Cast Certificate Cancel : কাস্ট সার্টিফিকেট তথা জাতিগত সংশয়পত্র নিয়ে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় ঘোষণা। তৃণমূল কংগ্রেসের জামানার প্রায় ৫ লক্ষ ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিলের ঘোষণা। তবে কি অনগ্রসররা চাকরিতে আর সংরক্ষণ পাবেন না। আর ইতিমধ্যেই যারা সংরক্ষণ নিয়ে চাকরি পেয়েছেন বা অন্যান্য সুবিধা পেয়েছেন, এইসব ক্ষেত্রে কি হবে এবং সংরক্ষণ কাদের বাতিল হয়েছে? রাজ্য সরকার এ ব্যাপারে কি জানিয়েছেন, সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে।
Cast Certificate Cancel 2024
পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অনগ্রসর শ্রেণীভুক্তদের সুবিধার্থে ওবিসি কাস্ট সার্টিফিকেট (OBC Cast Certificate) আগেই চালু করেছিলেন। সরকারের তরফে অন্যান্য অনগ্রসদের সংরক্ষণের স্বার্থে যে সংশয় পত্র দেওয়া হয় তাকেই বলে ওবিসি কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেটের মূল্য অপরিসীম। অনগ্রসররা এই সার্টিফিকেটের মাধ্যমে পেয়ে থাকেন বিশেষ সুযোগ সুবিধা। চাকরি বা অন্যান্য ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ পান তারা। আর এবার কলকাতা হাইকোর্ট সেই ওবিসি কার্ড সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত জানালো। প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। বিশেষ করে যে সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেট তৃণমূল শাসনকালে ইস্যু হয়েছিল, সরাসরি সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটেকে বাতিল করা হয়েছে। এদিন এমনই এক সিদ্ধান্ত জানিয়েছেন উচ্চ আদালত।
✅👉 আরো পড়ুন » LPG Gas বিনামূল বছরে দশটি করে রান্নার গ্যাস দেবে তৃণমূল সরকার! কারা কারা এই সুবিধা পাবেন?
৫ লক্ষ ওবিসি কাস্ট সার্টিফিকেট কেন বাতিল করা হল? / 5 lakh OBC cast certificates cancelled
কলকাতা হাইকোর্টের তরফে এদিন বুধবার বিপুল সংখ্যক ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিল করা হল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্না এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তী মিলে প্রায় 5 লক্ষ ওবিসি কার্ড সার্টিফিকেট বাতিলের রায় দিয়েছেন। কলকাতা হাইকোর্টের এই রায়ের পরেই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন এত সংখ্যক ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিল করল উচ্চ আদালত। হাইকোর্টের তরফে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।
তৃণমূলের জামানায় অর্থাৎ ২০১০ সালের পর থেকে জারি হওয়া ওবিসি কাস্ট সার্টিফিকেটগুলি সঠিক আইন মেনে তৈরি হয়নি। তাই যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ২০১০ সালের পর ইস্যু হয়েছে সরাসরি সেগুলি বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। যার মধ্যে বাতিল তালিকায় না উঠেছে প্রায় পাঁচ লক্ষ প্রার্থীর সার্টিফিকেট।
উচ্চ আদালতের এই রায়ের ফলে চারিদিকে শোরগোল পড়ে যায় কলকাতা হাইকোর্ট চত্বরে। এদিন ২০১২ সালের মামলার রায় ঘোষণা করেছেন কলকাতা হাইকোর্ট।ঔ এদিন মামলাকারীদের আইনজীবীরা জানিয়েছেন, ২০১০ সালে একটি অন্তবর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গের অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করে বামফ্রন্ট সরকার। এই অনগ্রসর শ্রেণীর নাম দেওয়া হয়েছিল ওবিসি এ। তবে তার পরের বছরই অর্থাৎ 2011 সালে নাগাদ বাংলায় ক্ষমতায় আছেন তৃণমূল সরকার। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কোন চূড়ান্ত রিপোর্ট ছাড়াই এই তালিকা নির্মাণ করেছিলেন এবং এই বিষয়ে আইন প্রণয়ন করেছিলেন। এর ফল স্বরূপ ২০১২ সালে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় উচ্চ আদালতে।
উচ্চ আদালতে মামলা কারীদের দাবি ছিল, যেন অবিলম্বে এই আইন খারিজ করা হয়। তৃণমূল কংগ্রেস সরকারের কর্তৃক জারি হওয়া এই আইনকে 1993 সালের ওয়েস্ট বেঙ্গল বেকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশন আইনের পরিপন্থী বলেও ঘোষণা করেছিলেন তারা। সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর গুলি সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে এই আইনের ফলে মন্তব্য ছিল মামলাকারীদের। ওবিসি আইনকে তাই বাতিল করার জন্য আবেদন করেছিলেন তারা। মামলা দায়ের হওয়ার ১২ বছর পর অর্থাৎ প্রায় এক যুগ পরে ২০২৪ সালের ২২ মে মামলা কারীদের অভিযোগ তাৎপর্য পূর্ণ মনে করে তৃণমূল জামানায় জারি হওয়া সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেট এক হরফ নামায় বাতিল করে দিলেন কলকাতা উচ্চ আদালত। হাইকোর্টের এই সিদ্ধান্তর ফলে চিন্তায় ওবিসি প্রার্থীরা।
বামফ্রন্ট সরকারকে সরিয়ে ২০১০ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেস সরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কাউন্টার করেছেন। সরাসরি তিনি বলেছেন, এই রায় মারেন না। অর্থাৎ কলকাতার উচ্চ আদালতে প্রায় যে ৫ লক্ষ ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে সেই রায় মানে না বলে সরাসরি মন্তব্য করেছেন। তিনি বিরোধী দলকে সরাসরি টার্গেট করেছেন এই ঘটনা প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী টার্গেট পদ্ম শিবিরে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন খরদার জনসভা থেকে বলেন, মানিনা এই রায়। একজন বিচারপতিকে দিয়ে এটা করানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন ওবিসি সংরক্ষণ মন্ত্রিসভায় অনুমোদন পাস হয়েছে। অতএব এটি একটি আইন। এভাবে সেই আইন বাতিল করা যায় না। বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা থেকে জোর গলায় বলেন পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ চলছে চলবে। এই সংরক্ষণ দেওয়া হয়েছে সংবিধানের পরিকাঠামো থেকে।
চাকরি যারা পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে?
কলকাতা হাইকোর্টের ঐদিন রায়ের পরেই আরো একটি বিষয় মাথা চাড়া দিয়ে উঠেছে। যারা ওবিসি কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পেয়ে গিয়েছেন বা যারা সুযোগ-সুবিধা নিয়ে এসেছেন তাদের উপর কি রায়ের প্রভাব পড়বে? কলকাতা হাই কোর্ড সংশ্লিষ্ট অফিসের বিবৃতি দিয়েছেন আদালতের তরফে জানানো হয়েছে যারা বর্তমানে চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন বা চাকরি পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রভাব ফেলবে না। তবে বাকিরা নতুন করে তাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন না।
ওবিসি কাস্ট সার্টিফিকেট নির্ধারণ এবার থেকে কিভাবে হবে? / OBC Cast Certificate
OBC Cast Certificate : কলকাতার উচ্চ আদালতের তরফে জানানো হয়েছে ৫ লক্ষ ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিল হলো ঠিকই তবে এবার থেকে কারা ওবিসি কাস্ট সার্টিফিকেট পাবেন তা নির্ধারণ হবে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসারে, আইন মেনে। ওয়েস্টবেঙ্গল ওয়াকাপ ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে নির্ধারণ করতে হবে ওবিসিদের তালিকা। তারপর সেই তালিকা পৌঁছাবে রাজ্যের আইনসভা বা বিধানসভায়। শেষমেষ বিধানসভায় যাদের নাম অনুমোদন করবে তারাই রাজ্যের ওবিসি কাস্ট সার্টিফিকেট হিসাবে গণ্য হবেন। নির্দিষ্ট আইন মেনে এক সার্টিফিকেট পাবেন তারা।
✅👉 আরো পড়ুন » PM Kisan KYC 2024 – বাংলার কৃষকেরা এই কাজ করলেই অ্যাকাউন্টে ঢুক ₹ ২০০০ টাকা।
অবশেষে ওবিসি মামলার কেসের অর্ডার প্রকাশ করল কলকাতার উচ্চ আদালত। যেখানে ৩৭ টি পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই রায়টি WPO 60 of 2011 মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। সর্বমোট ২১১ পাতার মামলার রায়। যার মধ্যে ১৩৩ থেকে ১৪৯ পাতার মধ্যে ওবিসি সার্টিফিকেট বাতিলের লিস্ট রয়েছে। বিভিন্ন অনগ্রসর শ্রেণীর সুবিধা কবিদের জাতি সংরক্ষণের বিভিন্ন সুবিধা দিতেই দেওয়া হয় কাস্ট সার্টিফিকেট। তবে তৃণমূল জামানার ২০১০ সালের পর থেকেই শুরু হওয়া সমস্ত ওবিসি কাস্টের সার্টিফিকেট বাতিল ঘোষণা করলেন কলকাতা হাইকোর্ট। কলকাতা উচ্চ আদালতের মতে শুধুমাত্র ওবিসি কাস্ট সার্টিফিকেট যথাযথ নিয়ম মেনে বানানো হয়নি।
৩৭ টি জনগোষ্ঠীর ওবিসি সুবিধা বাতিল! / OBC Cast Certificate Cancel
OBC Cast Certificate Cancel : এক কোথায় উচ্চ আদালত মনে করেন রাজ্য সরকার সঠিক পদ্ধতি অনুসরণ না করেই 42 টা গোষ্ঠীকে বিশেষ করে এত বেশি সংখ্যক মুসলিম সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট প্রদান করেছে। যেটা আইনের চোখে ঠিক না।
- পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ৭৭ টি পিছিয়ে থাকা মুসলিম সম্প্রদায়কে ওবিসি হিসেবে ঘোষণা করেছিলেন।
- সরকারের উদ্দেশ্যে আদালত বলেছেন, ধর্মের ভিত্তিতে সুবিধা দেওয়া, কিন্তু তারা ওবিসি এর আওতায় আনার কথা বলে গোপন করার চেষ্টা করেছিলেন।
OBC certificate cancel cash full details update
Citation | 2024 Live Law (Cal) 129 |
Case | WPO 60 of 2011 |
Case No | Mal Chandra Das – Versus – The State of West Bengal and Others |
Final Order 211 Pages 22.05.2024 | Click here to Download 133-149 Page Canceled List |
রাজ্য এবং কেন্দ্রের নতুন ওবিসি তালিকার লিস্ট ২০২৪?
কলকাতা উচ্চ আদালতের এই রায়ের ফলে পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটি বড় ধাক্কা। নতুন তালিকা অনুসারে রাজ্য সরকার এখন নীতিমালা প্রণয়ন করবেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত ওবিসি প্রার্থীদের ও শিক্ষার্থীদের অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হবে।
OBC list 2014 state and Central Govt PDF
তালিকা | বিবরণ | পিডিএফ লিস্ট |
---|---|---|
List of others record class OBC category wise Recognized by Govt of West Bengal | পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্তৃক যুক্ত করা সহ বিভিন্ন সম্প্রদায়ের সংসদের অন্তর্ভুক্ত | Download |
List of other Backward Classes Recognized by Govt of India | কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত সম্প্রদায়ের সদস্যদের অন্তর্ভুক্ত কেবলমাত্র | Download |
যারা যারা বাদ গেলেন তারা কোন কোন সুবিধা পাবেন না?
- শিক্ষা : ওবিসি শিক্ষার্থীরা যারা পরবর্তী তালিকায় ছিলেন নতুন তালিকা অনুযায়ী এখন তারা স্কুল কলেজে ভর্তির জন্য ওবিসি কোটার সুবিধা পাবেন না।
- চাকরি : নতুন তালিকা অনুযায়ী ওবিসি চাকরি প্রার্থীরা, যারা তালিকাভুক্ত নন তারা সরকারি চাকরিতে ওবিসি কোটার আবেদন করতে পারবেন না।
এই ব্যাপারে আদালত কি বলেছেন?
জনসাধারণকে ওবিসি তালিকা দেখানোর জন্য সরকারি গেজেট প্রকাশ করা দরকার ছিল। কিন্তু তা করা হয়নি এক্ষেত্রে। এটা আসলে গণতন্ত্র এবং সংবিধানের পরিপন্থী। কারণ সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সবারই সমান অধিকার থাকা উচিত।
🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅