WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Masked Aadhaar Card 2024 -বিপদ থেকে বাঁচাবে এই মাস্ক আধার! কিভাবে পাবেন আপনারা কার্ড?

Masked Aadhaar Card -বিপদ থেকে বাঁচাবে এই মাস্ক আধার! কিভাবে পাবেন আপনারা কার্ড? WB SAIN BLOG

Masked Aadhaar Card : বর্তমানে আঁধার কার্ড আমাদের একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। স্কুল কলেজে ভর্তি থেকে, সম্প্রতি কেনাবেচা, ডাইভিং লাইসেন্স, ব্যাংক একাউন্ট খোলা, ও প্যান কার্ড পাওয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধারের কার্ডের প্রয়োজন। আধার কার্ডের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রতারণার ঘটনাও বাড়তে শুরু করেছে। আধার কার্ড সংক্রান্ত আজকাল নানান জ্বালিয়াতির খবর প্রায়শই শোনা যায়। অনেকেই আধার কার্ডের তথ্য চুরি করে ব্যাংক থেকে অর্থ লোপাটের চেষ্টা করে।

Masked Aadhaar Card 2024

সাম্প্রতিক আঁধার কেন্দ্রিক জালিয়াতির ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। এই জালিয়াতি বন্ধ করতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ( UIDAI), মুখোশযুক্ত আধার ( Masked Aadhaar Card) চালু করেছে। এখানে আধার নম্বরে নির্দিষ্ট সংখ্যাগুলি মুখোশযুক্ত আঁধারের নিচে তথ্য গোপন থাকে। এর ফলে এটি আপনার বিবরণ চুরি হওয়ার ঝুঁকি কমায়। তো চলুন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক Masked Aadhaar Card বা মুখোশযুক্ত আঁধার কি?

Masked Aadhaar Card বা মুখোশযুক্ত আঁধার কি?

আধার কার্ডে 12 সংখ্যার একটি নাম্বার থাকে। আধার কার্ডের সেই নম্বরকে আড়াল করে দেওয়া হয় এখানে। অর্থাৎ আধার নম্বরের প্রথম ৮টি সংখ্যা লুকানো থাকে যেখানে শুধুমাত্র শেষের ৪টি সংখ্যা দেখা যায়। বাকি ৮ টি নম্বরে জায়গায় XXXX XXXX 1234 এইভাবে লেখা থাকে। এই মুখোশযুক্ত আঁধার হল আধার কার্ডের এমন একটি বৈশিষ্ট্য যা ভারত সরকারের অধীনে Unique Identification Authority of India দ্বারা জারি করা এক নতুন আধার ফিচার। এটি আধারের তথ্যকে আরো নিরাপত্তা দেবে। Masked Aadhaar Card বা মুখোশযুক্ত আঁধার নম্বরে নির্দিষ্ট সংখ্যাগুলি লুকানো থাকে। এটি নাম জন্মতারিখ ফটোগ্রাফ কিউআর কোড এর মত গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছাড়া বাকি তথ্য ঢেকে দেয়।

Masked Aadhaar Card বা মুখোশযুক্ত আঁধার কোথায় ব্যবহার করতে পারবেন?

মাস্ক আঁধারের মাধ্যমে দেশের নাগরিকরা নিজের আধার নম্বর গোপন রেখে প্রয়োজনীয় সব কাজ করতে পারবেন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ( UIDAI) নির্দেশ অনুসারে মাস্ক আধার কার্ডের মাধ্যমে আপনি সমস্ত অফিশিয়াল কাজ করতে পারবেন। এই ধরনের আধার কার্ডের সুবিধা হল, আপনার ১২ সংখ্যার আধার নম্বরের শেষ ৪টি সংখ্যা কেবল দেখতে পাবেন। প্রথমের আটটি সংখ্যা X চিহ্ন দিয়ে ঢেকে রাখা থাকে। উদাহরণস্বরূপ XXXX XXXX 1234
শুধুমাত্র সেই সমস্ত প্রতিষ্ঠান যারা লাইসেন্স প্রাপ্ত তারাই আপনার আধার কার্ডের বিবরণ বা আধার কার্ড রাখতে পারবেন। তারমানে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান আপনার আধান নম্বর সংগ্রহ করতে পারবে না।

Masked Aadhaar Card বা মুখোশযুক্ত আধার কিভাবে পাবেন? / how to download masked aadhaar card online

1) Masked Aadhaar বা মুখোশযুক্ত আঁধার পাওয়ার জন্য প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল https://uidai.gov.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

2) এরপর My Aadhaar সেকশন থেকে Download Aadhaar অপশনে ক্লিক করলেই আধার ডাউনলোড নতুন একটি পেজ খুলবে। এবং Login অপশনে ক্লিক করলেই আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখানে আধার নম্বর ও ক্যাপচার দিয়ে Send OTP ক্লিক করলেই আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি OTP যাবে সেই OTP এখানে দিয়ে লগইন করতে হবে।

3) লগইন করলেই আপনার সামনে অনেকগুলি অপশন আসবে, সেখান থেকে ডাউনলোড আধার অপশনটিতে ক্লিক করতে হবে। আপনার সামনে একটি নতুন পেজে ওপেন হবে সেখানে আপনার Name, Date of Birth, Gender ,Address ও Photo থাকবে। এবং তার উপরের দিকে দেখতে পাবেন একটি চেক বক্স দেওয়া আছে। সেই চেক বক্সে চেক দিয়ে ডাউনলোড অপশন এ ক্লিক করলেই আপনার মাস্ক আধার কার্ডটি PDF ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। PDF পাসওয়ার্ড দেওয়া থাকবে যা আপনার নামের প্রথম চারটি সংখ্যা ও জন্মের সাল দিলেই খুলে যাবে। UIDAI Masked Aadhaar Card Download

•🔥🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥🔥

✅🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 🔥✅

✅   Online Shopping Best Website

✅  অনলাইনে পণ্য কেনাকাটার জন্য সেরা ওয়েবসাইট

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG