Digital life certificate (DLC) ভারতবর্ষে পেনশনভোগী প্রবীণ নাগরিকদের জন্য ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র হল একটি ডকুমেন্টস বা নথি যা প্রতি বছর পেনশনভোগীদের জমা দিতে হয়। ভারতের প্রবীণ নাগরিকদের প্রতি বছরে অক্টোবর ও নভেম্বর মাসে মধ্যেই ব্যাংকে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। ব্যাংকে গিয়ে ৩০ শে নভেম্বরের মধ্যে নিজের জীবিত থাকার প্রমাণ বা লাইফ সার্টিফিকেট না দিলে অবসরকালীন ভাতা পাওয়া যাবে না।
সারা বছর ধরে দেশের সমস্ত পেনশনভোগীদের পেনশন পাওয়ার জন্য একটি (Life Certificate) লাইফ সার্টিফিকেট বা জীবন সংশয় পত্র জমা দিতে হয়। পেনশন উপভোক্তারা যদি তা না করেন, তবে পেনশন বন্ধ করে দেওয়া হবে তাদের। তবে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া হলে পুনরায় তাদের পেনশন চালু করে দেওয়া হয়। মূলত জীবন প্রমাণপত্র পেনশন প্রাপ্ত ব্যক্তিরা বেঁচে আছে কিনা তার নিশ্চিত করতেই এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলে সরকার।
Digital Life Certificate : তবে জীবন প্রমান পত্র ১ অক্টোবর থেকে জমা দিতে পারবেন সেইসব ব্যক্তি যাদের বয়স ৮০ বছরের বেশি অর্থাৎ সুপার সিনিয়র তারাই ১ অক্টোবর থেকে এই সার্টিফিকেট জমা দিতে পারবেন। অর্থাৎ যাদের ৮০ বছরের উপরে বয়স বা সুপার সিনিয়র তারা ১ অক্টোবর থেকে শুরু করে ৩০ শে নভেম্বর পর্যন্ত এই লাইভ সার্টিফিকেট জমা দেওয়ার সুযোগ পান।
এবং অন্যরা ১ নভেম্বর থেকে জমা দিতে পারবেন যাদের বয়স ৬০ বছরের উপরে এবং ৮০ বছরের নিচে তারা ১ নভেম্বর থেকে জমা দিতে পারবেন। ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate ) পরিষেবা চালু হওয়ায় এখন আর সরাসরি ব্যাংকে হাজির দেওয়ার প্রয়োজন হয় না ফলে বহু প্রবীণ নাগরিক উপকৃত হচ্ছেন।
ডিজিটাল লাইফ সার্টিফিকেট কি? What is Digital Life Certificate?
ডিজিটাল লাইফ সার্টিফিকেট এটি একটি আধার ভিত্তিক বায়োমেট্রিক নির্ভর ডিজিটাল সার্টিফিকেট বা সংশয় পত্র। বা একে ডিজিটাল লাইফ সার্টিফিকেট বলা হয়ে থাকে। আধার নম্বর ও বায়োমেট্রিক তথ্য এটি যুক্ত থাকায় প্রত্যেক পেনশন ভোগীদের জন্য এটি একটি আলাদা সার্টিফিকেট। এই (Digital life certificate) ডিজিটাল লাইফ সার্টিফিকেট মূলত পেনশন প্রাপ্ত ব্যক্তিরা বেঁচে আছে কিনা তা নিশ্চিত করতেই আঁধার বায়োমেট্রিকের মাধ্যমে এই লাইভ সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলে সরকার। এর ফলে ব্যাংকে সরাসরি গিয়ে আর উপস্থিত হওয়ার প্রয়োজন হচ্ছে না।
ডিজিটাল লাইফ সার্টিফিকেটের নতুন নিয়মে কি বলা হয়েছে? What is said in the new rules of digital life certificate?
কেন্দ্রীয় সরকারের প্রায় ৫৯.৭৬ লক্ষ পেনশন ভোগী সারাদেশে রয়েছেন। ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড প্যানশনার্স ওয়েলফেয়ার (DOPPW) জানিয়েছে সুপার সিনিয়র বা ৮০ বছর ও তার বেশি বয়সী পেনশন হোল্ডাররা এখন থেকে প্রতি বছরে ১ নম্বরের পরিবর্তে ১ অক্টোবর থেকে এই বাৎসরিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। বয়স্ক পেনশনভোগীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে (DOPPW)
পেনশনভোগীদের জীবন সংশয় পত্র জমা না করলে কি হবে?
কোন পেনশনভোগী যদি নির্দিষ্ট সময়সীমা মিস করে তাহলে পরের মাস থেকে তাদের পেনশন বন্ধ হয়ে যাবে। তবে যদি পেনশন ভোগীর নিজের জীবন সংশয় পত্র জমা দেয়ার পড়ে ফেল চালু করা হবে। পেনশনভোগীরা যেকোনো সময় তাদের জীবন সংসার পত্র জমা দিতে পারেন যা জমা দেওয়ার তারিখ থেকে এক বছরের জন্য বৈধ হবে। Digital life certificate
ডিজিটাল লাইফ সার্টিফিকেট এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
(১) মোবাইল নম্বর ও ইমেইল আইডি।
(২) আধার কার্ড নম্বর।
(৩) ব্যাংক একাউন্টের বিবরণ।
(৪) পেনশন অনুমোদনের বিবরণ।
ডিজিটাল লাইভ সার্টিফিকেট অনলাইন এর মাধ্যমে কিভাবে জমা দিবেন?
ভারতের প্রবীণ পেনশনভোগী নাগরিকরা অনলাইনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন বা তৈরি করতে পারবেন। ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করার জন্য প্রথমে আপনাকে জীবন প্রমাণ পত্র এর অফিসালি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
(1) এর জন্য আপনি এই https://jeevanpramaan.gov.in লিঙ্কে ক্লিক করুন।
(2) মোবাইল ভার্সন ও ডেক্সটপ ভার্সনের এর জন্য প্রথমে আপনাকে Google Play Store থেকে RD service download করতে হবে এবং ইনস্টল করতে হবে।
3) এরপর আপনাকে জীবন প্রমাণপত্র অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে মোবাইল অথবা ডেস্কটপের জন্য।
(4) এরপরে অপারেটরের আধার নম্বর ও মোবাইল নাম্বার দিয়ে বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হবে।
(5) পরবর্তী পেজে পেনশন হোল্ডারের আঁধার নম্বর মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হবে।
(6) এর পরবর্তী অপশনে পেনশন হোল্ডারের সমস্ত বিবরণ যেমন পেনশন টাইপ ব্যাংক একাউন্ট ইত্যাদি ফিলাপ করতে হবে।
(7) এর পরবর্তী অপশনে পিপিও নম্বর দিয়ে সাবমিট করতে হবে।
(8) এরপর অপশনে আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট পিডিএফ ডাউনলোড অপশন পেয়ে যাবেন।
✅ আরও পড়ুন: 👉 Jaago prokolpo online apply 2023 :জাগো প্রকল্পে পাঁচ হাজার টাকা করে Benefit দেওয়া হবে মহিলাদের!এখনই নাম লেখান!
জীবন প্রমাণপত্র কয়টি পদ্ধতি পদ্ধতির মাধ্যমে জমা করা যাবে?
টেনশন ভোগীদের সারা বছর ধরে নিবিঘ্নে পেনশন পাওয়ার জন্য এই জীবন প্রমাণপত্র বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। পেনশন ভোকি ও পারিবারিক পেনশন ভগীরা এই সাতটি পদ্ধতির মাধ্যমে তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট অর্থাৎ জীবন প্রমাণ পত্র জমা দিতে পারবেন।
১) জীবন প্রমাণ পটাল বা অ্যাপস
২) ডোর স্টেপ ব্যাংকিং এজেন্ট
৩) উমঈ মোবাইল অ্যাপ
৪) পোস্ট অফিসের বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে
৫) ভিডিও বেস্ট কাস্টমার আইডেন্টিফিকেশন প্রসেস এর মাধ্যমে।
৬) ফেস অথেন্টিকেশনের মাধ্যমে
৭) ও বিভিন্ন শাখায় ফিজিক্যাল লাইফ সার্টিফিকেট ফরম এর মাধ্যমে
ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ডিএলসি বা ফেস অথেন্টিকেশন প্রযুক্তি ব্যবহারের জন্য সমস্ত কেন্দ্রীয় সরকারের পেনশনভীদের পাশাপাশি পেনশন বিতরণকারী কর্তৃপক্ষদের মাধ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য DOPPW একটি দেশব্যাপী প্রচার শুরু করেছে। যা একশ কোটি শহরে গত 19 নম্বর থেকে আগামী ত্রিশে নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি চালু করা হয়েছে সারা দেশপ্রভী প্রায় ৫০ লক্ষ পেনশন ভোগীদের জন্য।
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!
👉 Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?