দেশের বৃহত্তম ব্যাংক (RBI) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত ২৩ মে নির্দেশ দিয়েছেন। exchange 2000 rupee notes 2000 টাকার নোট গোটা দেশজুড়ে বন্ধ হতে চলেছে। 2000 টাকার যে সব নোট বাজারের চলছে বা গ্রাহকদের কাছে গঠিত আছে তা ব্যাংকে গিয়ে বদলে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে।আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো ব্যাংকে গিয়ে এই 2000 টাকার নোট বদল করা যাবে। অর্থাৎ RBI এই 2000 টাকার নোট বদরের জন্য গ্রাহকদের প্রায় চার মাসেরও বেশি সময় দিয়েছে । নোট বদলের কাজ এখন দেশের সমস্ত ব্যাংকেই চলছে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI ওরফে দীর্ঘ চার মাস সময় দেওয়ার ফলে বর্তমান ব্যাংকগুলোতে 2000 টাকার নোট বদলের জন্য খুব একটা ভিড় দেখা যায় না। Exchange of 2000 rupee notes
✅ আরও পড়ুন: প্রত্যেক ব্যক্তিকে নারায়ণ ভান্ডার প্রকল্পে ২০০০ টাকা করে দেবে সরকার! Narayan Bhandar scheme West Bengal 2023
কিভাবে 2000 টাকার নোট জমা করবেন? How to deposit 2000 rupee notes. exchange 2000 rupee notes
Exchange of 2000 rupee notes দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে, গ্রাহকেরা কোনরকম আইডি প্রুফ ও ফর্ম পূরণ ছাড়াই ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে 2000 টাকার নোট পরিবর্তন করতে পারেন।
২০০০ টাকার নোট দিনে কত জমা করা যাবে? How many 2000 rupee notes can be deposited in a day
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI এর নির্দেশ মোতাবেক যেকোনো ব্যক্তি নির্ধারিত সময়ে অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে দেশের যেকোন ব্যাংকে যেকোনো শাখায় গিয়ে 2000 টাকার নোট পরিবর্তন করতে পারবেন। তবে শাখা ব্যাংকের ক্ষেত্রে লিমিটেশন সেট করা রয়েছে। এখানে একজন গ্রাহক একবারে মাত্র 20,000 টাকা অর্থাৎ 10টি নোট বদলাতে পারবেন। exchange 2000 rupee notes
২০০০ টাকার নোট কিভাবে সীমা ছাড়া জমা করবেন? How to deposit 2000 rupee notes without limit
কোন ব্যক্তি চাইলে ব্যাংক শাখায় গিয়ে নোট বদল নাও করতে পারেন সে ক্ষেত্রে ওই ব্যক্তির যে ব্যাংক একাউন্ট আছে সেই ব্যাংক একাউন্টে টাকা ফেলে দিতে হবে তাকে। এখানে অবশ্য টাকা পরিবর্তনের জন্য কোন সীমা রাখা হয়নি। exchange 2000 rupee notes ব্যাংকিং নিয়ম অনুযায়ী গ্রাহক যদি 50,000 টাকা বেশি জমা করতে চান সেক্ষেত্রে ব্যাংকের নিয়ম অনুযায়ী প্যান কার্ড ও আধার কার্ড দেখানো বাধ্যতামূলক।
✅ আরও পড়ুন: Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI এর তরফে কি নির্দেশ রয়েছে? What are the instructions from Reserve Bank of India or RBI
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে exchange 2000 rupee notes নোট বদলানোর প্রসঙ্গে সমস্ত ব্যাংক গুলোকে বিশেষ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গ্রাহকেরা টাকা বদলাতে এসে কোন ধরনের সমস্যায় না পড়েন। এমনকি চোরা গরমে নোট বিনিময় করতে আসা সমস্ত গ্রাহকদের জন্য ব্যাংক গুলিকে জলের ব্যবস্থা করতে বলা হয়েছে। এর সাথে সাথে প্রবীণ ও বিশেষভাবে অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও ব্যাংক গুলিকে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কি বলেছেন? What did the Governor of the Reserve Bank of India say
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তি কান্ত দাস নোট বদলানোর প্রসঙ্গে গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়েছেন গ্রাহকেরা ধীরে সুস্থে ব্যাংকে গিয়ে যাতে নোট বদলাতে পারেন। exchange 2000 rupee notes সেই জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। তাই গ্রাহকদের চিন্তা করার কোন কারণ নেই। তিনি বলেন ও কারণে তাড়াহুড়ো করার কোন প্রয়োজন নেই। গ্রাহকদের হাতে এখনো চার মাস সময় রয়েছে, এর মধ্যেই গ্রাহকেরা তাদের গচ্ছিত টাকা ব্যাংকে গিয়ে পরিবর্তন করে নেবেন। এটা নিয়ে কোন আতঙ্কিত হওয়ার দরকার নেই। কোন প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে ২০০০ টাকার নোট ফেরানোর উচিত নয়। ২০০০ টাকার নোট বৈধতা আছে আপনাদের চিন্তার কোন কারণ নেই। তাই আশঙ্কার কোনো কারণ নেই।
✅ আরও দেখুন: Ration Card | Ration System Change 2023 | March Month free ration new update 2023 | pmgkay
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 জুন মাসে কোন রেশন কার্ডে কতটা রেশনের খাদ্য সামগ্রী পাবেন? এইমাত্র রেশনের গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো! Free Ration Card Benefit June 2023
👉 Aadhar Card update: এই তারিখের মধ্যে করতে হবে আপডেট! না হলে আধার কার্ডে লাগবে নতুন চার্জ ।