BSNL Free Broadband Connection : জিও, ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়াকে পাল্টা টেক্কা দিল বিএসএনএল (BSNL)। টেলিকম বাজারে এই সংস্থা নতুন অফারে ঘোষণা করেছেন। BSNL এই অফারের অধীনে বাড়িতে বিনামূল্যে ওয়াইফাই বসাবে। ভারত সরকার অধীনস্থ ভারত সঞ্চাল নিগম লিমিটেডের বহু মানুষ এই অফারে মাধ্যমে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। হলে চিন্তা বাড়ল জিও ভোডাফোন এয়ারটেল এর মত কোম্পানি গুলির। ব্রড ল্যান্ড ও ব্রডব্যান্ড কানেকশনের জন্য ইনস্টলেশন চার্জ দিতে হবে না আর বিএসএনএল গ্রাহকদের। যদিও বা স্বল্প সময়ের জন্য এই অফার উপলব্ধ হবে। সম্প্রতি বিএসএনএল এই পরিষেবার কথা জানিয়েছেন। বিএসএনএল এর নতুন গ্রাহকদের জন্য থাকবে এই সুবিধা বলে জানানো হয়েছে। ফলে আপনিও কোন ইনস্টলেশন চার্জ ছাড়াই এই অফারের মাধ্যমে বাড়িতে ওয়াইফাই (Wifi) বসাতে পারবেন।
BSNL Free Broadband Connection 2024
BSNL Free Broadband Connection 2024 : Wi-Fi বিনামূল্যে কানেকশন দেওয়ার উদ্যোগ কাদের তরফ থেকে নেওয়া হয়েছে? এই কানেকশন কিভাবে দেওয়া হবে? প্রাথমিকভাবে কত টাকা লাগবে? এই পরিষেবা কিভাবে গ্রাহকদের কাছে পৌঁছাবে? ইত্যাদি আমরা বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এই প্রতিবেদনের মাধ্যমে তাই সম্পূর্ণটি জানুন।
প্রত্যেকটি টেলিকম কোম্পানির মধ্যে বর্তমানে ভারতীয় বাজারে সব থেকে এগিয়ে রয়েছে রিলায়েন্স জিও। প্রথমদিকে গ্রাহকদেরকে বিনামূল্যে আনলিমিটেড পরিষেবা দিয়ে মুকেশ আম্বানির এই কোম্পানিটি দারুন জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল। তবে বর্তমানে রিলায়েন্সের ফাইভ-জি (5G) পরিষেবা গ্রাহকদের মাঝে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এর পাশাপাশি ভোডাফোন এয়ারটেলও রয়েছে এই প্রতিযোগিতায়। তবে রিচার্জের দাম যে হারে বাড়াচ্ছে উক্ত তিনটি কোম্পানি, তাতে করে সাধ্যের বাইরে চলে যাচ্ছে সাধারণ গ্রাহকদের।
রিলায়েন্স জিও প্রথম দিকে বাজারে লঞ্চ হওয়ার পর বিনামূল্যে সিম দেওয়ার পাশাপাশি প্রায় ৬ মাস সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড কল সহ আনলিমিটেড ডাটা পরিসেবা দিত গ্রাহকদেরকে। তবে এখন রিচার্জের পরিমাণ যা বৃদ্ধি পেয়েছে তাতে করে জিওর উপরে সকলেই একটু বিরক্ত। এছাড়াও বিভিন্ন জায়গায় খুব একটা ভালো পরিষেবা পায় না জিও গ্রাহকরা। তাই এবার বিএসএনএল নেমেছে আসরে এবং সে ক্ষেত্রে বিএসএনএল কিছুটা হল জিওর স্টাটেজিকে অনুসরণ করেছে।
Bharat Fiber Free Installation
Bharat Fiber Free Installation : ভারত সঞ্চার নিগম লিমিটেড নতুন গ্রাহকদেরকে আকর্ষিত করতে ব্রডব্যান্ড কানেকশন এর উপরেই এই মুহূর্ত সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি গ্রাহকদের জন্য বিএসএনএল (BSNL) একটি চমৎকার অফার লঞ্চ করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড এর ফাইবার কানেকশন যারা নেবেন তাদের ইনস্টলেশন চার্জ হিসাবে এক টাকাও চার্জ নেবে না রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থাটি। এখন যদি আপনি আপনার বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন বা বিএসএনএল ফাইবার কানেকশন নিতে চান তাহলে বেশি টাকা খরচ করতে হবে না। ইনস্টলেশন খরচ তো লাগবেই না কেবল কোন প্ল্যানটি আপনি নিচ্ছেন শুধুমাত্র তার খরচ টুকু দিতে হবে আপনাকে। আর সেটাও আবার ৫০০ টাকার নিচে।
BSNL হাই স্পিড ইন্টারনেট দেশের প্রতিটি প্রান্তে তার ভারত ফাইবারের সাহায্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছে, যা খুবই কম খরচে। FTTH ( ফাইবার টু দা হোম ) বা BSNL BHARAT FIBER পরিষেবার মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট দেয় এই সংস্থাটি। এর জন্য অপটিক্যাল ফাইবার কেবেলের সাহায্য নেওয়া হয়। ভারত সঞ্চাল নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited) এর ভারত ফাইবার মে শুধুমাত্র ইন্টারনেট পরিষেবা প্রদান করে এমনটা নয় এর সঙ্গেই দেশের যে কোন প্রান্তে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেয়, এছাড়াও বিভিন্ন OTT প্ল্যাটফর্মের সাংস্ক্রিপশন অফার করা হয়।
BSNL Fiber plans এই অফারটি কতদিন চলবে?
BSNL Fiber plans : বিএসএনএল গ্রাহদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে ব্রডব্যান্ড পরিষেবা নিতে চাইলে। কারণ আপনাকে বিএসএনএল এর নতুন ব্রডব্যান্ড কানেকশনের কোন ইনস্টলেশন চার্জ দিতে হবে না এই অফারে। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে মেশিন সেটা করে দেবে ভারত সঞ্চাল নিগম লিমিটেড। গত বছরই এই অফারটি ঘোষণা করেছিলেন সংস্থা যার মেয়াদ শেষ হয়েছে ৩১ শে মার্চ। তবে বিএসএনএল এদিন আবার গোটা বছরের জন্য অফারে মেয়াদ বাড়িয়েছে। এই সুবিধা কেবলমাত্র নতুন গ্রাফদেরকে দেওয়া হবে। বর্তমানে ইন্টারনেটের দরকার সকলের। কম্পিউটার ল্যাপটপ স্মার্ট ফোন সহ একাধিক ডিভাইস চলে এই ইন্টারনেটের মাধ্যমে। বিএসএনএল ব্রডব্যান্ড এর পাশাপাশি সেলুলার নেটওয়ার্ক এর পরিষেবা ও দিয়ে থাকেন। আপনারা বাড়িতে বিএসএনএল এর নতুন ব্রডব্যান্ড বা ওয়াইফাই বসাতে চান তারা সস্তার অফিসিয়াল এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।
BSNL Free Wifi Installation
বিএসএনএল এর নতুন ওয়াইফাই সেট বসানোর পরিকল্পনা রয়েছে কিন্তু বাজেট কম সেক্ষেত্রে আপনি ₹৩২৯ টাকার এই প্ল্যানটি বেছে নিতে পারেন। কারণ ব্রডব্যান্ড প্রাণের বাইরে ও এক টাকাও বাড়তি খরচ করতে হবে না আপনাকে। সাধারণত অন্যান্য ইকুইপমেন্ট এবং কেবিল এর জন্য একটি নির্দিষ্ট চার্জ করে থাকে সংস্থা। তবে এই অফারের মাধ্যমে এগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন।
বিএসএনএল ব্রডব্যান্ড এর জন্য কিভাবে আবেদন করবেন? / Bsnl Free Broadband Connection Apply Online
বিএসএনএল বর্তমানে ভারতবর্ষে এয়ার ফাইবার ব্রডব্যান্ড এবং ভারত ফাইবার পরিষেবা দিয়ে থাকে। আর এই দুই প্ল্যানেই ফ্রি ইনস্টলেশন এর সুবিধা পাওয়া যাচ্ছে। আপনি এটি অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে চাইলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এবং সেখানে গিয়ে নতুন ব্রডব্যান্ড কানেকশনের জন্য আবেদন করতে হবে। এরপর নাম মোবাইল নাম্বার ইমেইল আইডি ঠিকানা ও অন্যান্য তথ্য দিয়ে আবেদন জমা করতে হবে। বি এস এন এল এর এয়ার ফাইবার ও ভারত ফাইবারের অধীনে একাধিক প্লান রয়েছে। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট প্ল্যান বেছে নিয়ে আবেদন করতে পারবেন।
একটি পেজ বিজ্ঞপ্তি জারি করে কোম্পানির তরফে জানানো হয়েছে ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড কানেকশনের ২৫০ টাকা ও ভারত ফাইবারের কানেকশনের ৫০০ টাকা ইনস্টলেশন চার্জে ছাড় দেওয়া হয়েছে। দেশের সর্ব সার্কেলের বিএসএনএল গ্রাহকদের জন্য এই ছাড় প্রযোজ্য।
বিএসএনএল গতবছরের মে মাসে বিপুল সাফল্য দেখেছিল। সাম্প্রতি ট্রাই এর প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ওই সময় প্রায় ১১ লক্ষ নতুন গ্রাহক বিএসএনএল ল্যান্ডলাইন কানেকশন নিয়েছেন। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে জিও ওই সময়ে এক লক্ষ নতুন কানেকশন দিয়েছে জিও। আবার একই সময় সারাদেশে ৪১৩ টি নতুন কানেকশন দিয়েছিল এয়ারটেল ও ১৭৫৭০ নতুন কানেকশন দিয়েছিল ভোডাফোন।
বিএসএনএল সেরা ৫ জায়গায় রয়েছে ইন্টারনেট গ্রাহক সংখ্যা নিরিখে। বিএসএনএল এর প্রায় ২. ২৪ কোটি গ্রাহক ইন্টারনেট কানেকশন ব্যবহার করছে। এক নম্বর তালিকায় রয়েছেন জিও প্রায় ৪৩.৪২ কোটি গ্রাহক রয়েছে। অন্যদিকে এয়ারটেল ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ১৯.২৭ কোটি। এছাড়াও ভোডাফোন ইন্টারনেট ব্যবহারকারীর গ্রাহকের সংখ্যা 11.96 কোটি।
এপ্রিল মাসে দেশের ওয়ার্ল্ড ইন্টারনেট কানেকশনের সংখ্যা ১.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। যা মে মাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১.৫৯ শতাংশ। দেশের সরান চলে ওয়ার্ল্ড ইন্টারনেট কানেকশনের সংখ্যা 4.17 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গ্রামীণ এলাকায় ০.২২ শতাংশ ইন্টারনেট ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
BSNL Fiber plans
BSNL Fiber plans : এই প্লানে গ্রাহকদেরকে ৪৯৯ টাকা প্রাণের সঙ্গে ছয় মাসের ভ্যারিটি অফার নিয়ে হাজির হয়েছিল বিএসএনএল। ৪৯৯ টাকা প্ল্যানে 30 MBPS পর্যন্ত স্পিড পাওয়া যাবে সঙ্গে থাকছে 3.3TB ডেটা ব্যবহারের সুযোগ। এই বিপুল পরিমাণ ডেটা শেষ হয়ে গেলেও 2 MBPS স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করার সুযোগ থাকে সেই সঙ্গে যে কোন নেটওয়ার্কই আনলিমিটেড কলিং এর সুবিধা। এই অফারের বৈধতা শেষ হলে ৫৯৯ টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এছাড়াও ৭৯৯ টাকা, ৯৯৯ টাকা ও 1499 টাকার প্লান নিয়ে এসেছে বিএসএনএল কোম্পানি।
Wi-Fi বিনামূল্যে কানেকশন দেওয়ার উদ্যোগ কাদের তরফ থেকে নেওয়া হয়েছে?
Bharat Panchal Nigam limited বা BSNL এর ব্রডব্যান্ড পরিষেবার পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
✅👉 আরো পড়ুন » Sishu Sathi Scheme 2024 – শিশু সাথী প্রকল্প পশ্চিমবঙ্গের সকল শিশুদের জন্য বড় ঘোষণা ! কারা ও কি কি সুবিধা পাবেন জানুন?
এই কানেকশন কিভাবে দেওয়া হবে?
গত বছরই বিএসএনএল পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে কোনরকম ইনস্টলেশন চার্জ ছাড়াই ঘরে ঘরে দেওয়া হবে বিএসএনএল এর ব্রডব্যান্ড পরিষেবা।
প্রাথমিকভাবে কত টাকা লাগবে?
প্রাথমিকভাবে কোন টাকা লাগবে না বিএসএনএল কোম্পানির ব্রডব্যান্ড ইন্সটল করার জন্য। বর্তমানে বিএসএনএল এয়ার ফাইবার ব্রডব্যান্ড এবং ভারত ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা দুটিতে গ্রাহকদেরকে ফ্রি ইনস্টলেশন দেওয়ার ঘোষণা করেছেন।
এই পরিষেবা কিভাবে গ্রাহকদের কাছে পৌঁছাবে?
ইচ্ছুক গ্রাহকেরা বিএসএনএলের ব্রডব্যান্ড পরিষেবায় জন্য অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদনের মাধ্যমে নিজেদের বাড়ির ঠিকানায় স্থাপন করতে পারবেন। এছাড়াও ইচ্ছুক গ্রাহকরা চাইলে কাছাকাছি বিএসএনএল কোম্পানির অফিসে গিয়েই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিনামূল্যে ব্রডব্যান্ড ইনস্টলেশন কত দিন পর্যন্ত করা হবে?
গত বছরে ঘোষনা অনুযায়ী ৩১ শে মার্চ ২০২৪ সালের পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড ইনস্টল করা হবে বলে ঘোষণা করা হয়েছিল। তবে মেয়াদ শেষ হওয়ার পর বর্তমানে পুনরায় সেই অফারের মেয়াদ বৃদ্ধি করে চলতি বছরের 31 শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড ইনস্টল করা হবে বলে ঘোষণা করা হয়েছে বিএসএনএল এর পক্ষ থেকে।
ব্রডব্যান্ড পরিষেবা বিনামূল্যে দেওয়ার মূল কারণ কি?
ঘরে ঘরে মোবাইল নেটওয়ার্ক এর মত ব্রডব্যান্ড পরিষেবা ছড়িয়ে দেওয়াই হলো এর মূল লক্ষ্য।
🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅