Student credit card 2024 : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে চালু করা অন্যতম সফল প্রকল্প গুলির মধ্যে থেকে একটি হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। ৩০ শে জুন ২০২১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের ঘোষণা করেছিলেন। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়ারা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এবং চাকরি পাওয়া পরেই এই লোন পরিশোধের সুবিধা পাবেন, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন প্রকল্পে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে কিভাবে আবেদন করবেন? কারা কারা আবেদন করতে পারবেন? কি কি ডকুমেন্টস লাগবে? সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে, তাই বিস্তারিত জানুন।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড ২০২৪ / Student Credit Card 2024
রাজ্যজুড়ে অনলাইনে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খুব সহজেই কেবলমাত্র ১০ টি স্টেপ অনুসরণ করে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। Student Credit Card 2024
✅👉 আরো পড়ুন » Aikyashree Scholarship 2024 – ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে কিভাবে আবেদন করবেন! কারা আবেদন করতে পারবেন? জানুন বিস্তারিত।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? / Student Credit Card West Bengal
ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হয়। অর্থাৎ এই ঋণের টাকা দিয়ে ছাত্র-ছাত্রীরা নিজেদের পড়াশোনা চালাতে পারবেন। এই ঋণের টাকা দিয়ে ছাত্রছাত্রীরা স্কুল বা কলেজের ভর্তির খরচ টিউশন ফি, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি এবং অন্যান্য যাবতীয় পড়াশুনার জিনিসপত্র কিনতে পারবেন। আমরা সকলেই জানি যে উচ্চ শিক্ষার জন্য প্রচুর টাকা খরচ হয়ে যায়। সেই কারণেই দেশের বহু মানুষের উচ্চশিক্ষার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীরা আর্থিক অনটনের জন্য যাতে উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হতে পারে তার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হয়ে থাকে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড কারা পাবেন?
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদনের জন্য বা রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের যে সকল যোগ্যতা গুলি প্রয়োজন সেগুলোর নিচে আলোচনা করা হলো।
১) স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদনের জন্য শিক্ষার্থীর পরিবারকে পশ্চিমবঙ্গের বিগত ১০ বছরে একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
৩) স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য শিক্ষার্থীর কে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা! / Student Credit Card Benefits
স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহারের কি কি সুবিধা রয়েছে চলুন এবার দেখে নেওয়া যাক।
১) মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ও অন্যান্য ডিগ্রী কোর্সের পড়াশোনা করার জন্য ছাত্র-ছাত্রীরা নিম্ন সুদে ঋণ পেয়ে যাবেন।
২) ছাত্র-ছাত্রীরা যেকোন কোর্সে বা যে কোন বিষয়ে পড়াশুনা করুক না কেন তারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
৩) পশ্চিমবঙ্গের স্কুল কলেজ ছাড়াও ভারতবর্ষের অধিকাংশ স্কুল কলেজে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড গ্রহণ করবে।
৪) ছাত্র-ছাত্রীরা প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংক ও সমবায় ব্যাংকের যেকোনো শাখা থেকে ঋণের সুবিধা নিতে পাবেন।
৫) কোচিং সেন্টারে পড়াশোনা করার জন্যও ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোনের সুবিধা দেওয়া হবে।
প্রয়োজনীয় নথিপত্র
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের যে সকল কাগজপত্রের প্রয়োজন সেগুলি নিম্নে আলোচনা করা হলো।
১) আবেদনকারী শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ছবির সাইজ ২০ Kb থেকে ৫০ Kb এর মধ্যে JPG / JPEG ফরম্যাটে থাকতে হবে।
২) আবেদনকারী সহ / ঋণগ্রহীতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি, JPG / JPEG ফরম্যাটে এবং ছবির সাইজের ২০ Kb থেকে ৫০ Kb এর মধ্যে থাকতে হবে।
৩) শিক্ষার্থীর স্বাক্ষর ২০ Kb থেকে ৫০ Kb এর মধ্যে JPG / JPEG ফরম্যাটে থাকতে হবে।
৪) অভিভাবক বা ঋণগ্রেতার স্বাক্ষর JPG / JPEG ফরম্যাটে ১০ Kb থেকে ৫০ Kb এর মধ্যে থাকতে হবে।
৫) শিক্ষার্থীর আধার কার্ডের সাইজ ৫০ Kb থেকে ৪০০ Kb এর মধ্যে PDF ফরম্যাটে থাকতে হবে।
৬) শিক্ষার্থীর যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে দশম শ্রেণীর সার্টিফিকেট বা মার্কশিট ৫০ Kb থেকে ৪০০ Kb এর মধ্যে PDF ফরম্যাটে থাকতে হবে।
৭) অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র পিডিএফ ফরমেটে ৫০ Kb থেকে ৪০০ Kb এর মধ্যে থাকতে হবে।
৮) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ পিডিএফ ফরমেটে ৫০ Kb থেকে ৪০০ Kb এর মধ্যে থাকতে হবে।
৯) শিক্ষার্থীর প্যান কার্ড বা যদি না থাকে তাহলে আন্ডারটেকিং ৫০ Kb থেকে ৪০০ Kb এর মধ্যে PDF ফরম্যাটে থাকতে হবে।
১০) অভিভাবকের প্যান কার্ড / যদি না থাকে তাহলে আন্ডারটেকিং ৫০ Kb থেকে ৪০০ Kb এর মধ্যে PDF ফরম্যাটে থাকতে হবে।
১১) ক্রস ফি টিউশন ফি বা ডকুমেন্ট প্রাসঙ্গিক পৃষ্ঠার সাইজ ৫০ Kb থেকে ৪০০ Kb এর মধ্যে PDF ফরম্যাটে থাকতে হবে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের বিশদ বিবরণ
পরামিতি | বিস্তারিত |
---|---|
স্কিমের নাম | পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড |
স্বত্বভোগী | পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা |
মূল উদ্দেশ্য | পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য ঋণ প্রদান |
ঋণের পরিমাণ | সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত |
সুদের পরিমাণ | ৩ শতাংশ থেকে ৪ শতাংশ |
পরিষদের সময় কাল | চাকরি পাওয়ার পনেরো বছর পর |
পরিচালনা | পশ্চিমবঙ্গ সরকার |
প্রকল্পের সূচনা | ৩০শে মে, ২০২১ সালে |
রাষ্ট্র | পশ্চিমবঙ্গ |
আবেদনে ধরন | অনলাইন এবং অফলাইন |
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbscc.wb.gov.in/ |
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন পদ্ধতি বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া / Student Credit Card Apply Online
Student Credit Card Apply Online : স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন? স্টেপ বাই স্টেপ নিচে দেখানো হলো-
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীরা সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
১) অনলাইনে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে আপনাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অফিসিয়াল www.wbscc.wb.gov.in এই ওয়েবসাইটটিতে যেতে হবে।
২) এরপর ওয়েবসাইটের পেজ থেকে Student Registration এই অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর নতুন যে পেজটি খুলবে সেখানে আবেদনকারীর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। যেমন নিজের নাম, নিজের ঠিকানা, সঠিক মোবাইল নম্বর ও ইমেইল আইডি, এবং আধার কার্ড নম্বর। স্টুডেন্টের যদি আধার কার্ড না থাকে তাহলেও স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। উপরের উল্লেখিত সমস্ত তথ্য গুলো পূরণ করে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে।
৪) রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি otp যাবে এবং সেই ওটিপিটি নির্দিষ্ট ওটিপির ঘরে টাইপ করে ভেরিফাই করতে হবে।
উপরোক্ত পদ্ধতির দ্বারা আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর স্কিনে একটি রেজিস্ট্রেশন আইডি আসবে। এবং আপনার রেজিস্টার মোবাইল নম্বরে লগইন করার জন্য প্রয়োজনীয় তথ্য মেসেজ আকারে পেয়ে যাবেন।
৫) পরবর্তী পদক্ষেপ হলো, আপনাকে আবার এই www.wbscc.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে Student Login এই অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন যে পেজটি খুলবে সেখানে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৬) লগইন করলেই আপনার স্কিনের Dashboard খুলে যাবে। এবং সেখানে Apply Now এই অপশনে ক্লিক করতে হবে।
৭) এবার নতুন এই পেজে আপনাকে নিম্নলিখিত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ, কাস্ট, আপনার আধার কার্ড আছে কি নেই ( হ্যাঁ বা না ), প্যান কার্ড আছে কি নেই ( হ্যাঁ বা না ), শিক্ষাগত যোগ্যতা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ও আপনার ঠিকানা সহ বিভিন্ন তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর Save & Continue এই বাটনে ক্লিক করতে হবে। তবে আবেদনকারীর আধার কার্ড থাকা বা না থাকার উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন ফর্ম আলাদা হবে। যদি আবেদনকারীর প্যান কার্ড না থাকে তবে Download Undertaker Documents এই অংশে ক্লিক করে ডাউনলোড করতে হবে। এবং এই ফর্মটি পূরণ করে পরে আপলোড করতে হবে।
৮) তবে যাদের আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, অভিভাবকের ছবি, অভিভাবকের স্বাক্ষর, অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র (যেমন ভোটার কার্ড), আবেদনকারীর ভর্তির রশিদ, আবেদনকারীর পেন কার্ড, অভিভাবকের প্যান কার্ড,ও আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করতে হবে।
আর যাদের আধার কার্ড আছে তাদের ক্ষেত্রে- আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, অভিভাবকের ছবি, অভিভাবকের স্বাক্ষর, অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র (যেমন ভোটার কার্ড), আবেদনকারীর ভর্তির রশিদ, আবেদনকারীর পেন কার্ড, অভিভাবকের প্যান কার্ড,ও আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করতে হবে।
উপরোক্ত সমস্ত তথ্য আপলোড করার পর Save & Continue এই অপশনে ক্লিক করতে হবে।
৯) পরবর্তী পেজে আপনার দেওয়া বিভিন্ন তথ্য গুলি নতুন পেজে একবার মিলিয়ে নিতে হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি কোন ভুল না থাকে তাহলে Submit Application এই অপশনে ক্লিক করুন। আর যদি আপনার দেওয়া বিভিন্ন তথ্য গুলির মধ্যে কোন ভুল থাকে সেক্ষেত্রে Edit Loan Application এই অপশনে ক্লিক করে ভুল তথ্যগুলি ঠিক করে নিন। আপনার দেওয়া তথ্যগুলি যদি একবার সামমিট হয়ে যায় তারপর আর তথ্য গুলি পরিবর্তন করতে পারবেন না।
১০) এবার Dashboard এ দেখাবে Application Submitted To HOI অর্থাৎ আপনার আবেদন পত্রটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে চলে গেছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে এই আবেদন উচ্চশিক্ষা দপ্তরে পাঠানো হলে Dashboard এ দেখাবে Application Forwarded by to HOI to HED
উপরে উল্লেখিত ধাপ গুলি অনুসরণ করে খুব সহজেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সরাসরি আবেদন করতে পারবেন।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জিজ্ঞাসা প্রশ্ন
•🔥🔥🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥🔥🔥🔥
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅