WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Free Ration Card Benefit July 2023 : রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় সুখবর, রেশনে খাদ্য সামগ্রীকে সঙ্গে মিলবে সর্ষের তেল।

 

Free Ration Card Benefit July 2023 রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় সুখবর, রেশনে খাদ্য সামগ্রীকে সঙ্গে মিলবে সর্ষের তেল

 

Free Ration Card Benefit July 2023 : রেশন কার্ড ছাড়া পাওয়া যাবে না রেশন। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মিলিত উদ্যোগে চলতি বছরে রেশনের খাদ্য সামগ্রিক প্রদানের বিরাট পরিবর্তন এসেছে। রেশনের খাদ্য সামগ্রিক সরবরাহ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে। আপনাদের রেশন কার্ডে যদি কোন ভুল ত্রুটি থাকে, তা শীঘ্রই ঠিক করতে অনুরোধ করা হচ্ছে রেশন কার্ড হোল্ডারদের।

 

বর্তমানে বিনামূল্যে রেশন প্রদানের সুবিধা উপলব্ধ রয়েছে। আগামী এক বছরের জন্য এই সুবিধা পাবেন সাধারণ মানুষ। সম্প্রতি মুখ্যমন্ত্রী রেশন কার্ড হোল্ডারদের জন্য বড়োসড় সুবিধা প্রদান নিয়ে ঘোষণা করলেন। Free Ration Card Benefit July 2023  

 

কি সেই সুবিধা ? What are those benefits ? Free Ration Card Benefit July 2023

 

রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় সুখবর। এবার থেকে রেশনে চাল, গম, আটা, চিনি, ও বিভিন্ন খাদ্য সামগ্রিক প্রদানের পাশাপাশি কম দামে মিলবে সর্ষের তেল। রেশনে প্রতি লিটার সরষের তেলে কতটা খরচ করতে হবে চলুন প্রতিবেদনটি দেখে নেওয়া যাক! Free Ration Card Benefit July 2023

 

✅ আরও পড়ুন:  Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!

রেশনে কি কি সুবিধা পাবেন দেখুন? See what benefits you will get in the ration

 

রাজ্যে রেশন কার্ড হোল্ডাররা এবার থেকে কম দামে পাবেন সর্ষের তেল। তবে পশ্চিমবঙ্গে নয়, হিমাচল প্রদেশের রেশন কার্ড হোল্ডাররা পাবেন এই সুবিধা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু গত শুক্রবার রাজ্যের রেশন কার্ডধারীদের কম দামে সর্ষের তেল প্রদানের বিষয়ে ঘোষণা করেছেন। will-get-mustared-oil-on-ration-card ওই রাজ্যের রেশন কার্ড ধারীদের সরকারি রেশন কেন্দ্রগুলিতে এবার থেকে সর্ষের তেল কিনতে হবে ( লিটার প্রতি ) ১১০ টাকা খরচ করে।

 

✅ আরও পড়ুন:   Ration Card Correction : বিনামূল্যে রেশন দ্রব্য পেতে বাড়িতে বসেই মাত্র ৫ মিনিটে রেশন কার্ডের তথ্য সংশোধন করে ফেলুন!

 

হিমাচল প্রদেশে কংগ্রেস সরকার গঠনের পর থেকেই ডিএ, ওল্ড পেনশন স্কিম ইত্যাদির ক্ষেত্রে একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে রাজ্য সরকারের তরফে জারি করা তথ্য অনুসারে, রাজ্যে মোট ১৯,৭৪,৭৯০ জন রেশন কার্ডধারি রয়েছেন ও ৫,১৯৭ টি রেশন কেন্দ্র থেকে খাদ্য সাময়িক সরবরাহ করা হয়। পূর্বের রাজ্য সরকার ২০ টাকা ভর্তুকি দিত। বর্তমান সরকার তেলের ভর্তুকিতে ১০ টাকা কমানো হয়েছে। যাইহোক তবে সেখানকার রেশন কার্ড হোল্ডাররা ৩৭ টাকা কমে সরষের তেল কিনতে পারবেন। Free Ration Card Benefit July 2023

 

পশ্চিমবঙ্গে রেশন কার্ড হোল্ডাররা রেশনে কি কি সুবিধা পাবেন? What benefits will ration card holders get in West Bengal

 

আগামী জুলাই মাসে রেশনের খাদ্য সামগ্রী সরবরাহ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, খাদ্য দপ্তর এর পক্ষ থেকে। কেন্দ্রী ও রাজ্যের খাদ্য সরবরাহ বন্টনের নতুন আইন মে মাস থেকে লাগু হয়ে গিয়েছে। খাদ্য দপ্তর নতুন নির্দেশিকা অনুযায়ী সামনের মাসে অর্থাৎ জুলাই মাসে কত মাল পাবেন তা নিয়ে আজকের এই প্রতিবেদন।Free Ration Card Benefit July 2023

 

রাজ্য ও কেন্দ্রের খাদ্য দপ্তরের নতুন নতুন নির্দেশিকা অনুযায়ী সামনের মাসে কোন রেশন কার্ডে কত মাল পাবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো। জুলাই মাসে নতুন আপডেট অনুযায়ী চাল, গম, আটা, ছোলা, তেল ও চিনি কোন রেশন কার্ডে কত পরিমান পাবেন? Free Ration Card Benefit July 2023

 

Free Ration Benefit July 2023 : জুলাই মাসের ফ্রি রেশনের তালিকা!

 

আগে তুলনা এবার ফ্রি রেশনের পরিমাণ কমেছে অনেক। এই রাজ্যে মোট পাঁচ রকম রেশন কার্ড রয়েছে। ২০২৩ সালের মে মাসে রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ AAY, PHH. SPHH, RKSY-1, ও RKSY-2 ক্যাটাগরির রেশন কার্ডে বিনামূল্যে রেশন দ্রব্যের পরিমাণের তালিকা নিচে দেওয়া হয়েছে। Free Ration Benefit Jun 2023

 

১) AAY (অন্তদয় অন্ন্য যোজনার রেশন কার্ড), ফ্রি রেশনের পরিমাণ!

 

এই রেশন কার্ডে চাল পাবেন ২১ কেজি, পরিবার পিছু একদম বিনামূল্যে। এবং গম পাবেন ১৪ কেজি পরিবার পিছু একদম বিনামূল্যে অথবা গমের পরিবর্তে যদি আটা নেন, তাহলে পুষ্টিযুক্ত আটা পাবেন ১৩ কেজি ৩০০ গ্রাম পরিবার পিছু একদম বিনামূল্যে। সঙ্গে ১ কেজি করে চিনি পাবেন প্রতি পরিবার পিছু এবং যার মূল্য দিতে হবে ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে। এই AAY রেশন কার্ডে পরিবারের যতই লোক থাকুক না কেন পরিবার কিছু একই পরিমাণ রেশন দ্রব্য পাবেন এই রেশন কার্ডে। Free Ration Benefit May 2023

 

২) PHH (অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড), ফ্রি রেশন এর পরিমাণ!

 

এই রেশন কার্ডে চাল পাবেন ৩ কেজি মাথাপিছু বা কার্ড কিছু একদম বিনামূল্যে। এবং গম পাবেন ২ কেজি মাথাপিছু বা কার্ড পিছু একদম বিনামূল্যে। অথবা পুষ্টিযুক্ত আটা পাবেন ১ কেজি ৯০০ গ্রাম করে কার্ড পতি বা মাথা পিছু একদম বিনামূল্যে। যেহেতু PHH রেশন কার্ডে রেশন দ্রব্য পাওয়া যায় কার্ড কিছু বা মাথাপিছু, তাই আপনার পরিবারের সদস্যের সংখ্যা বেশি হলে বেশি পরিমাণ রেশনে খাদ্য দ্রব্য পাবেন। Free Ration Benefit May 2023

 

৩) SPHH (বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড), ফ্রি রেশনের পরিমাণ!

 

এই রেশন কার্ডে চাল পাবেন ৩ কেজি মাথাপিছু বা কার্ড কিছু একদম বিনামূল্যে। এবং গম পাবেন ২ কেজি মাথাপিছু বা কার্ড পিছু একদম বিনামূল্যে। অথবা পুষ্টিযুক্ত আটা পাবেন ১ কেজি ৯০০ গ্রাম করে কার্ড পতি বা মাথা পিছু একদম বিনামূল্যে। যেহেতু PHH রেশন কার্ডে রেশন দ্রব্য পাওয়া যায় কার্ড কিছু বা মাথাপিছু, তাই আপনার পরিবারের সদস্যের সংখ্যা বেশি হলে বেশি পরিমাণ রেশনে খাদ্য দ্রব্য পাবেন।SPHH ক্যাটাগরি ও PHH ক্যাটাগরি রেশন কার্ডে একই পরিমাণে রেশন দ্রব্য পাওয়া যায়। Free Ration Benefit May 2023

 

৪) RKSY-1 ( রাজ্য সুরক্ষা যোজনা ওয়ান ), ফ্রি রেশন এর পরিমাণ!

 

যদি আপনার কাছে RKSY-1 ক্যাটাগরির রেশন কার্ড থাকে, তাহলে পুষ্টি যুক্ত চাল পাবেন ৫ কেজি করে কার্ড প্রতি বা মাথাপিছু, একদম বিনামূল্যে। Free Ration Benefit May 2023

৫) RKSY-২ ( রাজ্য সুরক্ষা যোজনা টু ), ফ্রি রেশন এর পরিমাণ! Free Ration Benefit May 2023
যদি আপনার কাছে RKSY-2 ক্যাটাগরির রেশন কার্ড থাকে, তাহলে পুষ্টি যুক্ত চাল পাবেন ২ কেজি করে কার্ড পিছু বা মাথাপিছু, একদম বিনামূল্যে।

 

• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন

 

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 ২০০০ টাকার নোট বদলের জন্য প্যান কার্ড না আধার কার্ড লাগবে? জেনে রাখুন ব্যাংকে যাওয়ার আগেই!PAN card or Aadhaar card required to exchange 2000 rupee notes

 

👉  প্রত্যেক ব্যক্তিকে নারায়ণ ভান্ডার প্রকল্পে ২০০০ টাকা করে দেবে সরকার! Narayan Bhandar scheme West Bengal 2023

 

👉  Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?

 

👉  জুন মাসে কোন রেশন কার্ডে কতটা রেশনের খাদ্য সামগ্রী পাবেন? এইমাত্র রেশনের গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো! Free Ration Card Benefit June 2023

LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG