Lakshmi Bhandar Status Check : রাজ্য সরকারের জনকল্যাণ মুখী প্রকল্প গুলির মধ্যে অন্যতম প্রকল্প হল এই লক্ষীর ভান্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী রাজ্যের সকল ২৫ থেকে ৫৯ বছর বয়সী মহিলাদের জন্য এই প্রকল্পের সূচনা করেন। তো লক্ষীর ভান্ডার Lakshmi Bhandar প্রকল্পের টাকা জানুয়ারি মাসে কবে পাবেন ? তাই নিয়ে আজকের এই প্রতিবেদন।
লক্ষীর ভান্ডার প্রকল্প (Lakshmi Bhandar Scheme) নাম নথিভুক্ত মহিলাদের স্ট্যাটাস ইতিমধ্যেই পরিবর্তন দেখা দিয়েছে। গত মাসে রাজ্যজুড়ে হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প এবং অসংখ্য যোগ্য মহিলা সেখানে ফরম ফিলাপ করেছিলেন। বর্তমানে তাদের আবেদনের স্থিতি কি রয়েছে বা যারা পুরাতন আবেদনকারী আছেন তাদের স্ট্যাটাস কি পরিবর্তন আসলো দেখেনিন আজকে এই প্রতিবেদনে।
Lakshmi Bhandar Scheme 2024 / লক্ষীর ভান্ডার প্রকল্প ২০২৪
এই লক্ষী ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্যই মূলত চালু করা হয়।পশ্চিমবঙ্গের সরকার এই প্রকল্পটি চালু করেছিলেন 2021 সালের আগস্ট মাসে। এই লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে পরিবারের মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে অনুদান পান। এই প্রকল্পে সংরক্ষিত শ্রেণীর তপশিল জনজাতি ( SC/ST ) মহিলাদের ১০০০ টাকা করে এবং জেনারেল কাস্টের( General Cast) ওবিসি ক্যাটাগরির (OBC) মহিলাদের ৫০০ টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হয়।
Lakshmir Bhandar Status 2024 / লক্ষীর ভান্ডার প্রকল্প স্ট্যাটাস চেক ২০২৪
lakshmir bhandar 2024 :মহিলাদের লক্ষীর ভান্ডার প্রকল্পের (Lakshmi Bhandar Scheme) টাকা ব্যাংক একাউন্টে তখনই আসবে যখন ব্যাংক একাউন্ট স্ট্যাটাসে (Bank Account Status) থাকবে Validation Success Ready For Payment । যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের স্ট্যাটাস বর্তমানে রয়েছে ব্যাংক একাউন্ট স্ট্যাটাস রেডি ফোর একাউন্ট ভেলিডেশন (Bank Account Status- Ready for Account Validation)। যদি Ready for Account Validation থাকে তাহলে চিন্তা কিছু নেই খুব তাড়াতাড়ি তা পরিবর্তন হয়ে Validation Success. Ready For Payment এই আপডেট চলে আসবে এরপরই দেখতে এরপর দেখতে হবে পেমেন্ট স্ট্যাটাস কি রয়েছে
লক্ষী ভান্ডারী স্ট্যাটাস চেক ২০২৪ / Lakshmi Bhandar Status Check
Lakshmir Bhandar Status Check : লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদনের বা টাকা পাওয়ার স্টাটাস । এতদিন লক্ষী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যেত না কিন্তু এবার থেকে এই প্রকল্পের স্ট্যাটাস অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করা সম্ভব। লক্ষী ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন আপনার নাম, Application id, Beneficially id এবং লক্ষ্মী ভান্ডার পেমেন্টের যাবতীয় তথ্য।
লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ও আবেদনের স্থিতি চেক করার জন্য প্রথমে আপনাকে মোবাইল বা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই অফিসিয়াল https://socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটের আসতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন Track Application Status এই অপশনে ক্লিক করুন। ক্লিক করলেই নতুন একটি পেজ ওপেন হবে।
এবার নতুন পেজে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন এন্ড ভিউ পেমেন্ট স্টাটাস এ অপশনে অ্যাপ্লিকেশন আইডি / মোবাইল নাম্বার / স্বাস্থ্য সাথী কার্ড / আধার এগুলির মধ্যে যে কোন একটি নাম্বার দিয়ে ক্যাপচার জায়গায় ক্যাপচার বসিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে।
ক্লিক করলেই আপনার সামনে আপনার লক্ষী ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস (Application Status) এবং পেমেন্ট স্ট্যাটাস (Payment Status) চলে আসবে। যেখানে আপনার নাম BENEFICIARY ID ও APPLICATION ID নাম্বার দেখতে পাবেন। এখন আপনি লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা কোন কোন মাসে পেয়েছেন বা আগামী কোন মাসের টাকা পাবেন সমস্ত তথ্যই দেখতে পাবেন। Lakshmir Bhandar Eligibility
🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥
✅🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 🔥✅
✅ Online Shopping Best Website
✅ অনলাইনে পণ্য কেনাকাটার জন্য সেরা ওয়েবসাইট
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅