WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BPL Ration Card 2024 – এই রেশন কার্ড থাকলে একাউন্টে ঢুকবে টাকা ও সঙ্গে রেশন সামগ্রিক ! রাজ্য সরকারের বড় ঘোষণা ।

BPL Ration Card 2024 - এই রেশন কার্ড থাকলে একাউন্টে ঢুকবে টাকা ও সঙ্গে রেশন সামগ্রিক ! রাজ্য সরকারের বড় ঘোষণা । WB SAIN BLOG
BPL Ration Card 2024 – এই রেশন কার্ড থাকলে একাউন্টে ঢুকবে টাকা ও সঙ্গে রেশন সামগ্রিক ! রাজ্য সরকারের বড় ঘোষণা । WB SAIN BLOG

BPL Ration Card 2024 : রাজ্যের যে সমস্ত উপভোক্তা বিপিএল রেশন কার্ড রয়েছে, তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। গরিব মানুষদের কথা চিন্তা ভাবনা করে রাজ্য সরকার এমনই এক সিদ্ধান্ত নিয়েছেন যা শুনে আপনিও চমকে যাবেন। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়েও সরকার চাল সরবরাহ নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। দরিদ্র সীমার নিচে বসবাসকারী অর্থাৎ বিপিএল রেশন কার্ড (BPL Ration Card) ধারী দেরকে ৫ কেজি চালের পরিবর্তে টাকা দেবে সরকার। বিপিএল রেশন কার্ড ধারীদের একাউন্টে চালের পরিবর্তে 34 টাকা কেজি দরে টাকা জমা হবে। এই অস্থায়ী ব্যবস্থা অব্যাহত থাকবে ধান সংগ্রহ না হওয়া পর্যন্ত।

BPL Ration Card 2024

রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কর্তৃক জারি করা নথি গুলির মধ্যে রেশন কার্ড হলো অন্যতম একটি নথি। এই রেশন কার্ডের মাধ্যমে যোগ্যা পরিবারগুলি রেশন দোকান থেকে বিনামূল্যে রেশনের খাদ্যশস্য নিতে পারবেন। এই যোগ্য পরিবার গুলির মধ্যে অনেকেরই রয়েছে বিপিএল রেশন কার্ড। যে সকল পরিবারের মানুষের কাছে বিপিএল রেশন কার্ড (BPL Ration Card) রয়েছে তাদের জন্য রাজ্য সরকারের তরফে এমনি এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে রেশন কার্ড গ্রাহকরা রেশন সামগ্রীকে এর সাথে সাথে ব্যাংক একাউন্টে টাকা পাবেন।

✅👉 আরো পড়ুন » Lakshmi Bhandar Status Check 2024 – লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক করার পদ্ধতি এবং লক্ষীর ভান্ডার মোবাইল নাম্বার দিয়ে চেক ও ফরম ফিলাপ ২০২৪

অন্য ভাগ্য যোজনা কর্ণাটক সরকারের একটি বিনামূল্যের চাল প্রকল্প। বিপিএল ক্যাটাগরির পরিবারগুলোকে এর আওতায় প্রতি মাসে ১০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকারের এমনই সিদ্ধান্তের কারণে প্রায় 1.28 কোটি পরিবার উপকৃত হবেন।

কর্নাটকের কংগ্রেস সরকার নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পাঁচটি গ্যারেন্টিতে প্রত্যেক গরিব পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার প্রত্যেক বিপিএল পরিবারের সদস্যকে মাত্র ৫ কেজি করে চাল দিতে পেরেছে। এখন দুইটি উপায় সরকার ১০ কেজি চাল বিতরণ করার পরিকল্পনা করেছে। এতে বিপিএল কার্ড ধারীকে পাঁচ কেজি চালের পরিবর্তে জনপ্রতি ১৭০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে একজন রেশন কার্ড ধারীকে পাঁচ কেজি করে চাল দেওয়ার পরিকল্পনা রয়েছে।

✅👉 আরো পড়ুন » Pm Kisan Samman Nidhi Yojana 2024 – পিএম কিষান সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা কবে পাবেন কৃষকেরা? জানুন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা খবর।

অর্থাৎ চাল সর্ব সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রত্যেক পরিবারের গরিব মানুষকে ৫ কেজি করে চাল এবং ১৭০ টাকা করে দেওয়া হবে। যদি কোন পরিবারের দুইজন রেশন কার্ড হোল্ডার থাকেন তবে সেই পরিবারের ১৭০ + ১৭০ = ৩৪০ টাকা এবং সঙ্গে ১০ কেজি চাল দেওয়া হবে। বা যদি কোন পরিবারের তিনজন সদস্য থাকে তাহলে ১৭০+ ১৭০+১৭০ = ৫১০ টাকা পাবেন এবং সঙ্গে ১৫ কেজি চাল পাবেন।

WB SAIN BLOG Google News
WB SAIN BLOG Google News

কর্ণাটক সরকার বর্তমানে গরিবদের জন্য মাথাপিছু পাঁচ কেজি করে চাল দিচ্ছে। তবে কেন্দ্রী সরকার জানিয়েছেন অতিরিক্ত ৫ কিলো চাল তারা সরবরাহ করতে পারবেন না। ফুট কর্পোরেশন অফ ইন্ডিয়া অবশ্যই জানিয়েছেন সেন্ট্রাল অয়েল হাউসিং কর্পোরেশন এবং নোফেডের মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কাছ থেকে এই চাল কিনতে প্রস্তুত তারা। কিন্তু কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক ওপেন মার্কের সেল স্কিমের আওতায় কেন্দ্রীয় পুল থেকে রাজ্য সরকারগুলিকে চাল গম বিক্রি বন্ধ করে দিয়েছে। bpl ration card download, bpl ration card colour, bpl ration card check

•🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥

✅🔥 আরো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট 🔥✅

✅   সেরা রান্নার রেসিপি ওয়েবসাইট

✅  অনলাইনে পণ্য কেনাকাটার জন্য সেরা ওয়েবসাইট

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG