WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Shahrukh Khan scholarship: বার্ষিক ১ কোটি ২৩ লক্ষ টাকার স্কলারশিপ! শাহরুখ খান স্কলারশিপ এ আবেদন করুন এবং আবেদনের পদ্ধতি জানুন?

Shahrukh Khan scholarship বার্ষিক ১ কোটি ২৩ লক্ষ টাকার স্কলারশিপ! শাহরুখ খান স্কলারশিপ এ আবেদন করুন এবং আবেদনের পদ্ধতি জানুন

Shahrukh Khan scholarship দেশের শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর। শিক্ষার্থীরা এই স্কলারশিপটি আবেদন করলেই বাৎসরিক সর্বোচ্চ ১ কোটি ২৩ লক্ষ টাকার পর্যন্ত বৃত্তি পেয়ে যাবেন এই শাহরুখ খান স্কলারশিপে। এই শাহরুখ খান স্কলারশিপ এ আবেদনের জন্য কি রকম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বৃত্তির আবেদনের প্রক্রিয়া ও স্কলারশিপের ট্রেড লাইন সম্বন্ধে বিস্তারিত আলোচনা এবং স্কলারশিপ এর আবেদনের জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন? তাই নিয়েই আলোচনা আজকের এই প্রতিবেদনে। তাই আগ্রহী শিক্ষার্থীরা শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন!

 

সরকার ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ও গবেষণামূলক কাজে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকেন। বিশেষত দুঃস্থ যে সকল ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় ভালো বা মেধাবী পড়ুয়াদের সরকারি ও বেসরকারি বিভিন্ন স্কলারশিপের খোঁজ নিয়মিত দিয়ে থাকি আমরা। তাই আজ একটি অন্য ধরনের স্কলারশিপ নিয়ে আলোচনা করবো। তো চলুন এই স্কলারশিপের খুঁটিনাটি বিষয়গুলি জেনে নেওয়া যাক!Shahrukh Khan scholarship

 

✅ আরও পড়ুন:  Government alert on Ration Card : রেশন কার্ডে এই কাজটি করলেই মহাবিপদ! রেশন কার্ড থাকলে এখুনি হয়ে যান অ্যালারট!

 

° এই স্কলারশিপটির নাম কি ? What is the name of this scholarship

 

এই স্কলারশিপ টির নাম : Shahrukh Khan La Trobe University Ph.D Scholarship

 

° কোন সংস্থার তরফে এই বৃত্তি দেওয়া হয় ? Which organization gives this scholarship

এই শাহরুখ খান স্কলারশিপ (Shahrukh Khan scholarship) বৃত্তি টি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন এবং লা ট্রোব বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়া এর যৌথ সহায়তায় ২০১৯ সাল থেকে এই বৃত্তি প্রদান করা শুরু হয়েছে মেধাবী শিক্ষার্থীদের জন্য।

° এই বৃত্তি প্রদানের উদ্দেশ্য কি ? What is the purpose of this scholarship

ভারতের মেধাবী শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে অনুপ্রাণিত করি বিশ্বের প্রতিকার মূলক কর্মকাণ্ডে নিয়োজিত করা ও গুরুত্বপূর্ণ অবদান তৈরির জন্য ২০১৯ সাল থেকে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন এবং লা ট্রোব বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়া ( Indian Film Festival of Melbourne and La Trobe University) এর মিলিত প্রয়াসে এই বৃত্তি প্রদান প্রক্রিয়া শুরু হয়। Shahrukh Khan scholarship

✅ আরও পড়ুন:  Free Ration Card Benefit July 2023: রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় সুখবর, রেশনে খাদ্য সামগ্রীকে সঙ্গে মিলবে সর্ষের তেল।

 

° এই স্কলারশিপে কত টাকার বৃত্তি দেওয়া হয় ? How much money is given in this scholarship

এই (Shahrukh Khan scholarship) শাহরুখ খান স্কলারশিপে চার বছরের গবেষণা মূলক কোর্সের জন্য শিক্ষার্থীদের এই স্কলারশিপ দিয়ে থাকেন উক্ত যুগ্ন সংস্থা। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য সর্বোচ্চ ১ কোটি ২৩ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়।

 

শিক্ষার্থীদের গবেষণার বিষয়বস্তু কি ? What is the subject of student research

 

শিক্ষার্থীদের শাহরুখ খান স্কলারশিপ (Shahrukh Khan scholarship) পাওয়ার পরে বা নির্বাচিত শিক্ষার্থীকে নিচের আরটি বিষয়ের যেকোনো বিষয় গবেষণা করতে হবে।

বিষয়গুলি হলো:-

1. Soil Studies.
2. Methods of care.
3. Research on bacteria.
4. How to stay well in old age.
5. Role of soil in climate change.
6. Effects of drug and alcohol on youth.
7. Legs of children with down syndrome.
8. Commercial expansion of indian medicine throughout the world.

 

শাহরুখ খান স্কলারশিপের এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা! Shah Rukh Khan Scholarship Eligibility Requirements

 

১) শাহরুখ খান স্কলারশিপ আবেদন করার জন্য আবেদনকারী কে ভারতীয় হতে হবে।

২) পোস্ট গ্র্যাজুয়েশনে ন্যূনতম ৭০ % নম্বর পেয়ে পাশ করতে হবে।

৩) আবেদনকারী কে যেকোন শাখায় অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন কোন সম্পূর্ণ করতে হবে।

৪) কেবল মাত্র মহিলা প্রার্থীরাই এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।

শাহরুখ খান স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া ! Shahrukh Khan scholarship application process

 

শাহরুখ খান স্কলারশিপ (Shahrukh Khan scholarship) এ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা প্রথমে স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে expression of interest এ আবেদন করুন। এরপর নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যারা এই স্কলারশিপের জন্য নির্বাচিত হবেন তারা উপরে উল্লেখিত যেকোনো আরটি বিষয়ে গবেষণার সুযোগ পাবেন। এবং গবেষণার জন্য ছাত্রীদের অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় যেতে হবে।

Shahrukh Khan scholarship বার্ষিক ১ কোটি ২৩ লক্ষ টাকার স্কলারশিপ! শাহরুখ খান স্কলারশিপ এ আবেদন করুন এবং আবেদনের পদ্ধতি জানুন

 

নির্বাচিত শিক্ষার্থীদের জন্য চার বছরের কোর্স করাকালীন প্রার্থীদের জন্য হোস্টেল ফুডিং ও লজিং এর বন্দোবস্ত করবে উক্ত সংস্থা। এছাড়া অলওয়েজ মেডিকেল, রাউন্ড প্লেন টিকিটের এর সুবিধা মিলবে এই বৃত্তির জন্য নির্বাচিত হলে। তাই সময়মতো যোগ্য আগ্রহী প্রার্থীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন। Shahrukh Khan scholarship

ডেড লাইন

শাহরুখ খান স্কলারশিপের (Shahrukh Khan scholarship) আবেদন করার জন্য প্রতিবছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হয়। এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই স্কয়ারের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয় সংস্থার অফিসারী অক্সাইটে। এবং সেটা জুন জুলাই মাসে বৃত্তি প্রদান ও ঘোষণার কাজ শুরু হয়। শাহরুখ খান স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা ও বৃত্তি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে নীচে এই লিংকে ক্লিক করুন।

https://www.latrobe.edu.au/news/articles/2019/release/shah-rukh-khan-scholarship-at-la-trobe

✅ আরও দেখুন:

• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন

 

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉  Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!

👉  ২০০০ টাকার নোট বদলের জন্য প্যান কার্ড না আধার কার্ড লাগবে? জেনে রাখুন ব্যাংকে যাওয়ার আগেই!PAN card or Aadhaar card required to exchange 2000 rupee notes

👉  Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?

👉  Aadhar Card update: এই তারিখের মধ্যে করতে হবে আপডেট! না হলে আধার কার্ডে লাগবে নতুন চার্জ ।

 

LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG