Jaago prokolpo online apply : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নারীদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য অর্থাৎ মহিলাদের জন্য অনেকগুলো প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এই প্রকল্প গুলির মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষী ভান্ডার প্রকল্প এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষী ভান্ডার প্রকল্প একেবারেই সুপারহিট। এই প্রকল্পে বাংলার সাধারণ মহিলারা পাবেন ৫০০ টাকা এবং ST SC মহিলারা পাবেন প্রতি মাসে 1000 টাকা করে।
এই লক্ষী ভান্ডার এর মত আরেকটি নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছে যার নাম দেওয়া হয়েছে জাগো প্রকল্প। এই প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত মহিলারা পাবেন এবং তারা লক্ষী ভান্ডার থেকেও বেশি টাকা পাবেন এই জাগো প্রকল্পে। এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্যই নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে একেবারে জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে রাজ্যের মহিলাদের। Jaago prokolpo online apply
জাগো প্রকল্প কি ? What is Jaago Project? Jaago prokolpo online apply
পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর শীলগোষ্ঠী ও আত্মনির্ভরশীল কর্মসংস্থান দপ্তরে অন্তর্গত একটি প্রকল্প যার নাম জাগো প্রকল্প (Jaago Prokolpo)। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আরো বেশি স্বর্ণ নির্ভর শীলগোষ্ঠী গড়ে তোলা ও স্বনির্ভর গোষ্ঠীগুলি কাজে কর্মে আরো বেশি বেশি উৎসাহ প্রদান করা তাই এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিস্তরের স্বনির্ভর গোষ্ঠীকে বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। রাজ্যের প্রায় ১০ লক্ষ স্বনির্ভরশীল গোষ্ঠীর মহিলাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে এই জাগো প্রকল্পের Jaago Prokolpo আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্র স্থির করা হয়েছে ।
জাগো প্রকল্পের পূর্ণ বিবরণ! Jaago prokolpo online apply
জাগো প্রকল্প হলো এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আপনি স্বনির্ভর গোষ্ঠী থেকে পেতে পারেন পাঁচ হাজার টাকা পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পের নামকরণ করেছেন। গত ২৯ শে নভেম্বর সল্টলেক সেন্ট্রাল পার্কে কে এই প্রকল্পটির প্রথম ঘোষণা করা হয়। এবং মুখ্যমন্ত্রী নিজেই এই প্রকল্পের ঘোষণা করেন। Jaago prokolpo online apply এই জাগো প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মোটা অংকের টাকা তিনি তুলে দেবেন ।
জাগো প্রকল্পের সুবিধা ? Benefits of Jaago Project
পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পিত নতুন একটি প্রকল্প যেখানে আপনি জাগো প্রকল্প অনলাইন এপ্লাই করতে পারবেন এবং যার মাধ্যমে পেতে পারেন পাঁচ হাজার টাকা পর্যন্ত। যোগ্য নথির ভুক্ত স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০ টাকা করে বার্ষিক অনুদান দেওয়া হবে। জাগো প্রকল্পের অনুদানের অবস্থা জানতে এই ৭৭৭৩০০৩০০৩ নম্বরে মিসকল দিতে পারেন অথবা JAAGO লিখে মেসেজ করুন। Jaago prokolpo phone number 7773003003
কারা কার এই জাগো প্রকল্পের সুবিধা পাবেন ? Who will benefit from this Jago project
Jaago Prokolpo জাগো প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু মানদন্ড রয়েছে। সেগুলি বিস্তারিত Details নিচে আলোচনা করা হলো:
১) এই জাগো প্রকল্পের মহিলাকে স্বনির্ভরশীল গোষ্ঠীর সদস্য হতে হবে।
২) প্রথমত এই জাগো প্রকল্পের Jaago Prokolpo সুবিধা নিতে হলে পশ্চিমবঙ্গের West Bengal একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) সেই গোষ্ঠীর কে অন্তত এক বছরের পুরনো হতে হবে এবং রাজ্য সরকারের রেজিস্টার (Registar) প্রাপ্ত হতে হবে।
৪) এই জাগো প্রকল্পের ওই গোষ্ঠীর ব্যাংক একাউন্ট ছয় মাসের বেশি হতে হবে এবং অতীতে ওই স্বনির্ভর গোষ্ঠীর ঋণ নেওয়ার রেকর্ড থাকতে হবে ।
৫) এই জাগো প্রকল্পের Women মহিলাদের ১৮ বছরের বেশি বয়স হতে হবে।
৬) নিম্নতম 5000 টাকা স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক একাউন্টে থাকতে হবে।
যেসব মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাইছেন বা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চাইছেন শুধুমাত্র তাদেরকেই এই জাগো প্রকল্প দিয়ে সাহায্য করতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অর্থাৎ যে কোন মহিলারা কিন্তু এই টাকা পাবেন না। লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই সারা বাংলায় সারা ফেলে দিয়েছেন। এবার নতুন এই জাগো প্রকল্প নিয়ে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই প্রকল্পের জন্য আপনি যদি যোগ্য হন তাহলে খুব তাড়াতাড়ি আবেদন (Apply) করে ফেলুন। Jaago prokolpo online apply
জাগো প্রকল্পে আবেদন করার নিয়ম ? Rules to apply for Jago project
জাগো প্রকল্পে অফলাইন বা অনলাইন কোনভাবে আবেদন করার দরকার নেই। স্বনির্ভর গোষ্ঠীগুলো জাগো প্রকল্পের মাধ্যমে সরাসরি টাকা পেয়ে যাবেন। এখনো পর্যন্ত রাজ্যের প্রায় ৯ লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠীকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। Jaago prokolpo online apply
জাগো প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনি এই shgsewb.gov.in ওয়েবসাইট থেকে ওপেন করে নিবেন। এরপর এই ওয়েবসাইটের ডানদিকে দেখতে পাবেন রেজিস্টার করার একটা অপশন আছে। আর আপনি যদি ফোন থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি মেনু অপশনে গিয়ে ক্লিক করবেন তারপর আপনাকে দেখিয়ে দেবে এই রেজিস্ট্রেশন অপশনটি। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে করতে পারবেন।
1) Registration রেজিস্ট্রেশন বোতাম এ ক্লিক করার পর, আপনাকে বেছে নিতে হবে Registration As A Group ।
2) রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করলেই ওখানে একটি মোবাইল নাম্বার (Mobile Number) দিতে হবে। অর্থাৎ যেটি আপনি অলরেডি স্বনির্ভর গোষ্ঠী বা সেল হেল্প অর্থাৎ SHG গ্রুপে এন্ট্রি করিয়েছিলেন এখানে সেই মোবাইল নম্বরটি দিতে হবে। সেই মোবাইল নাম্বারে একটি otp আসবে।
3) Send OTP অপশন ক্লিক করার পর আপনার সেই মোবাইল নম্বরে একটি OTP আসবে এবং ওই অটিপিটি এখানে OTP জায়গায় বসাতে হবে।
✅ আরও পড়ুন: Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?
4) এরপর আপনার রেজিস্টার করা SHG গ্রুপের মোবাইল নম্বরটি দিতে হবে। ওই মোবাইল নম্বর অফ এস এইচ জি গ্রুপ এর বক্স ঘরটিতে এবং তার সাথে আপনার পুরো নামটি আপনি এন্ট্রি করবেন ওখানে, যেখানে Your Name অপশন দেওয়া আছে।
5) এরপর আপনার SHG GROUP এর নাম এন্ট্রি করতে হবে। এরপর Submit অপশনে ক্লিক করে Submit করতে হবে। সাবমিট করার পরেই আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে।
6) এরপর আপনাকে এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে SHG গ্রুপের ওয়েব সাইডে লগইন করতে হবে। লগইন করার জন্য লগইন অপশনে ক্লিক করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। অথবা আপনার ফোন( Mobile) থেকে আপনি নিম্ন লিখিতভাবে লগইন করতে পারবেন। Jaago prokolpo online apply.
সেল হেল্প গ্রুপে কিভাবে লগইন করবেন? How to login to the Self help group?
সেল্ফ হেল্প গ্রুপে লগইন করার জন্য প্রথমে আপনাকে এই(Website) ওয়েবসাইট এ https://shgsewb.gov.in/ গিয়ে Government of West Bengal Department of self help group and self employment অপশনের নিচের দিকেই পাবেন সার্চ অপশন পাবেন। এবার এই সার্চ অপশনে ক্লিক করুন।
সার্চ অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন Please Search and Select your Requirement এই অপশনটিতে সিলেক্ট করলেই আপনার সামনে প্রচুর অপশন দেখতে পাবেন আপনি সেখান থেকে Jaago Login বা Ragistration As A. SHG এই অপশনটি খুঁজে নেবেন।
Jaago Login বা Ragistration As A. SHG এই এই অপশনটি সিলেক্ট করার পর সার্চ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা খুলে যাবে। এরপর আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর জায়গায় ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে ক্যাপচার টি ক্যাপচারে জায়গায় দিয়ে দেবেন। এরপর লগইন বা সাবমিট করবেন । সাবমিট করলেই আপনি এই ওয়েবসাইটটিতে লগইন হয়ে যাবেন। এবং আপনি এভাবে SHG গ্রুপে login করতে পারবেন Jaago prokolpo online apply 2023
আপনি যখন https://shgsewb.gov.in/ এই ওয়েবসাইটটি ওপেন করে লগইন Login করবেন। তখন আপনার সামনে একটি হোমপেজ (Home Page) খুলে আসবে। সেই হোমপেজের নিচের দিকে গেলে আপনি Jaago Help Line Number 7773003003 অথবা জাগো প্রকল্পের মিসকল নম্বর দেখতে পাবেন। সেই নম্বরটি হল ৭৭৭৩০০৩০০৩ এটি। আপনি যখন জাগো প্রকল্পে হেল্পলাইন নম্বরে মিসকল দেবেন তখন আপনার কলটি মিস কল হয়ে কেটে যাবে। এরপরেই আপনার মোবাইল ফোনে সঙ্গে সঙ্গে একটি নাম্বার থেকে ফোন (Phone) আসবে আপনি সেই ফোনটি ধরে নিজেই জাগো প্রকল্পের কল সেন্টারে সঙ্গে কথা বলতে পারবেন।
এই হেল্প লাইনে Help Line Number 7773003003 আপনি বিভিন্ন ভাষায় কথা বলার সুযোগ পাবেন যেমন বাংলা Bengali ইংরেজি English এবং হিন্দি Hindi সহ বিভিন্ন ভাষায়। হেল্প লাইনে কথা বলার সময় আপনার গ্রুপের ডিটেইলস ব্যাংক একাউন্ট ডিটেলস (Bank Account Details)দিয়ে আপনার বিশদ বিবরণ যাচাই করা হতে পারে।
জাগো প্রকল্পে বিশেষ কিছু শর্তাবলী
জাগো প্রকল্পে (Onlime Application) অনলাইন এপ্লিকেশন করার জন্য বিশেষ কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে।
১) প্রথমে আপনাকে স্বনির্ভর গোষ্ঠীর (Self-help groups)গ্রুপের সদস্য বা SHG GROUP সদস্য হয়ে থাকতে হবে।
২) এই প্রকল্পের জন্য আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট (Self Bank Account) থাকতে হবে এবং সেই ব্যাংক একাউন্টের বয়স হতে হবে কমপক্ষে (6 Months old) ছয় মাসের বেশি।
৩) এই প্রকল্পে আবেদনের জন্য SHG GROUP এক বছরের বেশি (One year old) পুরনো সদস্য হতে হবে।
৪) এই প্রকল্পে আবেদনের জন্য আপনার ব্যাংক একাউন্টে 5000 টাকার বেশি Minimum Main Balance রাখতে হবে।
ভালোভাবে উপরোক্ত বিষয়গুলি মেনে চললে আপনিও হতে পারেন জাগো প্রকল্পের Jaago Prokolpo একজন অংশীদার।
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 Aadhar Card update: এই তারিখের মধ্যে করতে হবে আপডেট! না হলে আধার কার্ডে লাগবে নতুন চার্জ ।