেট হয়ে যাওয়ার পরে,
কাস্ট সার্টিফিকেট কিভাবে অনলাইনে ডাউনলোড করবেন! Cast certificate online download / Cast Certificate Online Apply
১) আপনাকে প্রথমে কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করতে হবে।
৩) পরবর্তী পেজে application number/certificate number ও Naam বসিয়ে দিয়ে download certificate এই অপশনে ক্লিক করলেই আপনার cast certificate টি download হয়ে যাবে।
Cast Certificate Video
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
আরও পড়ুন: 👇👇👇👇👇👇
প্রত্যেক নাগরিক 20,000 টাকা করে নগদ পাবেন! আবেদন করলেই সুযোগ
আবাস যোজনার নতুন লিস্ট, pradhanmantri aawas Yojana new list 2023
e shram Card ই শ্রম কার্ডে আবেদন করলেই পাবেন প্রতি মাসে হাজার টাকা করে।
PAN Card Aadhar Link : আপনার প্যান কার্ড থাকলে সাবধান হন! না হলে জরিমানা হবে ১০০০০ টাকা
Free Ration পশ্চিমবঙ্গে রেশনে ৩ কেজি চাল ও 2 কেজি গম বিনামূল্যে! কারা পাবেন
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅