Lakshmir Bhandar : পশ্চিমবঙ্গ সরকারের সকল জনকল্যাণ মুখী প্রকল্প গুলির মধ্যে অন্যতম প্রকল্প হল এই লক্ষীর ভান্ডার প্রকল্প। মমতা ব্যানার্জি (Mamata Banerjee)পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী(WB CM) হওয়ার পর থেকেই বাংলার মানুষের কল্যাণের জন্য অনেক গুলি প্রকল্প নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা ভোটের পরে রাজ্যের সকল ২৫ থেকে ৫৯ বছর বয়সী মহিলাদের জন্য এই লক্ষী ভান্ডার প্রকল্পের সূচনা করেন।
Lakshmir Bhandar New Scheme Update / লক্ষ্মীর ভান্ডার নতুন স্কিম আপডেট
এই লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে সংরক্ষিত শ্রেণী ( SC/ST ) তপশিল জনজাতি মহিলারা ₹১০০০ টাকা এবং জেনারেল কাস্টের( General Cast) ওবিসি ক্যাটাগরির মহিলারা ₹৫০০ টাকা করে প্রতি মাসে ভাতা পেয়ে থাকেন।
লক্ষী ভান্ডার প্রকল্পে (Lakshmir Bhandar) এখনো পর্যন্ত যে সকল মহিলার আবেদন করেননি, তারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৫৯ বছর এর মধ্যে হতে হবে। তাহলেই এই লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবে।
তবে যে সকল বিধবা মহিলারা, বিধবা ভাতার মাধ্যমে টাকা পেয়ে আসছেন তাদের জন্য রয়েছে সুখবর। লক্ষী ভান্ডার ও বিধবা ভাতা পেনশন নিয়ে বড় সিদ্ধান্তর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর কি এই সিদ্ধান্ত সেটা জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন।
✅ 👉 Best online Shopping Deals today
লক্ষী মান্নার প্রকল্পে যে সকল মহিলা আবেদন করেছেন এবং নিয়মিত টাকা পাচ্ছেন তাদের সংখ্যা প্রায় এক কোটিরও বেশি। আবার লক্ষ্মী মান্দার প্রকল্পে নতুন করে নাম নথিভূক্ত হতে চলেছে 9 লাখ 15 হাজার 268 জনের মতো। এবং নতুন মহিলাদের নাম অন্তর্ভুক্ত হওয়ার পরে লক্ষী ভান্ডার প্রকল্পের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩৩ জনের মতো। Best online Shopping Deals today
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের যে সকল বিধবা মহিলারা আছেন তারা লক্ষ্মী ভান্ডার এবং বিধবা ভাতা উভয়ই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই কারণে বহু মহিলার দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষী ভান্ডার ও বিধবা ভাতা প্রকল্পের জন্য আবেদন জমা দিয়েছিলেন। সেই আবেদনপত্রের মধ্যে বহু মহিলা কিন্তু (Lakshmir Bhandar) লক্ষী ভান্ডার এবং বিধবা ভাতা উভয় প্রকল্পে টাকা পাচ্ছেন। তবে বেশ কিছু মহিলারা এখনো পর্যন্ত শুধু লক্ষী ভান্ডার প্রকল্পেই টাকা পাচ্ছেন কিন্তু বিধবা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর।
✅ আরও পড়ুন: 👉 Digital life certificate বা Jeevan pramaan Patra নভেম্বরে 2023 কি জমা দিতে হবে পেনশন ভোগীদের? Benefit জানুন বিস্তারিত তথ্য!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নেতাজি স্টেডিয়ামে একটি সভাতে বলেছেন, বাংলার আবাস যোজনায় বাড়িও হবে তবে একটু টাকা হলেই সেই প্রকল্পে হাত দেওয়া হবে। যারা সরাসরি এই সভায় মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন তাদের মধ্যে ৯০ লক্ষ জনকে লক্ষ্মী ভান্ডার ও বিধবা ভাতা পেনশন দেওয়া হবে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন আগে নিয়ম ছিল যারা লক্ষী ভান্ডার (Lakshmir Bhandar) পাবেন তারা বিধবা পাবেন না বা যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা লক্ষী ভান্ডার পাবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন বলেন আমার মায়েরাও ও দিদিরা লক্ষী ভান্ডার এবং বিধবা ভাতা সুযোগ এখন থেকে একসঙ্গে পাবেন। এটা তাদের প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি তিনি আরো বলেন যারা (Lakshmir Bhandar) লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত টাকা দেওয়া হবে। যে সকল মহিলাদের বয়স ৬০ বছর পেরিয়ে যাবে তাদের লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। এবং ওই সকল মহিলাদের একাউন্টে বার্ধক্য ভাতা টাকা ঢুকতে শুরু করবে। এই বাধ্যকতা প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে হবে না।
✅ 👉 Best online Shopping Deals today
তিনি এই দিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে আরো বলেন যে এই রাজ্যের তথ্যপ্রযুক্তিযুক্ত প্রায় 5 লক্ষ কর্মস্থান তৈরি হবে ও দুর্গাপুর সেল গ্যাস কুড়ি হাজার কোটি টাকার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সেখানেও বেশ কিছু ছেলে মেয়ে চাকরি হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। সামনে নতুন বছর ২০২৪ সাল এবং ২০২৪ সালেই ভোট। তাই ভোটের দিকে মাথা রেখেই সরকার এই কর্মসূচি বলে মনে করা হচ্ছে।
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
✅ 👉 Best online Shopping Deals today
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!
👉 Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅