WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Caste Certificate Benefits ₹1000. ST,SC ও OBC সার্টিফিকেট থাকলেই এই সুবিধা পাবেন! কিভাবে জানুন?

Caste Certificate Benefits. ST,SC ও OBC সার্টিফিকেট থাকলেই এই সুবিধা পাবেন! কিভাবে জানুন

Caste Certificate Benefits: ভারতীয় রাজনীতিতে ST,SC ও OBC এই শব্দগুলি ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে সারা দেশ জুড়ে। দেশের এই সমাজ ব্যবস্থাতে এই শব্দ তিনটি বা টার্মের গুরুত্ব অপরিসীম। তপশিলি উপজাতি মানে ST বা (আদিবাসী), তপশিলি জাতি মানে SC, অনগ্রসর শ্রেণীভুক্ত মানে OBC, এই তিন শ্রেণীর গোষ্ঠী বা কাস্ট মানুষের সংখ্যা ভারতবর্ষে অনেক কম নয়।

 

কাস্ট সার্টিফিকেট সুবিধা ? Caste Certificate Benefits!

 

ST,SC ও OBC এই শব্দগুলি নাম শুনলেই বোঝা যাচ্ছে এরা সামাজিক ও আর্থিক এবং শিক্ষার দিক থেকে (General Cast) সাধারণ শ্রেণী তুলনায় পিছিয়ে থাকা। ফলে ভারতের সমাজকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে থাকা এই তিন কাস্টের  উন্নয়নের জন্য বর্তমানে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বর্তমানে ST,SC ও OBC শ্রেণীভুক্ত পড়ুয়াদের জন্য অনেকগুলি স্কলারশিপ চালু রেখেছে।এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের ₹১০০০, ₹২০০০,₹৫০০০ টাকা করে দেওয়া হয়। পড়ুয়াদের শুধু স্কলারশিপ নয়। ST,SC ও OBC এই তিন শ্রেণীর জন্য চাকরির ক্ষেত্রেও বিশেষ সংরক্ষণ আছে। Caste Certificate Benefits তবে অনেক ক্ষেত্রে ST,SC এরা সংরক্ষণ এর সুবিধা পেলেও OBC ক্যাটাগরিরা বয়সের ছাড়পত্র ছাড়া আর কিছু পায় না। Caste Certificate Benefits.

 

তবে ST,SC ও OBC কাস্টের হলেই শুধু এসব আর্থিক অনুদানের বা সংরক্ষণ সুবিধা পাবেন বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। এর জন্য কাস্ট সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে। আপনি যে শ্রেণীর বা ক্যাটাগরির মানুষ হবেন সেই শ্রেণীর কাস্ট সার্টিফিকেট দরকার। যদি কোন ছাত্রের বা ছাত্রীর কাস্ট সার্টিফিকেট থাকে তাহলেও বাইরে গিয়ে পড়াশোনার ক্ষেত্রেও সুবিধা পাবেনএই তিন শ্রেণীর। আর্থিক ও উন্নয়নের জন্য বিশেষ অনুদান-প্রদান চালু আছে। আদিবাসী হয়া বা ST সার্টিফিকেট ধারীরা এইসব অনুদান বা সংরক্ষণের সুবিধা সবচেয়ে বেশি পান। কাস্ট সার্টিফিকেট আবেদনের জন্য বিশেষ কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। কারণ কাস্ট সার্টিফিকেট পাওয়ার রাস্তাটা বাজারে গিয়ে টাকা দিয়ে কিছু কেনার মত অত সহজ নয়।

 

✅ আরও পড়ুন:  Jaago prokolpo online apply 2023 :জাগো প্রকল্পে পাঁচ হাজার টাকা করে Benefit দেওয়া হবে মহিলাদের!এখনই নাম লেখান!

কার সার্টিফিকেট জন্য আবেদন জমা দেওয়ার পর সরকারের পক্ষ থেকে সর্বোপরি আপনার বিষয়টি যাচাই করে দেখা হয়। যে আপনি আদৌ সেটি পাওয়ার যোগ্য কিনা। সেখানকার ছাড়পত্র পেলেই তবে হাতে পাবেন কাস্ট সার্টিফিকেট।

Caste Certificate Benefits. ST,SC ও OBC সার্টিফিকেট থাকলেই এই সুবিধা পাবেন!

 

কাস্ট সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া?  Process to obtain cast certificate!

 

পশ্চিমবঙ্গের আদিবাসী উন্নয়ন দপ্তর ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকেন। কাস্ট সার্টিফিকেটের জন্য আপনি অফলাইন ও অনলাইন দুই ভাবে আবেদন জানাতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য https://castcertificatewb.gov.in/ এই লিংকে ক্লিক করে পরপর ধাপ গুলি পেরিয়ে যান। তাহলেই আপনার অনলাইন এপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তীতে কাস্ট সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন।

 

অনলাইনের বা অফলাইনে কিভাবে কাস্ট সার্টিফিকেট পাবেন?  How to get cast certificate online or offline?

 

অনলাইনে কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য প্রথমে আপনাকে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট https://castcertificatewb.gov.in/  এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এরপর Applicant এরমধ্যে Apply For SC/ST/OBC এই অপশনে ক্লিক করতে হবে। এরপর ডিসটিক, সাব ডিসটিক, সহ সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর সাবমিট করতে হবে। সাবমিট করলেই পরের পেজে আপনাকে ফটো আপলোড করতে হবে। ছবি আপলোড করার পর সাবমিট করলে আপনারা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। অনলাইন এপ্লিকেশনের সঙ্গে আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনার নিকটবর্তী ভিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। জমা করার ১৫ থেকে ২০ দিনের মধ্যেই আপনার সার্টিফিকেট আপনার হাতে পেয়ে যাবেন। Caste Certificate Benefits.

 

✅ আরও পড়ুন:    Lakshmir Bhandar Scheme July 2023 Payment Good News: জুলাই মাসে লক্ষী ভান্ডারের দারুন সুখবর ! বদলে গেল লক্ষী ভান্ডারের টাকা পাওয়ার নিয়ম ?

 

অফলাইনের ক্ষেত্রে আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ছবিসহ সমস্ত ডকুমেন্টস নিয়ে দুয়ারে সরকারকে ক্যাম্পে গেলেই তারা আপনাকে একটি ফর্ম দেবে সেই ফর্মটি ফিলাপ করে সেখানে জমা দিলেই আপনার কার্ড সার্টিফিকেটটি ১৫ থেকে ২০ দিনের মধ্যে পেয়ে যাবেন।

 

অনলাইন বা অফলাইন কাস্ট সার্টিফিকেট ফর্ম এর সঙ্গে যেসব নথি জমা দিতে হবে?

 

১) আপনার পরিচয় পত্র হিসাবে আদারকাটের জেরক্স কপি দিতে হবে।

২) জন্মের প্রমাণ পত্র বা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড দিতে হবে।

৩) বর্তমানে নিজের পাসপোর্ট সাইজের ফটো দুই কপি দিতে হবে‌।

৪) বাবার বংশের দিক থেকে জাতিগত সংশয় পত্র কারো আগে করা থাকলে অবশ্যই তার

জেরক্স কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কার সার্টিফিকেটটি আপনার অনেক দ্রুত তৈরি হয়ে যাবে।

৫) OBC সার্টিফিকেট আবেদনকারীদের জন্য অবশ্যই জমির দলিলের জেরক্স কপি দিতে হবে।

 

এই সমস্ত ডকুমেন্টগুলি রেডি করে আপনারা অনলাইনে আবেদন করুন এবং আগামী পহেলা সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে সেখানে আপনারা এই কাজ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করুন। তাহলেই আপনাদের কাজ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। এবং আপনারা সরকারের বিভিন্ন কাজ সার্টিফিকেট সংক্রান্ত বিভিন্ন স্কিম এরমধ্যে মধ্যে অনুদান পাবেন। Caste Certificate Benefits.

 

• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন

 

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉  প্রত্যেক ব্যক্তিকে নারায়ণ ভান্ডার প্রকল্পে ২০০০ টাকা করে দেবে সরকার! Narayan Bhandar scheme West Bengal 2023

👉    Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?

👉  Aadhar Card update: এই তারিখের মধ্যে করতে হবে আপডেট! না হলে আধার কার্ডে লাগবে নতুন চার্জ ।

👉  Ration Card Correction : বিনামূল্যে রেশন দ্রব্য পেতে বাড়িতে বসেই মাত্র ৫ মিনিটে রেশন কার্ডের তথ্য সংশোধন করে ফেলুন!

LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG