NMMSE WB Scholarship: কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের সমস্ত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সায়তার জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে সরকার। কেন্দ্রীয় সরকারের অনেকগুলি স্কলারশিপের মধ্যে এমন একটি জনপ্রিয় স্কলারশিপ হল (National Means cum Merit Scholarship Examination NMMSE) ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ এক্সাম (NMMSE WB SCHOLARSHIP)।
ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ এক্সাম (NMMSE WB SCHOLARSHIP) নিয়ে আজকের এই প্রতিবেদনে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এই স্কলারশিপে রাজ্যের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়ারা আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে পড়ুয়াদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে দেওয়া হয়। এবং এই স্কলারশিপটি পাওয়ার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীদের একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
এই স্কলারশিপ কেন্দ্রীয় সরকারের মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে ইস্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের তরফ থেকে ছাত্রছাত্রীদের দেওয়া হয়। যে সকল শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করেছেন, তাদের এডমিট কার্ড ইতিমধ্যেই কিন্তু ইস্যু হয়ে গেছে। তো তাদের এই এডমিট কার্ড তারা কিভাবে ডাউনলোড করবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে। NMMSE WB Scholarship
ন্যাশনাল মেরিত কাজ স্কলার্শিপ এক্সাম পাওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার? NMMSE WB Scholarship
১) এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
২) এবং বিগত পরীক্ষায় ৫৫ শতাংশ এর উপরে নাম্বার থাকতে হবে। তবে এই শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৩) এই স্কলারশিপ এ আবেদন করার পর শিক্ষার্থীদের একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪) এ স্কলারশিপে উত্তীর্ণ প্রত্যেক পড়ুয়াদের বছরে ১২০০০ টাকা করে দেওয়া হয়।
৫) পিতা-মাতার বার্ষিক আয় ৩,৫০,০০০ টাকার কম হতে হবে।
এডমিট কার্ড ডাউনলোড কবে থেকে? NMMSE WB Scholarship
এই স্কলারশিপে যে সকল ছাত্র-ছাত্রী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য আবেদন করেছিলেন সেই সকল ছাত্র-ছাত্রীরা পাঁচ ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বরের মধ্যেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অফিসিয়াল www.scholarship.wbsed.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে।
এডমিট কার্ড ডাউনলোডিং যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে ১৫ ডিসেম্বরের মধ্যেই জেলা পরিদর্শকের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তবে যদি কোন ছাত্র-ছাত্রীর ডাউনলোড করা এডমিট কার্ডে যদি ছবি না থাকে তাহলে পাসপোর্ট সাইজের একটি ফটোকপি নির্দিষ্ট জায়গায় বসিয়ে নিতে হবে এবং ছবির উপরে নিজের সই করতে হবে অথবা স্কুল হেডমাস্টার দিয়ে এটাস্টেট করে নিতে হবে। এছাড়াও পরীক্ষার দিন অবশ্যই এডমিট কার্ড এবং একটি পাসপোর্ট সাইজ ছবি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে।
✅ 👉 Best online Shopping Deals today
আপডেট : এডমিট কার্ড ডাউনলোড
পরীক্ষা / বৃত্তির নাম : ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ এক্সাম পরীক্ষা
বৃত্তির পরিমাণ : বার্ষিক ১২ হাজার টাকা।
আয়োজন কারী সংস্থা : স্কুল শিক্ষা দপ্তর ও সাক্ষরতা বিভাগ।
পরীক্ষার্থী : পশ্চিমবঙ্গের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা।
প্রয়োজনীয় নাম্বার : ৫৫ শতাংশ
অফিসিয়াল ওয়েবসাইট : www.scholarship.wpset.gov.in
সুবিধা : ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ এক্সাম এর জন্য নির্বাচিত হতে হবে।
পরীক্ষার আবেদনের তারিখ : 23-06-2023 থেকে 09-08-2023
এডমিট কার্ড ডাউনলোড : 05-12-2023 থেকে 15-12-2023
পরীক্ষার তারিখ : 17-12-2823
ফলাফল ঘোষণার তারিখ : ***
ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ এক্সাম আবেদনকারী সকল ছাত্রছাত্রীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
আরও পড়ুন: 👇👇👇👇👇👇
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
✅ আরও পড়ুন: 👉 Digital life certificate বা Jeevan pramaan Patra নভেম্বরে 2023 কি জমা দিতে হবে পেনশন ভোগীদের? Benefit জানুন বিস্তারিত তথ্য!
👉 Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!
👉 Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?