WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Free Laptop Yojana 2025 : বিনামূল্যে ল্যাপটপ দেবে সরকার, নতুন প্রকল্প আজই আবেদন করুন

Free Laptop Yojana 2025 : বিনামূল্যে ল্যাপটপ দেবে সরকার, নতুন প্রকল্প আজই আবেদন করুন WB SAIN BLOG
Free Laptop Yojana 2025 : বিনামূল্যে ল্যাপটপ দেবে সরকার, নতুন প্রকল্প আজই আবেদন করুন WB SAIN BLOG

Free Laptop Yojana 2025 : কেন্দ্রীয় সরকার ও সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ (AICTE) এর যুগ্ম উদ্যোগে ভারতবর্ষে শুরু হল এক ছাত্র এক ল্যাপটপ প্রকল্প। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। ভারতবর্ষের ছাত্রছাত্রীরা এই বিশেষ প্রকল্পের মাধ্যমে পাবেন সম্পূর্ণ নতুন এবং হাই কোয়ালিটি একটি ল্যাপটপ। ছাত্র-ছাত্রীদের জন্য চালু করা এই বিশেষ প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন

Free Laptop Yojana 2025 / ONE STUDENT ONE LAPTOP YOJANA 2025 / এক ছাত্র এক ল্যাপটপ প্রকল্প কি?

ONE STUDENT ONE LAPTOP YOJANA 2025 : এক ছাত্র এক ল্যাপটপ যোজনা 2025 (Free Laptop Yojana 2005) এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের মধ্যে আধুনিক প্রযুক্তিগত সুবিধা প্রদান করে শিক্ষার উন্নতি ঘটানো। ব্যবস্থাপনা প্রযুক্তিগত এবং অন্যান্য পেশাগত কোষে যে সকল ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছেন তাদের পক্ষে এই প্রকল্পটি খুবই সুবিধাজনক হবে।
ছাত্র-ছাত্রীদের কাছে এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হবে। শিক্ষামূলক সফটওয়্যার এবং ডিজিটাল টুলস দ্বারা প্রি লোড থাকবে এই ল্যাপটপগুলি।
এই ল্যাপটপ এর মাধ্যমে অনলাইন ক্লাস, ডিজিটাল লার্নিং প্লাটফর্ম এর সুবিধা পাবেন ছাত্র-ছাত্রীরা।

এক ছাত্র এক ল্যাপটপ প্রকল্পের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য

প্রকল্পের উদ্দেশ্য :-

১) এক ছাত্র এক ল্যাপটপ যোজনার মূল উদ্দেশ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটিয়ে শিক্ষা মান উন্নতি সাধন করা।
২) শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষার উৎসাহ প্রদান করা।
৩) ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রযুক্তিগত শিক্ষার প্রসার হলে কর্মস্থানের সুযোগ বাড়বে।

প্রকল্পের বৈশিষ্ট্য :-

১) উচ্চমাধ্যমিক, সনাতক, ডিপ্লোমা এবং পেশাগত কোষের পাটরত শিক্ষার্থীরাই এই প্রকল্পের আত্মায় আসতে পারবেন।
২) শিক্ষার্থীদেরকে উচ্চগতি সম্পন্ন ল্যাপটপ দেওয়া হবে আর এই ল্যাপটপটিতে লোড থাকবে(Education Software & Digital tools) শিক্ষামূলক সফটওয়্যার এবং ডিজিটাল টুলস।
৩) নির্দিষ্ট নোডাল সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদেরক ল্যাপটপ বিতরণ করা হবে।
৪) সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে খরচের জন্য অর্থ বহন করবে।

WB SAIN BLOG Google News
WB SAIN BLOG Google News

এক ছাত্র এক ল্যাপটপ প্রকল্প পাওয়ার শর্ত বা যোগ্যতা / one student one laptop Yojana 2024

এক ছাত্র এক ল্যাপটপ প্রকল্পের সুবিধা সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র পাবেন যাদের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তগুলি পূরণ হবে। শিক্ষার্থীদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নিম্ন লিখিত শর্ত গুলি মানতে হবে :-

১) আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
২) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ্য থেকে 3.5 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
৩) শিক্ষার্থীকে AICTE অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজে উচ্চমধ্যমিক, সনাতক, ডিপ্লোমা বা পেশাগত কোষে ভর্তি হতে হবে।
৪) এর পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমীর রেকর্ডও ভালো থাকা বাঞ্ছনীয়।
৫) ST/SC/PWD/OBC প্রার্থীরাও এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট Free Laptop Yojana 2025

Free Laptop Yojana 2005 : এক ছাত্র এক ল্যাপটপ প্রকল্পে আবেদনের জন্য শিক্ষার্থীদেরকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি জমা করতে হবে সেগুলি হল:-

১) ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ রেজাল্টের কপি এবং সার্টিফিকেট কপি।
২) পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৩ বাসিন্দার প্রমাণপত্রের কপি।

ফ্রি ল্যাপটপের জন্য কিভাবে আবেদন করবেন? Free Laptop Yojana 2024

এক ছাত্র এক টপ প্রকল্পে বিনামূল্যে ল্যাপটপ (Free Laptop) পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদের (AICTE) অফিসিয়াল পোর্টাল ভিজিট কোরতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের জন্য https://www.aicte-india.org/ এই লিংকে ক্লিক করুন।

১) অনলাইন আবেদনের জন্য সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদের অফিসিয়াল এই https://www.aicte-india.org/ ওয়েবসাইটটিতে আসতে হবে।
২) এরপর মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
৩) একাউন্ট তৈরি হয়ে গেলে ফরম ফিলাপ করার জন্য নিজের নাম, ঠিকানা, পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা সহ ফর্ম এর সমস্ত তথ্য ফিলাপ করতে হবে।
৪) আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র গুলি স্কেন করে আপলোড করার পরে সমস্ত তথ্য পুনরায় যাচাই করার পরে সাবমিট করতে হবে।

এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ল্যাপটপ নিয়ে যেমন অনলাইন ক্লাস করতে পারবেন তেমনি সহজেই তারা অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন। এবং প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি পাওয়ার সাথেই এই প্রকল্পের উপভোক্তাদের কর্মসংস্থানের বৃদ্ধি পাবে।

•🔥🔥🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥🔥🔥🔥

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG