WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Caste Certificate West Bengal 2024 : পশ্চিমবঙ্গের ST SC OBC দের জন্য বিরাট সুখবর! নতুন বছরে নতুন প্রকল্প চালু , Great News

 

Caste Certificate West Bengal 2024 : পশ্চিমবঙ্গের ST SC OBC দের জন্য বিরাট সুখবর! নতুন বছরে নতুন প্রকল্প চালু , Great News WB SAIN BLOG

Caste Certificate West Bengal : ভারতের রাজনীতিতে SC ST OBC এই তিনটি শব্দ ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। দেশের সমাজব্যবস্থাতে এই তিনটি শব্দের গুরুত্ব অপরিসীম। তপশিলি জাতি মানে SC, তপশিলি উপজাতি মানে ST, অনগ্রসর শ্রেণীভুক্ত মানে OBC এই তিন শ্রেণীর কাস্টের মানুষের সংখ্যা ভারতবর্ষে আদৌও কম নয়। আর তাই পশ্চিমবঙ্গ সরকারের তরফে এসটি এসসি ওবিসি কাস্ট সার্টিফিকেট ( SC ST OBC Caste certificate) ধারী রাজ্যবাসীদের জন্য অনেক ধরনের সরকারি প্রকল্প নিয়ে এসেছে।

 

SC ST OBC এই শব্দগুলি নাম শুনলেই বোঝা যাচ্ছে এরা আর্থিক ও সামাজিক এবং শিক্ষার দিক থেকে সাধারণ বা (General Cast) শ্রেণী তুলনায় পিছিয়ে থাকা বোঝায়। ফলে ভারতের সমাজকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে থাকা এই তিন কাষ্টের উন্নয়নের জন্য বর্তমানে অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

নতুন সরকারি প্রকল্প শুধুমাত্র SC ST OBC দের জন্য ! Caste Certificate West Bengal 2024

 

SC ST OBC Certificate ধারী রাজ্যের পড়ুয়াদের জন্য এবার এক অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করলেন এক নতুন প্রকল্পের। এবার থেকে বিনামূলের প্রশিক্ষণ পাওয়ার সুযোগ পাচ্ছেন পড়ুয়ারা। তো এই প্রশিক্ষণটি কিভাবে করবেন? ও কি কি সুবিধা পাবেন সবকিছু বিস্তারিত জানতে হলে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

 

রাজ্যের যে সকল SC ST OBC Caste certificate ধারী পড়ুয়ারা উচ্চ শিক্ষার জন্য আগ্রহী রয়েছে, তাদের জন্য এই প্রশিক্ষণটি। যেকোনো রকম উচ্চশিক্ষার ক্ষেত্রে এটি বিপুলভাবে সাহায্য করবে তাদের। এর পাশাপাশি চাকরি পাওয়ার সুযোগ মিলবে এই প্রকল্পের মাধ্যমে। এমনিতেই উচ্চশিক্ষার ক্ষেত্রে খরচপাতি বেশি হওয়ার দরুণ অনেকেই সঠিকভাবে ট্রেনিং বা কোচিং নিতে পারেন না। যার কারনে পড়াশোনার অসুবিধা হয় শিক্ষার্থীদের মধ্যে, আর তাই এবার সেই সমস্ত আর্থিক ভাবে দুর্বল মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করতে, নতুন সরকারি প্রকল্পের (New Government Scheme) মাধ্যমে এগিয়ে এলো রাজ্য সরকার।

 

New Govt Scheme Only For SC ST OBC WB Caste Certificate.

 

প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বর্তমানে ST SC OBC শ্রেণীভুক্ত পড়ুয়াদের আর্থিকভাবে সাহায্য করার জন্য অনেকগুলি স্কলারশিপ চালু রেখেছে। যে প্রকল্পগুলির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন কোটি কোটি শিক্ষার্থী। যারা মেধাবী অথচ অর্থনৈতিক সামর্থ্য নেই তারা নিজেদের লেখাপড়া চালানোর সুযোগ পান এই প্রকল্পগুলির মাধ্যমে। তবে পড়ুয়াদের শুধু স্কলারশিপ নয়। ST SC OBC এই তিন শ্রেণীর পড়ুয়াদের জন্য চাকরির ক্ষেত্রেও বিশেষ সংরক্ষণ আছে। তবে অনেক ক্ষেত্রে ST SC এরা সংরক্ষণ এর সুবিধা পেলেও OBC ক্যাটাগরিরা বয়সের ছাড়পত্র ছাড়া আর কিছু পায় না। আর এবার তাই এরকম একটি কর্মসূচি গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Caste certificate West Bengal

 

দেগঙ্গার একটি জনসভা থেকে SC ST OBC Caste Certificate West Bengal তালিকাভুক্তদের জন্য মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি জানিয়েছেন এই নতুন প্রকল্পের দ্বারা রাজ্যের আরো বেশি ছেলে মেয়েকে উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে। আর তাদের ভবিষ্যৎ গড়তেও সাহায্য করবে। রাজ্য সরকার এখনো এই SC ST OBC প্রকল্পের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে জানানো হয়েছে, অতি শীঘ্রই এই নতুন প্রকল্পের নামকরণ করা হবে।

 

কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? Caste Certificate West Bengal Apply

 

তবে ST SC OBC কাস্টের হলেই শুধু এসব আর্থিক অনুদান বা সংরক্ষণ সুবিধা পাবেন বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। এর জন্য কাস্ট সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে। আপনি যে শ্রেণীর বা ক্যাটাগরির মানুষ হবেন সেই শ্রেণীর কাস্ট সার্টিফিকেট দরকার। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই প্রকল্প কিন্তু রাজ্যের সকল শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের জন্য নয়। কেবলমাত্র অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল তাদেরকেই এই বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেবে রাজ্য সরকার। সেই অনুযায়ী এই SC ST OBC ক্যাটাগরির মধ্যে যারা পড়েন তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। SC ST OBC Online

মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে উঠলেই তবেই SC ST OBC যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন এই বিশেষ প্রশিক্ষণ লাভের জন্য। তবে তাদেরকে অবশ্যই যে কোন রকম উচ্চশিক্ষার জন্য যেমন উচ্চ মাধ্যমিক, ভোকেশনাল, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য কোন প্রশিক্ষণ অনুসরণ করে থাকতে হবে।

 

এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন?  Caste Certificate West Bengal

 

যদি কোন ছাত্রের বা ছাত্রীর কাস্ট সার্টিফিকেট থাকে তাহলেও বাইরে গিয়ে পড়াশোনার ক্ষেত্রেও সুবিধা পাবেন এই তিন শ্রেণীর শিক্ষার্থীরা। আর্থিক ও উন্নয়নের জন্য বিশেষ অনুদান-প্রদান চালু আছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এর কাজ ২০২৪ সাল থেকেই শুরু করে দেওয়া হবে। প্রথম ব্যাচ একাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে জানুয়ারি থেকে শুরু করে দেওয়া হবে। আর যারা চাইবেন সেখানেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থাকে এই প্রশিক্ষণের কাজে নিয়োগ করা হবে। তাদের কাছ থেকে উচ্চ শিক্ষার প্রশিক্ষণ সরাসরি পাবেন ছাত্র-ছাত্রীরা। এই প্রশিক্ষণ তাদের উচ্চশিক্ষা পড়াশোনা কে আরও সহজ করে তুলবে। এই প্রশিক্ষণের শেষে বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানগুলিতে সুযোগ পাবেন পড়াশোনার কোর্স চালিয়ে যাওয়ার।wb caste certificate

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন এখনো পর্যন্ত রাজ্যের প্রায় ২৮৮০ জন ST SC OBC শিক্ষার্থীর এই প্রশিক্ষণের সুবিধা পেয়েছেন। যাদের মধ্যে ২২০০ জন উচ্চ মাধ্যমিকের পর উচ্চশিক্ষায় ভর্তি হতে পেরেছেন বর্তমানে এই প্রকল্পের (Scheme) মাধ্যমে প্রতিবছর প্রায় ১৩০০ জন ST SC OBC আগ্রহী প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। তার পাশাপাশি তিনি জানান যে কোন (Government of West Bengal) সরকারি চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। আগে এই কোর্সে এক বছরের প্রশিক্ষণ দেওয়া হতো। কিন্তু এখন তা বাড়িয়ে দুবছর করা হবে। Caste Certificate West Bengal

 

• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন

 

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

 

👉  LPG Gas eKYC 2023-24 : অনলাইনে মোবাইল দিয়ে গ্যাসের ই-কেওয়াইসি করুন! নইলে (Benefits of Subsidies) ভর্তুকি বন্ধ হয়ে যাবে।

 

👉  Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!

 

👉    প্রত্যেক ব্যক্তিকে নারায়ণ ভান্ডার প্রকল্পে ২০০০ টাকা করে দেবে সরকার! Narayan Bhandar scheme West Bengal 2023

 

👉  Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?

 

 

 

LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG