WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Free ration item list 2024 : ডিসেম্বর থেকে বেড়ে গেল বিনামূল্যে রেশনের পরিমাণ! কোন কার্ডে কত পরিমাণ বেশি পাবেন দেখুন?

 

Free ration item list ডিসেম্বর থেকে বেড়ে গেল বিনামূল্যে রেশনের পরিমাণ! কোন কার্ডে কত পরিমাণ বেশি পাবেন দেখুন

 

Free ration Item List : আমাদের দেশের এখনো বহু মানুষ দুমুঠো ভাতের জন্য এই রেশনের উপরে নির্ভর করে। তাই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সকল নাগরিকদের, দেশের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী প্রতিটি সাধারণ মানুষের নিম্নতম খাদ্য চাহিদা যোগান দেওয়ার কর্তব্য হলো সরকারের। এই খাদ্য সুরক্ষা আইনকে যথাযথ পালন করার জন্য রেশন ব্যবস্থা মাধ্যমে সকল সাধারণ নাগরিকদের খাদ্য সামগ্রিক দেওয়া হয়ে থাকে। উভয় সরকারের যৌথ উদ্যোগে এই রেশন কার্ডের মাধ্যমে চাল, গম,ও অন্যান্য সকল খাদ্য সামগ্রী বিনামূল্যে বা স্বল্পমূল্যে রেশন ডিলারদের মাধ্যমে প্রদান করে থাকে।

 

Table of Contents

Free Ration Item List December 2023

 

করুনার আগে অল্প কিছু মূল্যে রেশন দোকান থেকে রেশন সামগ্রী কিন্তু গ্রাহকেরা। কিন্তু ২০২০ সালে করুণা মহামারী চলাকালীন কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র দেশজুড়ে সম্পূর্ণ (Free ration Item List) বিনামূল্য রেশন ব্যবস্থা কার্যকর করা উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পশ্চিমবঙ্গ জুড়ে যে রেশন ব্যবস্থা কার্যকর করা হয়েছে তাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারের অবদান রয়েছে। কিন্তু করোনা পর থেকে সম্পূর্ণ বিনামূল্য রেশন ব্যবস্থা চালু করেছে সরকার। এবং আমাদের রাজ্যে জুড়ে সাধারণ মানুষদের অর্থনীতি অবস্থা অনুসারে রাজ্যে মোট ৫ ধরনের রেশন কার্ড কার্যকর করা হয়েছে। এবং প্রতি মাসে মাসে গ্রাহকদের ফ্রি বেসন দেওয়া হয়। Free ration Item List

✅  👉   Best online Shopping Deals today

করোনার পর থেকে বিনামলে রেশন (Free Ration) ব্যবস্থা চালু করেছে সরকার। কারণ কোরোনা সময় বেশিরভাগ মানুষ খাবার অভাবে মারা গেছে, কেউ আবার অসুস্থ হয়ে পড়েছিল। তাই গ্রাহকদের কথা চিন্তা করে বিনামূল্যে রেশন প্রদানের করে সরকার। এই বিনামূলের রেশন দেওয়ার ফলে বহু সাধারণ ও মধ্যবিত্ত মানুষ উপকৃত হয়েছেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা মাধ্যমে দেশের প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন (Free Ration) এর সুবিধা দিচ্ছে সরকার। প্রতিমাসে রেশনে বিনামূল্যে চাল গম আটা পাচ্ছেন দেশবাসীরা। তবে এবার রাজ্যের বাসিন্দাদের জন্য সুখবর। এখন আর রেশনে চাল গম আটা এগুলো ছাড়াও ডিসেম্বর মাস থেকে আরো ৩৫ টি সামগ্রিক পাবেন রেশন দোকান থেকে। হা ঠিকই শুনেছেন এমনি এক ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Free Ration Item List

 

এখন থেকে আটা গম এবং চালের সাথে রেশন দোকানে পাওয়া যাবে ঘি দুধ রুটি গুড় সয়াবিন মসলা মিষ্টিও রাজমা ইত্যাদি এগুলো ছাড়াও আরো জিনিস যেমন রেনকোট ছাতা ধূপ গ্লাস চিরুনি মাখন বাচ্চাদের জামা কাপড় পাওয়া যাবে রেশন দোকানগুলিতে। এছাড়াও পাবেন মুখ বালতি ডিটারজেন্ট পাউডার সাবান ঘড়ি ইলেকট্রনিক্স জিনিসপত্র পাশাপাশি সৌন্দর্যের জিনিসপত্র হ্যান্ডওয়াশ বাথরুম পরিষ্কার জিনিসপত্র বাচ্চাদের খাওয়া থেকে শুরু করে বডি অয়েল বডি লোশন, পাবেন স্বল্প ও ন্যায্য মূল্যে রেশন দোকান থেকে। এই রেশন সামগ্রিক গুলি শুধু পাবেন উত্তরপ্রদেশের বাসিন্দারা। কারণ আমাদের রাজ্যে এখনো এইরকম কোন ঘোষণা করেনি সরকার। Free ration Item List

 

তবে কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে খাদ্য সামগ্রিক প্রদানের মেয়াদ শেষ হওয়ার আগেই আবারো সরকার নতুন করে ঘোষণা জারি করলেন। এই নতুন ঘোষণায় বলা হয়েছে, আবারো উপভোক্তাদের ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে আরো পাঁচ বছরের (5 Years) জন্য উপভোক্তাদের বিনামূল্যে রেশনে (Free ration Item List) খাদ্য সামগ্রিক দেওয়া হবে।

Free Ration Item List 2024

অন্ত্যোদয় অন্য যোজনা প্রকল্পের আওতায় যে সকল গ্রাহকরা রয়েছেন তারা প্রতি মাসে ৩৫ কেজি করে খাদ্য সামগ্রী বিনামূল্যে পেয়ে থাকেন। এই অন্ত্যোদয় অন্য যোজনা প্রকল্পে আয়তায় রয়েছে একেবারে নিম্নবিত্ত মানুষেরা।বর্তমানে আমাদের দেশে প্রায় ৮০ থেকে ৯০ কোটি মানুষের কাছে এই রেশন কার্ড আছে। আর পশ্চিমবঙ্গে এই রেশন কার্ডের পরিমাণ প্রায় ৯ কোটির কাছাকাছি।

✅  👉   Best online Shopping Deals today

খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রেও উপভোক্তাদের সংখ্যা তো বদল হয়েছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, খাদ্য দপ্তরের রেশন ব্যবস্থা এবার ৮১ কোটি ৩৫ লক্ষ উপভোক্তা এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন। গরিব কল্যাণ অন্যজনের প্রকল্পের আওতায় বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার মেয়াদ বৃদ্ধি করার কথা ঘোষণা করার আগেই প্রধানমন্ত্রীকে এই বিষয়ে প্রচার করতে দেখা গিয়েছিল একটি জনসভায় থেকে।

 

রেশন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি নিয়ে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনরকম টু শব্দ কেউ করেননি। এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি নিয়ে তৈরি হয়েছিল জনগণের মধ্যে সন্দেহ। তবে এবার শেষমেষ কেন্দ্রের মন্ত্রিসভায় এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি নিয়ে সম্মতি দিল। কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি বৃদ্ধি করা সম্মতি দেওয়ার পরিপেক্ষিতে একপ্রকার স্থির হয়ে গেল এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হচ্ছেই। এর পাশাপাশি (5 Years) পাঁচ বছরের জন্য এই Free ration Item List প্রকল্পের ফলে কেন্দ্রীয় সরকারের ১১.৮ লক্ষ কোটি টাকা খরচ হবে বলে জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর।

 

 

• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন

 

✅  👉   Best online Shopping Deals today

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

✅ আরও পড়ুন: 👉    Digital life certificate বা Jeevan pramaan Patra নভেম্বরে 2023 কি জমা দিতে হবে পেনশন ভোগীদের? Benefit জানুন বিস্তারিত তথ্য!

 

👉  Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!

 

👉    প্রত্যেক ব্যক্তিকে নারায়ণ ভান্ডার প্রকল্পে ২০০০ টাকা করে দেবে সরকার! Narayan Bhandar scheme West Bengal 2023

 

👉  Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?

LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG