e-Ration Card Download : আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলির মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হল রেশন কার্ড। বর্তমান সময়ে এখন সবকিছু ডিজিটাল হচ্ছে। তবে আপনার যদি নতুন রেশন কার্ড করার প্রয়োজন কিংবা পুরনো রেশন কার্ডকে সংশোধন করার থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। অনলাইনের মাধ্যমে ডাউনলোড করা রেশন কার্ডকে সাধারণত ই রেশন কার্ড বলা হয়।
e-Ration Card Download West Bengal 2024 / ই রেশন কার্ড ডাউনলোড
ই রেশন কার্ড ডাউনলোড : ই রেশন কার্ডের মাধ্যমে সরকারি এবং বেসরকারি সব ধরনের অফিসিয়াল কাজ করা সম্ভব। ই রেশন কার্ডের মাধ্যমে রেশন দোকান থেকে রেশন সামগ্রী নিতে পারবেন। তো এই ই রেশন কার্ড কি? কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন? সমস্ত কিছু জানাবো আজকের প্রতিবেদনে তাই প্রতিবেদনটি সম্পূর্ণটি পড়ুন।
পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করা এখন আরো অনেক সহজ করে দিয়েছে। অর্থাৎ ই রেশন কার্ড ডাউনলোড (e ration card download) এখন আপনি অনলাইনে খুব সহজেই বাড়িতে বসে করতে পারবেন।
অনলাইনে ই রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতি / How to e Ration Card Download Online
অনলাইনে ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য মোবাইল বা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এবং ব্রাউজারে রেশন কার্ডের অফিসিয়াল এই https://food.wb.gov.in ওয়েবসাইটটি ওপেন করে নেবেন।
১) অর্থাৎ প্রথমে পশ্চিমবঙ্গে খাদ্য ও সরবরাহ দপ্তরের এই https://food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন।
২) ওয়েবসাইটটি ওপেন হলে একেবারে ডানদিকে আপনি চাইলে আপনার পছন্দের ভাষা নির্বাচন করতে পারবেন।
৩) এরপর ওয়েবসাইটের একেবারে নিচের দিকে বেশ কিছু অপশন দেখতে পাবেন, সেখান থেকে ই রেশন কার্ড অপশনে ক্লিক করুন।
৪) এই রেশন কার্ড অপশনে ক্লিক করলেই নতুন একটি পেজ ওপেন হবে। সেই পেজের একদম নিচের দিকে দেখতে পাবেন Click to Download e Ration Card.
৪) এই ডাউনলোড ই রেশন কার্ড (Click to Download e Ration Card) অপশনে ক্লিক করলেই নতুন আরেকটি পেজ ওপেন হবে।
৫) এই পেজে আপনার Enter Ration Card Number এর জায়গায় আপনার রেশন কার্ডের নাম্বার দিন এবং Enter Captcha এর জায়গায় ক্যাপচার কোড দিয়ে Search বোদামে ক্লিক করুন।
৬) সার্চ অপশন এ ক্লিক করলেই আপনার সামনেই আপনার রেশন কার্ডের তথ্য প্রদর্শিত হবে। এরপর ডাউনলোড বোতামে ক্লিক করুন ।
৭) ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার ই রেশন কার্ডটির PDF Download হয়ে যাবে।
৮) এরপর ডাউনলোড করা PDF টি প্রিন্ট আউট করে নিন।
ই রেশন কার্ডের প্রয়োজনীয়তা
পশ্চিমবঙ্গে ই রেশন কার্ডের বেশ কিছু প্রয়োজনীয়তা হল যেমন
১) আপনি এই ই রেশন কার্ডের প্রিন্ট কপি নিয়ে গিয়ে খাদ্য সামগ্রিক সংগ্রহ করতে পারবেন।
২) আপনাকে ফিজিক্যাল রেশন কার্ড নিয়ে যাওয়ার কোন প্রয়োজন নেই।
৩) আপনি যেকোনো সময় রেশন কার্ডের ওয়েবসাইট থেকে এই ই রেশন কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন যত খুশি ততবার।
✅🔥 আরো পড়ুন » Pm Kisan Samman Nidhi Yojana – পিএম কিষান সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা কবে পাবেন কৃষকেরা? জানুন গুরুত্বপূর্ণ আপডেট।
ই রেশন কার্ডের বিশেষত্ব
১) একটি রেশন কার্ড এবং একটি ই রেশন কার্ডের গুরুত্ব সমান রয়েছে।
২) ই রেশন কার্ডকে যেকোনো সময় খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করা যায়।
৩) ই রেশন কার্ডকে যে কোন সময় অনলাইনে কিউআর কোডের (QR Code) মাধ্যমে ভেরিফাই (Verify) করা সম্ভব।
•🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥
✅🔥 আরো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট 🔥✅
✅ সেরা রান্নার রেসিপি ওয়েবসাইট
✅ অনলাইনে পণ্য কেনাকাটার জন্য সেরা ওয়েবসাইট
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅