রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মিলিত উদ্যোগে চলতি বছরে রেশনের খাদ্য সামগ্রিক প্রদানের বিরাট পরিবর্তন এসেছে। Free Ration Card Benefit June 2023 আগামী জুন মাসে রেশন এর খাদ্য সামগ্রিক সরবরাহ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে। কেন্দ্র ও রাজ্যের রেশনের খাদ্যদ্রব্য সরবরাহ ও বন্টন এর নতুন আইন মে মাস থেকে লাগু হয়ে গিয়েছে। খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, সামনের মাসে অর্থাৎ জুন মাসে কোন রেশন কার্ডে কত মাল পাবেন তা নিয়েই আজকের এই প্রতিবেদন।
রাজ্য ও কেন্দ্রের খাদ্য দপ্তরের নতুন নতুন নির্দেশিকা অনুযায়ী সামনের মাসে কোন রেশন কার্ডে ( Ration Card ) কত মাল পাবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো। জুন মাসে নতুন আপডেট অনুযায়ী চাল, গম, আটা, ছোলা, তেল ও চিনি কোন রেশন কার্ডে কত পরিমান পাবেন?
আরও পড়ুন: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?
মূলত কয়েকটি ( Ration Card ) রেশন কার্ডের মাধ্যমে আমাদের রাজ্য সহ দেশের সকল গ্রাহকদের রেশন সামগ্রিক প্রদান করা হয়ে থাকে। তবে আমাদের রাজ্যে ৫ ধরনের রেশন কার্ডে রেশনের খাদ্য সামগ্রিক দেওয়া হয়ে থাকে সেগুলি হল, PHH (অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড), SPHH (বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড), AAY (অন্তদয় অন্ন্য যোজনার রেশন কার্ড), RKSY-1 ( রাজ্য সুরক্ষা যোজনা ওয়ান ), RKSY-২ ( রাজ্য সুরক্ষা যোজনা টু ), এই সকল কার্ডের মাধ্যমে আমাদের রাজ্যে দেশের সামগ্রিক প্রদান করা হয়ে থাকে। Free Ration Card Benefit June 2023
Free Ration Card Benefit June 2023 : জুন মাসের ফ্রি রেশনের তালিকা!
আগে তুলনা এবার ফ্রি রেশনের পরিমাণ কমেছে অনেক। এই রাজ্যে মোট পাঁচ রকম রেশন কার্ড রয়েছে। ২০২৩ সালের মে মাসে রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ AAY, PHH. SPHH, RKSY-1, ও RKSY-2 ক্যাটাগরির রেশন কার্ডে বিনামূল্যে রেশন দ্রব্যের পরিমাণের তালিকা নিচে দেওয়া হয়েছে। Free Ration Card Benefit June 2023
আরও পড়ুন:- এই তারিখের মধ্যে করতে হবে আপডেট! না হলে আধার কার্ডে লাগবে নতুন চার্জ ।
১) AAY (অন্তদয় অন্ন্য যোজনার রেশন কার্ড), ফ্রি রেশনের পরিমাণ!
যদি আপনার কাছে AAY ক্যাটাগরি রেশন কার্ড থাকে, তাহলে এই রেশন কার্ডে চাল পাবেন ২১ কেজি, পরিবার পিছু একদম বিনামূল্যে। এবং গম পাবেন ১৪ কেজি পরিবার পিছু একদম বিনামূল্যে অথবা গমের পরিবর্তে যদি আটা নেন, তাহলে পুষ্টিযুক্ত আটা পাবেন ১৩ কেজি ৩০০ গ্রাম পরিবার পিছু একদম বিনামূল্যে। সঙ্গে ১ কেজি করে চিনি পাবেন প্রতি পরিবার পিছু এবং যার মূল্য দিতে হবে ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে। এই AAY রেশন কার্ডে পরিবারের যতই লোক থাকুক না কেন পরিবার কিছু একই পরিমাণ রেশন দ্রব্য পাবেন এই রেশন কার্ডে। Free Ration Card Benefit June 2023
২) PHH (অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড), ফ্রি রেশন এর পরিমাণ!
যদি আপনাদের কাছে PHH ক্যাটাগরি রেশন কার্ড থাকে, তাহলে এই রেশন কার্ডে চাল পাবেন ৩ কেজি মাথাপিছু বা কার্ড কিছু একদম বিনামূল্যে। এবং গম পাবেন ২ কেজি মাথাপিছু বা কার্ড পিছু একদম বিনামূল্যে। অথবা পুষ্টিযুক্ত আটা পাবেন ১ কেজি ৯০০ গ্রাম করে কার্ড পতি বা মাথা পিছু একদম বিনামূল্যে। যেহেতু PHH রেশন কার্ডে রেশন দ্রব্য পাওয়া যায় কার্ড কিছু বা মাথাপিছু, তাই আপনার পরিবারের সদস্যের সংখ্যা বেশি হলে বেশি পরিমাণ রেশনে খাদ্য দ্রব্য পাবেন। Free Ration Card Benefit June 2023
আরও পড়ুন:- আধার কার্ডের বড় পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার! জেনে নিন বিপদে পড়ার আগে!
৩) SPHH (বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড), ফ্রি রেশনের পরিমাণ!
যদি আপনাদের কাছে SPHH ক্যাটাগরি রেশন কার্ড থাকে, তাহলে এই রেশন কার্ডে চাল পাবেন ৩ কেজি মাথাপিছু বা কার্ড কিছু একদম বিনামূল্যে। এবং গম পাবেন ২ কেজি মাথাপিছু বা কার্ড পিছু একদম বিনামূল্যে। অথবা পুষ্টিযুক্ত আটা পাবেন ১ কেজি ৯০০ গ্রাম করে কার্ড পতি বা মাথা পিছু একদম বিনামূল্যে। যেহেতু PHH রেশন কার্ডে রেশন দ্রব্য পাওয়া যায় কার্ড কিছু বা মাথাপিছু, তাই আপনার পরিবারের সদস্যের সংখ্যা বেশি হলে বেশি পরিমাণ রেশনে খাদ্য দ্রব্য পাবেন।SPHH ক্যাটাগরি ও PHH ক্যাটাগরি রেশন কার্ডে একই পরিমাণে রেশন দ্রব্য পাওয়া যায়। Free Ration Card Benefit June 2023
৪) RKSY-1 ( রাজ্য সুরক্ষা যোজনা ওয়ান ), ফ্রি রেশন এর পরিমাণ!
যদি আপনার কাছে RKSY-1 ক্যাটাগরির রেশন কার্ড থাকে, তাহলে পুষ্টি যুক্ত চাল পাবেন ৫ কেজি করে কার্ড প্রতি বা মাথাপিছু, একদম বিনামূল্যে। Free Ration Card Benefit June 2023
৫) RKSY-২ ( রাজ্য সুরক্ষা যোজনা টু ), ফ্রি রেশন এর পরিমাণ!
যদি আপনার কাছে RKSY-2 ক্যাটাগরির রেশন কার্ড থাকে, তাহলে পুষ্টি যুক্ত চাল পাবেন ২ কেজি করে কার্ড পিছু বা মাথাপিছু, একদম বিনামূল্যে। Free Ration Benefit June 2023
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন।
রেশন কার্ড রিলেটিভ ভিডিও দেখার জন্য নিচে ক্লিক করুন!
রেশনে বিশাল পরিবর্তন |Month free ration new update 2023।
রেশনে অনেকেই 4500 ও 30000 টাকা পর্যন্ত পাবে।
রেশন কার্ড রিলেটিভ আরও বিস্তারিত জানার জন্য নিচে ক্লিক করুন!
আরও পড়ুন:
বিনামূল্যে রেশন দ্রব্য পেতে বাড়িতে বসেই মাত্র ৫ মিনিটে রেশন কার্ডের তথ্য সংশোধন করে ফেলুন!
ফ্রি রেশন নিয়ে চলতি মাসে বড় আপডেট! এই কার্ড থাকলে পাওয়া যাবে অতিরিক্ত সামগ্রী।