WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Panchayat Trade Licence 2023-24 : গ্রাম পঞ্চায়েত ট্রেড লাইসেন্স অনলাইনে আবেদন ও ডাউনলোড এবং কি কি কাগজপত্র লাগবে দেখুন বিস্তারিত!

Panchayat Trade Licence 2023-24 : গ্রাম পঞ্চায়েত ট্রেড লাইসেন্স অনলাইনে আবেদন ও ডাউনলোড এবং কি কি কাগজপত্র লাগবে দেখুন বিস্তারিত!

Panchayat Trade Licence Online Apply West Bengal : আপনি যদি পশ্চিমবঙ্গে একজন বাসিন্দা হয়ে থাকেন। আর আপনার যদি কোন দোকান বা প্রতিষ্ঠান থাকে বা আপনি যদি কোন ব্যবসা শুরু করতে চাইছেন। সেটা যে ধরনের বড় বা ছোট দোকান বা প্রতিষ্ঠান হোক না কেন, যেমন মুদির দোকান, অনলাইন সাইবার ক্যাফ, কাপড়ের দোকান, স্বর্ণের দোকান, বা হার্ডওয়ার দোকান, ইত্যাদি। যদি আপনি বৈধভাবে কোন ব্যবসা পরিচালনা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার দোকানের  প্রয়োজন হয় একটি ট্রেড লাইসেন্স।

কি এই ট্রেড লাইসেন্স? What is this Panchayat Trade Licence ?

আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এই ট্রেড লাইসেন্স ৪০ বছর আগে চালু করা হয়েছিল। এবং এই ট্রেড লাইসেন্স (Panchayat Trade Licence ) এর মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকা থেকে নির্দিষ্ট ব্যবসার নিয়ন্ত্রণ করা হয়। যেটা রাজ্য সরকার দ্বারা পরিচালিত করা হয়। তো এই ট্রেড লাইসেন্স কি, কিভাবে করতে হয়, কোথায় যেতে হয় ও কবে নাগাদ পাওয়া যায়, কি কি সুবিধা আছে। সমস্ত বিষয়ে খুঁটিনাটি জানাবো আজকের এই প্রতিবেদনে তাই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।

Panchayat Trade Licence ট্রেড লাইসেন্স কি?

Trade কথার অর্থ ব্যবসা এবং licence কথার অর্থ অনুমতি, অর্থাৎ ব্যবসা করার জন্য অনুমতি যে পত্রের মাধ্যমে দেওয়া হয় তাকে ট্রেড লাইসেন্স বলে।আপনার ব্যবসার জন্য একটি খুব দরকারি নথি হল ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স ছাড়া যে কোন ব্যবস্থা বা প্রতিষ্ঠান চালানো সম্পন্ন অবৈধ। এই ট্রেড লাইসেন্স (Panchayat Trade Licence) উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়। যা কোনভাবেই হস্তান্তর যোগ্য নয়। প্রতিটি ভিন্ন ভিন্ন ব্যবসার জন্য ভিন্ন ভিন্ন ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

West Bengal Ttrade Licence / Panchayat Trade Licence কি কি সুবিধা আছে?

West Bengal Ttrade Licence আপনার কাছে ট্রেড লাইসেন্স থাকলে আপনি অনেক সুযোগ-সুবিধা পেতে পারেন। যেমন আপনার দোকানের নামে কারেন্ট ব্যাংক একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স দেখে আপনি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও আপনি যদি আপনার দোকানের জন্য লোন নিতে চান তবে সেই ট্রেড লাইসেন্স দেখিয়ে লোন নিতে পারবেন। যদি আপনার কাছে ট্রেড লাইসেন্স না থাকে তবে অনেক সমস্যায় সম্মুখীন হতে পারেন। এছাড়া অনেক সুযোগ-সুবিধা রয়েছে তাই যাদের ব্যবস্থা রয়েছে তাদের একটি ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

WB SAIN BLOG Google News
WB SAIN BLOG Google News

ট্রেড লাইসেন্স আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

ট্রেড লাইসেন্স আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হয় তা নিচে উল্লেখ করা হয়েছে:
১) ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলির মধ্যে যেকোনো একটি প্রয়োজন।
২) আবেদনকারীর একটি সক্রিয় মোবাইল নম্বর।
৩) জায়গার খতিয়ান কপি, ভাড়া রশিদ অথবা চুক্তিপত্রের কপি।

Panchayat Trade Licence কোথায় ট্রেড লাইসেন্স করতে হয়?

আগে আপনার ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হতো। তবে এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স (Trade Licence) আবেদন করতে পারবেন। এখন আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে না গিয়েও খুব সহজেই মাত্র 5 মিনিটের মধ্যেই অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Panchayat Trade Licence ট্রেড লাইসেন্স আবেদন ফ্রি কত ?

ট্রেড লাইসেন্সের ক্যাটাগরি অনুযায়ী ট্রেড লাইসেন্সের ফি ও বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন
1) Not Paying Professional tax এর ক্ষেত্রে 150 টাকা।
2) এবং Telephone Booth Cyber Cafe Or Xerox Center etc এর ক্ষেত্রে 450 টাকা ও
3) এবং Paying Professinal Tax Except Trades Of Special Nature এর ক্ষেত্রে 750 টাকা
4) Capital Invesment Exceeding Rs 500000 এর ক্ষেত্রে 1500 টাকা

✅👉 আরো পড়ুন » Voter List Check Process 2024 – নতুন ভোটার তালিকায় আপনার নাম বাদ যায়নি তো? কিভাবে চেক করবেন!

ট্রেড লাইসেন্স বিবরণ  2024

ID CARDPanchayat Trade License
আবেদন করার পদ্ধতিঅনলাইন আবেদন।
ট্রেড লাইসেন্স আবেদন ফ্রি কত 150, 450,750 ও 1500  টাকা
কারা আবেদন করতে পারবেনযেকোনো ধরনের বড় বা ছোট দোকান বা প্রতিষ্ঠান
কি সুবিধা আছেআপনি অনেক সুযোগ-সুবিধা পেতে পারেন। যেমন আপনার দোকানের নামে কারেন্ট ব্যাংক একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স দেখে আপনি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন
অফিসিয়াল ওয়েবসাইটhttps://prdeodb.wb.gov.in
Trade License কথার অর্থ কি?
ব্যবসার অনুমতি
কি কি ডকুমেন্টস লাগবে১) ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড,  ড্রাইভিং লাইসেন্স,  এগুলির মধ্যে যেকোনো একটি প্রয়োজন।
২) আবেদনকারীর একটি সক্রিয় মোবাইল নম্বর।
৩) জায়গার খতিয়ান কপি, ভাড়া রশিদ অথবা চুক্তিপত্রের কপি।

অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদনের পদ্ধতি?

অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করতে নিচের স্টেট গুলি সঠিকভাবে ফলো করুন:-

১) ট্রেড লাইসেন্স আবেদন করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল এই https://prdeodb.wb.gov.in/ এর ওয়েবসাইটের হোমপেজে আসতে হবে। কিংবা নিচের https://prdeodb.wb.gov.in/onlineTradeapplication.php এই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন পেজে যেতে পারেন। (যদি আপনি মোবাইলের মাধ্যমে আবেদন করতে চাইছেন তাহলে অবশ্যই ডেস্কটপ মুট অন করে নেবেন।)

২) এরপর বাঁদিকে সিটিজেন কর্নারে থাকা নিউ টেড রেজিস্ট্রেশন তে ক্লিক করুন। এবং পরবর্তী পেজে Trade and O.N.C New অপশনে ক্লিক করুন।

৩) এরপর আপনার সামনে ট্রেড লাইসেন্স এর Application for Trade N.O.C আবেদন ফর্ম খুলে আসবে।

৪) এরপর Details of Process Trade সেকশনে প্রথমে আপনি আপনার District, Block, Gram Panchayat, সিলেক্ট করুন। এরপর ব্যবস্থা প্রতিষ্ঠানের নাম ও ক্যাটাগরি (Name of Trade and Select Trade Type) সিলেক্ট করুন। এবং এর পরে আবেদনকারীর ব্যবস্থা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ঠিকানা বিবরণ (Address Details) যেমন village, Samsad, Para, Post Office, Police Station, Pin Code, Mauja No, Dag No, Khatian No, সঠিকভাবে দিতে হবে।

৫) এরপর Applicant Details সেকশনে আবেদনকারীর নাম বাবার নাম Identify Proof, Identity Card No, Type of Ownership, Category, Mobile No, সঠিকভাবে পূরণ করতে হবে।

৬) এরপর Address of Applicant সেকশনে আপনার উপরের দেওয়া ঠিকানা যদি একই হয় তবে Same As Above এই অপশনে ক্লিক করুন আর যদি আলাদা হয় তাহলে নিচের দেওয়া জায়গায় আপনার ঠিকানা বিবরণ লিখুন।

৭) এরপর Organise Details সেকশনে সঠিক তথ্য লিখুন যেমন দোকানে কতজন কর্মী রয়েছে, last year কত টাকা ইনভেস্ট করেছেন এবং কত টাকা লাভ হয়েছে, এবং Category of Fees সিলেট করুন, যদি Not Paying Professional tax সিলেক্ট করেন তবে 150 টাকা ফ্রি দিতে হবে, তিন বছরের জন্য।

৮) এরপর রয়েছে Document Upload সেকশন, ID Proof Upload করুন এখানে যেটা উপরে সিলেট করেছেন এবং Land Record আপলোড করুন। দুটো ডকুমেন্টসই PDF আকারে 16 KB এর নিচে হতে হবে। এরপর ক্যাপচার সঠিকভাবে বসিয়ে নিচে I Agree অপশন এ টিক চিহ্ন দিয়ে Submit বোদামে ক্লিক করুন।

9) এরপর Acknowledgement Number পাবেন এটিকে আপনি ডাউনলোড করে রাখুন। এবং এরপর Payment অপসনে ক্লিক করে ফ্রি পেমেন্ট করুন। পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনি আপনার ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করতে পারবেন। যার ভেলিডিটি তিন বছরের জন্য বৈধ।

১০) যদি কোন কারণবশত আপনার অ্যাপ্লিকেশনটি Panding বা Failed হয়ে যায় তাহলে আপনি Trade N.O.C Status অপশনে ক্লিক করে এবং Acknowledgement Number লিখে পুনরায় পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন। পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলি আপনি ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করতে পারবেন।

পশ্চিমবঙ্গে ট্রেড লাইসেন্স করতে কত দিন লাগে?

পশ্চিমবঙ্গে ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন পাওয়ার পুরো প্রক্রিয়াটি প্রায় 5-7 দিন সময় নেয়। অনুমোদনের পর সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করা যাবে। ট্রেড লাইসেন্সের মেয়াদ সাধারণত এক বছর থাকে

ট্রেড লাইসেন্স কি পশ্চিমবঙ্গে বাধ্যতামূলক?

পশ্চিমবঙ্গের মধ্যে পরিচালিত যেকোনো বাণিজ্য বা ব্যবসা কার্যকলাপের জন্য একটি ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় ৷

কোথায় ট্রেড লাইসেন্স করতে হয়?

আগে আপনার ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হতো। তবে এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স (Trade Licence) আবেদন করতে পারবেন। এখন আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে না গিয়েও খুব সহজেই মাত্র 5 মিনিটের মধ্যেই অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ট্রেড লাইসেন্স আবেদন ফ্রি কত ?

ট্রেড লাইসেন্সের ক্যাটাগরি অনুযায়ী ট্রেড লাইসেন্সের ফি ও বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন
1) Not Paying Professional tax এর ক্ষেত্রে 150 টাকা।
2) এবং Telephone Booth Cyber Cafe Or Xerox Center etc এর ক্ষেত্রে 450 টাকা ও
3) এবং Paying Professinal Tax Except Trades Of Special Nature এর ক্ষেত্রে 750 টাকা
4) Capital Invesment Exceeding Rs 500000 এর ক্ষেত্রে 1500 টাকা

ট্রেড লাইসেন্স আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

ট্রেড লাইসেন্স আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হয় তা নিচে উল্লেখ করা হয়েছে:
১) ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলির মধ্যে যেকোনো একটি প্রয়োজন।
২) আবেদনকারীর একটি সক্রিয় মোবাইল নম্বর।
৩) জায়গার খতিয়ান কপি, ভাড়া রশিদ অথবা চুক্তিপত্রের কপি।

ট্রেড লাইসেন্স কি?

Trade কথার অর্থ ব্যবসা এবং licence কথার অর্থ অনুমতি, অর্থাৎ ব্যবসা করার জন্য অনুমতি যে পত্রের মাধ্যমে দেওয়া হয় তাকে ট্রেড লাইসেন্স বলে।আপনার ব্যবসার জন্য একটি খুব দরকারি নথি হল ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স ছাড়া যে কোন ব্যবস্থা বা প্রতিষ্ঠান চালানো সম্পন্ন অবৈধ। এই ট্রেড লাইসেন্স (Panchayat Trade Licence) উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়। যা কোনভাবেই হস্তান্তর যোগ্য নয়। প্রতিটি ভিন্ন ভিন্ন ব্যবসার জন্য ভিন্ন ভিন্ন ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন

আরও পড়ুন: 👇👇👇👇👇👇

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

✅ আরও পড়ুন: 👉    Digital life certificate বা Jeevan pramaan Patra নভেম্বরে 2023 কি জমা দিতে হবে পেনশন ভোগীদের? Benefit জানুন বিস্তারিত তথ্য!

👉  Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!

👉  Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG