WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Old Pension Scheme 2024 -বার্ধক্য ভাতা প্রকল্পে এবার রাজ্যের প্রত্যেক বয়স্ক নাগরিক প্রতিমাসে ₹১০০০ টাকা করে পাবেন! কিভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

Old Pension Scheme 2024 -বার্ধক্য ভাতা প্রকল্পে এবার রাজ্যের প্রত্যেক বয়স্ক নাগরিক প্রতিমাসে ₹১০০০ টাকা করে পাবেন! কিভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত  WB SAIN BLOG
Old Pension Scheme 2024 -বার্ধক্য ভাতা প্রকল্পে এবার রাজ্যের প্রত্যেক বয়স্ক নাগরিক প্রতিমাসে ₹১০০০ টাকা করে পাবেন! কিভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত WB SAIN BLOG

Old Pension Scheme : বয়স্কদের জন্য পশ্চিমবঙ্গের সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। রাজ্যের ছাত্র-ছাত্রী, থেকে শুরু করে গৃহবধূ, কৃষক ও বিধবা, কিংবা তপশিলি জাতি উপজাতি গোত্রভুক্ত ব্যক্তি, আদিবাসী, এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য, বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্প গুলি যেমন লক্ষী ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, স্কলারশিপ, ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেই রকম আরেকটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বাধ্যক ভাতা।

Old Pension Scheme Latest News

এই বার্ধক্য ভাতা প্রকল্পে ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষেরা প্রতি মাসে ₹১০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। রাজ্য সরকার বয়স্কদের প্রতি মাসে আর্থিক সাহায্য দিতে চালু করেছেন বার্ধক্য ভাতা প্রকল্প। তো এই বার্ধক্য ভাতা প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন? কি কি কাগজপত্র লাগবে? সমস্ত কিছু জানাবো আজকে এই প্রতিবেদনে তাই প্রতিবেদনটি সম্পন্নটি পড়ুন।

✅🔥 আরো পড়ুন » E Ration Card Download West Bengal 2024 – ঘরে বসেই মাত্র পাঁচ মিনিটে ই রেশন কার্ড ডাউনলোড করুন। জানুন পদ্ধতি

বার্ধক্য ভাতা কি? / What is Old Pension Scheme

রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ৬০ বছর বা তার বেশি এবং যারা বর্তমানে কোন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই, সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যাক্তিদের প্রত্যেক মাসে ₹১০০০ টাকা করে দেওয়া হবে।

রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্য তপশিলি বন্ধু এবং জয় জহর প্রকল্পের আওতায় ৬০ বছরের বেশি প্রবীন মানুষদের ১০০% ভাতা দিতে রাজ্য সরকার। তবে সমাজের সকল স্তরের মানুষদের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না। কিন্তু বর্তমানে এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য চালু করা হলো এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা।

WB SAIN BLOG Google News
WB SAIN BLOG Google News

বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার যোগ্যতা?

নবান্ন সূত্রে জানানো হয়েছে, বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন করার জন্য যে বিষয়গুলি থাকা দরকার সেগুলি হল

১) আবেদনকারীকে অবশ্যই ৬০ বছরের উর্ধ্বে হতে হবে।

২) পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩) এই প্রকল্পে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন।

৪) শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধী যোগ্য সুবিধাভোগীদের জন্য বয়স ৫৫ বছর বা তার ঊর্ধ্বে হতে হবে।

বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি গুলি কি কি?

বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য যে সমস্ত ব্যক্তি যোগ্য রয়েছেন, তাদেরকে আবেদন করার সময় প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র গুলি লাগবে সেগুলি হল নিম্নরূপে

১) আধার কার্ডের জেরক্স কপি।

২) ভোটার কার্ডের জেরক্স কপি।

৩) রেশন কার্ডের জেরক্স কপি।

৪) ব্যাঙ্ক পাস বইয়ের জেরক্স কপি।

৫) আয়ের সংশয় পত্র / ইনকাম সার্টিফিকেট

৬) পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি।

৭) পেন কার্ডের জেরক্স কপি। (বাধ্যতামূলক নয়) অর্থাৎ প্যান কার্ড না থাকলেও এই প্রকল্পে আবেদন করা যাবে।

✅🔥 আরো পড়ুন » Lakshmi Bhandar Status Check 2024 – লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক করার পদ্ধতি এবং লক্ষীর ভান্ডার মোবাইল নাম্বার দিয়ে চেক ও ফরম ফিলাপ ২০২৪

বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ website
প্রকল্পের নামবার্ধক্য ভাতা / বয়স্ক পেনশন প্রকল্প / Old Pension Scheme
সুবিধাভোগীপশ্চিমবঙ্গের সমস্ত বয়স্ক মানুষজন।
টাকার পরিমানপ্রতিমাসে ₹১০০০ টাকা করে।
সূচনার সময়২০১০ সালে
আবেদনের মাধ্যমঅফলাইন
নোডাল বিভাগপশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর
সরকারী পোর্টালবার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ website

বার্ধক্য ভাতা জন্য কিভাবে আবেদন করবেন? / বার্ধক্য ভাতা ফরম

অফলাইনের মাধ্যমে এই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনের জন্য রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের ওয়েবসাইট থেকে (বার্ধক্য ভাতা ফরম)। অথবা দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে (বার্ধক্য ভাতা ফরম) বা নিচ এলাকার বিডিও অফিসে গিয়েও এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন জন্য (বার্ধক্য ভাতা ফরম) ফ্রম সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও নিম্নলিখিত অফিসগুলি থেকেও সুবিধাভোগী এরা বাধ্য ভাতা পেনশনের জন্য আবেদন পত্রের ফরম সংগ্রহ করতে পারবেন।

গ্রামীন এলাকার জন্য ব্লক উন্নয়ন অধিকারী / পঞ্চায়েত সমিতির অফিস।

নগর এলাকার জন্য সাব ডিভিশনাল আধিকারিকের অফিস।

আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করুন এবং তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথির জেরক্স কপি যোগ করুন।
সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথভাবে পূরণ করা আবেদন পত্রটি যে অফিস থেকে সংগ্রহ করেছিলেন সেই অফিসে জমা দিন।

আবেদন পত্রটি এবং সমস্ত নথিপত্রগুলি সংশ্লিষ্ট অধিকারীদের দ্বারা যাচাই করা হবে।

প্রাথমিকভাবে যাচাই করার পর জেলা ম্যাজিস্ট্রিক দ্বারা সর্বশেষ অনুমোদন প্রদান করা হবে।

জেলা ম্যাজেস্টিক কর্তৃক অনুমোদিত হওয়ার সাথে সাথে প্রতি মাসে সুবিধাভোগীদের ব্যাংক একাউন্টে সরাসরি ₹১০০০ টাকা করে হস্তান্তর করা হবে।

✅🔥 আরো পড়ুন » Pm Kisan Samman Nidhi Yojana – পিএম কিষান সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা কবে পাবেন কৃষকেরা? জানুন গুরুত্বপূর্ণ আপডেট।

বার্ধক্য ভাতা status check

বার্ধক্য ভাতা status check : বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে।

এরপর ওয়েবসাইটে লেখা রিপোর্ট অপশনে ক্লিক করুন।

এখানে অনেক অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে থেকে লিস্ট অফ রিপোর্ট এর মধ্যে থেকে স্টেট ড্যাশবোর্ড অপশনে ক্লিক করুন।

এরপর রাজ্য সিলেট করুন এবং পরের অপশন টিকে স্কিম সিলেক্ট করুন। এরপর আপনি যে ভাতা দেখতে চাইছেন সে ভাতা এখানে সিলেক্ট করুন।

এবার ক্যাপচার কোড দিয়ে সাবমিট করুন। (বার্ধক্য ভাতা status check)

এখানে যে লিস্টি দেখতে পাচ্ছি না এটা জেলা ভিত্তিক লিস্ট আছে এখান থেকে আপনার জেলা সিলেট করুন এবার আপনার পঞ্চায়েত সিলেট করুন।

এবার এখানে সার্চ অপশন থেকে আপনার সঠিক নামটি লিখে সার্চ করতে পারবেন।
আপনি চাইলে পুরো লিস্টটি পিডিএফ আকারে ডাউনলোড করে পিন আউট করে নিতে পারেন

বার্ধক্য ভাতা প্রকল্পের যোগাযোগের বিস্তারিত বিবরণ / Old Pension Scheme Contact Details

পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর হেল্পলাইন নম্বর :
০৩৩-২৩৩৪১৫৬৩.
০৩৩-২৩৩৭১৭৯৭.

পশ্চিমবঙ্গ বার্ধক্য পেনশন প্রকল্প হেল্পডেস্ক ইমেল : support.swpension.wb@gov.in.

পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর হেল্পডেস্ক ইমেল : secy.wcdsw@gmail.com

মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর
বিকাশ ভবন, নর্থ ব্লক,
১০ তলা, ডিএফ ব্লক,
সেক্টর ১, সল্টলেক সিটি,
কলকাতা, পশ্চিমবঙ্গ.
৭০০০৯১

✅🔥 আরো পড়ুন » Sishu Sathi Scheme 2024 – শিশু সাথী প্রকল্প পশ্চিমবঙ্গের সকল শিশুদের জন্য বড় ঘোষণা ! কারা ও কি কি সুবিধা পাবেন জানুন?

জেলাস্তরে নোডাল আধিকারিকদের যোগাযোগের বিস্তারিত বিবরণ

পশ্চিমবঙ্গ বার্ধক্য পেনশন প্রকল্পের সুবিধাভোগীরা কোনো অভিযোগের ক্ষেত্রে তাদের নিম্নলিখিত জেলা নোডাল আধিকারিকদের সাথে যোগাযোগ করতে পারেন :

জেলাযোগাযোগের নম্বর এবং ইমেল
আলিপুরদুয়ার০৩৫৬৪-২৫৭৫২৭
কলকাতা০৩৩-২৩৩৭০৭৬২
cvwestbengal@gmail.com
হাওড়া০৩৩ – ২৬৩৮০৫৮৭
dswohowrah@gmail.com
হুগলি০৩৩ – ২৬৮১০৮৩২
swhooghly@gmail.com
নাদিয়া০৩৪৭২ – ২৫৪৭৯৮
dsw.nadia2015@gmail.com
উত্তর ২৪ পরগনা০৩৩-২৫৮৪৬২৭৮
dswo.social.northporganas20@gmail.com
দক্ষিণ ২৪ পরগনা০৩৩-২৪৭৯২২০৬
dswos24@gmail.com
পশ্চিম মেদিনীপুর০৩২২২-২৬৫৯৯৬
psdswo@gmail.com
পুরুলিয়া০৩২৫২ – ২২৪৪০৯
dswopurulia@gmail.com
বাঁকুড়া০৩২৪২-২৪০১০৩
dswobankura@gmail.com
বর্ধমান০৩৪২-২৬৬৩৩৮১
dswo.bwn@gmail.com
বীরভূম০৩৪৬২-২৫৯৭৩৭
dswo.bir@gmail.com
মালদা০৩৫১২-২৫৪২৩৬
dswo.malda@gmail.com
দক্ষিণ দিনাজপুর০৩৫২২-২২৫৪০১
dswo.dd@gmail.com
উত্তর দিনাজপুর৯৮৩৬০০৮১৩৫
dswoud@gmail.com
দার্জিলিং০৩৫৪-২২৫৪১৯১
dswdarjeeling@gmail.com
জলপাইগুড়ি০৩৫৬১-২২০৮৬১
dswo-jalpaiguri@yahoo.com
কোচবিহার০৩৫৮৩-২২৫৪০১
socialwelfare.cbr@gmail.com

•🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥

✅🔥 আরো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট 🔥✅

✅   সেরা রান্নার রেসিপি ওয়েবসাইট

✅  অনলাইনে পণ্য কেনাকাটার জন্য সেরা ওয়েবসাইট

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG