Lakshmir Bhandar Scheme February 2024 Payment Good News: লক্ষী ভান্ডার নিয়ে এই মুহূর্তে (Breaking News ) ব্রেকিং নিউজ। সামনেই পঞ্চায়েত ভোট তাই, ফেব্রুয়ারি মাস থেকে বদলে যাচ্ছে লক্ষী ভান্ডার প্রকল্পের (Lakshmir Bhandar Prakalpa) টাকা পাওয়ার নিয়ম। লক্ষী ভান্ডার প্রকল্পে এই মাসে কারা কারা টাকা পাবেন? এবং কারা কারা টাকা পাবেন না? ও এই মাসে কবে থেকে টাকা দেওয়া হবে? যারা যারা লক্ষী ভান্ডার প্রকল্পে ভুল সংশোধন করেছিলেন বা সঠিক নথিপত্র জমা করেছেন তাদের আগের বকেয়া টাকা দেওয়া হবে কিনা বা মাসিক ভাতার পরিমাণ বাড়ানো হবে কিনা সমস্তটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষী ওয়ান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তা নিয়ে নিচে নিবন্ধনে বিস্তারিত আলোচনা করা হলো। Lakshmir Bhandar Scheme.
লক্ষীর ভান্ডার প্রকল্পটি কি? What is Lakshi Bhandar Project? Lakshmir Bhandar Scheme February 2024
লক্ষীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Prakalpa) পশ্চিমবঙ্গ সরকারের সকল প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প। লক্ষীর ভান্ডার প্রকল্পের অন্তর্গত সকল মহিলাদের মাসিক আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা ভোটের পরে রাজ্যের সকল ২৫ থেকে ৫৯ বছর বছর বয়সী মহিলাদের জন্য এই লক্ষী ভান্ডার প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যে সকল মহিলাদের আর্থিক দিক থেকে স্বাধীনতা প্রদান করা। এবং এই সিদ্ধান্তের ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে । Lakshmir Bhandar Scheme
লক্ষী ভান্ডারে কারা কারা টাকা পাবেন? Lakshi Bhandar who will get money!
জুলাই মাসের ৮ তারিখেই রাজ্যের পঞ্চায়েত ভোট। তাই এদিন এক জনসভায় এসে মুখ্যমন্ত্রী নিজের মুখে বললেন, আগে ২৫ থেকে ৫৯ বছর বয়সী যে কোন মহিলা একটি স্বাস্থ্য সাথী কার্ড এর অধীনে পরিবারে একজন মহিলাই লক্ষীপাণ্ডার প্রকল্পের আবেদন করতে পেতেন বা টাকা পেতেন Lakshmir Bhandar Scheme February 2024। কিন্তু ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ম পরিবর্তন করে দিয়েছেন। তিনি জানান এখন একটি স্বাস্থ্য সাথী কার্ড এর অধীনে যত সংখ্যক মহিলার নাম নথিভুক্ত রয়েছে । অর্থাৎ ২৫ থেকে ৫৯ বছর বয়সী যত জন মহিলা রয়েছেন তারা সকলেই এই লক্ষীন্দার প্রকল্পে জন্য আবেদন করতে পারবেন।
✅ আরও পড়ুন: Swasthya Sathi Card : অতি সহজেই অনলাইনের মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ডের আবেদনের পদ্ধতি জেনে নিন !
লক্ষী ভান্ডার প্রকল্পে মহিলারা কত টাকা করে পাবেন? How much money will women get in Lakshi Bhandar project!
অর্থাৎ একই স্বাস্থ্য সাথী কার্ড এর অধীনে উপযুক্ত সকল মহিলারাই মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ৫০০ থেকে ১০০০ টাকা করে পেতে চলেছেন। লক্ষী ভান্ডার প্রকল্পে মোট বরাদ্দ টাকার পরিমান বাড়ানো হল, তবে আপাতত মহিলাদের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধির কোন খবর নেই।Lakshmir Bhandar Scheme.
ফেব্রুয়ারি মাসে কিভাবে টাকা দেওয়া হবে? How will the money be paid in February!
নবান্নের সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগেই ফেব্রুয়ারি মাসে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা তিন ধাপে দেওয়া হবে। এবং অর্থ দপ্তরের তরফে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। Lakshmir Bhandar Scheme February 2024
১) প্রথম ধাপে টাকা দেওয়া হবে যারা নিয়মিত লক্ষী ভান্ডার প্রকল্পে কোন অসুবিধা ছাড়াই স্বাভাবিকভাবে টাকা পাচ্ছেন তাদেরকে ।
২) যারা নতুন করে কোন কাগজ জমা করেছিলেন লক্ষী ভান্ডার প্রকল্পে বা ভুল সংশোধন করেছিলেন তাদেরকেও আগের বকেয়া টাকা সহ তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে।
৩) লক্ষী ভান্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য তাদেরকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে।
সূত্রের খবর, লক্ষী ভান্ডার প্রকল্পের সমগ্র বিষয়টি নিয়ন্ত্রণ করে থাকেন রাজ্যের শিশু ও নারী কল্যাণ বিভাগ। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা জুলাই মাসের 5 তারিখ থেকে টাকা ছাড়া প্রসেস শুরু হয়ে গেছে।
লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য কোথায় আবেদন করবেন? Where to apply for Lakshi Bhandar scheme!
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন সাংবাদিকদের আরও জানিয়েছেন যে লক্ষী ভান্ডারে এখনো পর্যন্ত ১ কোটি 92 লক্ষ মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এর জন্য রাজ্যের সরকারের অর্থ কোষ থেকে 36,000 কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লক্ষী ভান্ডারের আবেদনকারী সংখ্যা অবশ্যই ঊর্ধ্বমুখী। যে কারণে বাড়ানো হচ্ছে লক্ষী ভান্ডার প্রকল্পের বরাদ্দ। Lakshmir Bhandar Scheme February 2024 তবে বর্তমানে কেবল দুয়ারে সরকার ক্যাম্প থেকেই লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?
👉 Aadhar Card update: এই তারিখের মধ্যে করতে হবে আপডেট! না হলে আধার কার্ডে লাগবে নতুন চার্জ ।
👉 Ration Card Correction : বিনামূল্যে রেশন দ্রব্য পেতে বাড়িতে বসেই মাত্র ৫ মিনিটে রেশন কার্ডের তথ্য সংশোধন করে ফেলুন!