WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ration card category change 2023 : আপনার APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে পরিবর্তন করতে চান? তাহলে জেনে নিন নতুন পদ্ধতি!

Ration card category change 2023 : আপনার APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে পরিবর্তন করতে চান? তাহলে জেনে নিন নতুন পদ্ধতি!

Ration card category change 2023 : আমাদের দেশে সাধারণ মানুষদের জন্য রেশন ব্যবস্থা করেছে সরকার। ২০২০ সালে করুণা মহামারী চলাকালীন কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র দেশজুড়ে সম্পূর্ণ বিনামূল্য রেশন ব্যবস্থা কার্যকর করা উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পশ্চিমবঙ্গ জুড়ে যে রেশন ব্যবস্থা কার্যকর করা হয়েছে তাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারের অবদান রয়েছে। এবং আমাদের রাজ্যে জুড়ে সাধারণ মানুষদের অর্থনীতি অবস্থা অনুসারে রাজ্যে মোট ৫ ধরনের রেশন কার্ড কার্যকর করা হয়েছে।

 

পশ্চিমবঙ্গে কি কি ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে! Ration card category change 2023

 

পশ্চিমবঙ্গে সাধারণ মানুষদের অর্থনৈতিক অবস্থা অনুসারে মোট পাঁচ ধরনের রেশন কার্ড রয়েছে। আর এই পাঁচ প্রকার রেশন কার্ড হলো: SPHH, PHH, AAY, RKSY-1, RKSY-2, । পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এই সমস্ত রেশন কার্ডের ক্যাটাগরির উপর নির্ভর করেই রেশন ব্যবস্থার মাধ্যমে রেশনে বিভিন্ন পরিমাণ খাদ্যশস্য যেমন চাল, গম, আটা,ও চিনি পেয়ে থাকেন। Ration card category change 2023

 

✅ আরও পড়ুন:  Ration Card Correction : বিনামূল্যে রেশন দ্রব্য পেতে বাড়িতে বসেই মাত্র ৫ মিনিটে রেশন কার্ডের তথ্য সংশোধন করে ফেলুন!

পশ্চিমবঙ্গের কোন রেশন কার্ড কি ক্যাটাগরি?

 

পশ্চিমবঙ্গ ব্যাপী খাদ্য সাথী প্রকল্পের আওতায় থাকা এই পাঁচ প্রকার রেশন কার্ডের মধ্যে RKSY-2 হল APL রেশন কার্ড। এবং SPHH, PHH, AAY, RKSY-1 ক্যাটাগরি রেশন কার্ডগুলি হলো BPL ক্যাটাগরির রেশন কার্ড। পশ্চিমবঙ্গে এপিএল ও বিপিএল উভয় ধরনের রেশন কার্ড রয়েছে। আর রেশন কার্ডের এই ক্যাটাগরি নিয়েই মূল সমস্যা দেখা দিচ্ছে। Ration card category change 2023

 

রাজ্যের বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বহু ক্ষেত্রেই BPL ব্যক্তিদের ভুল ফরম পূরণের কারণে অথবা অন্য কোন সমস্যার কারণে তারা APL ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়ে গেছে। ফলও তো তারা APL রেশন কার্ডও পেয়ে গেছেন। Ration card category change 2023

 

কিছু পরিবারের অনেক ক্ষেত্রে দেখা গেছে একই পরিবারের বিভিন্ন সদস্যের বিভিন্ন প্রকার রেশন কার্ড এসেছে। অর্থাৎ একই পরিবারে কিছু সদস্যের BPL ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে আবার কিছু সদস্যের APL ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে। এমনকি একই পরিবারের ভিন্ন ভিন্ন সদস্যের ভিন্ন ভিন্ন রেশন কার্ড হয় ওই সমস্ত নাগরিকদের নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। এর ফলে অনেক ক্ষেত্রে যোগ্য নাগরিকরা তাদের রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। তাই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে সাধারণ জনগণের সুবিধার কথা মাথায় রেখে এমন এক বিশেষ পদ্ধতি কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীর এর সাধারণ মানুষদের রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করা সম্ভব।Ration card category change 2023

 

পশ্চিমবঙ্গের রেশন কার্ড হোল্ডাররা রেশন কার্ডের ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করবেন ?

পশ্চিমবঙ্গে রেশন গ্রাহক রেশন কার্ডের ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করতে পারবেন? আর এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, যে সমস্ত ক্ষেত্রে একই পরিবারের সদস্যের ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রেশন কার্ড এসেছে তাদের আর আলাদা করে রেশন কার্ডে ক্যাটাগরি পরিবর্তনের জন্য আবেদন জানানোর কোন রূপ প্রয়োজন নেই। বিভিন্ন সূত্রে তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে রাজ্য সরকারের কর্মকর্তাদের পক্ষ থেকে খুব শীঘ্রই রেশন কার্ডের ক্যাটাগরি সংক্রান্ত এই সমস্ত সমস্যা সমাধান করা হবে। Ration card category change 2023

 

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে পরিবারের প্রধানের রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে এই সমস্ত ব্যক্তিদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে দেওয়া হবে। সুতরাং আপনার পরিবারেরও যদি একইভাবে APL রেশন কার্ড এবং BPL রেশন কার্ড থেকে থাকে। তাহলে আপনার পরিবারের প্রধানের রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে আপনার পরিবারের অন্যান্য সদস্য রেশন কার্ডের ক্যাটাগরি, পরিবর্তন হয়ে যাবে অটোমেটিকলি।

 

Ration card category change 2023 : আপনার APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে পরিবর্তন করতে চান? তাহলে জেনে নিন নতুন পদ্ধতি!
Ration card category change 2023 আপনার APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে পরিবর্তন করতে চান তাহলে জেনে নিন নতুন পদ্ধতি!

 

রেশন কার্ড সংক্রান্ত এই সমস্যা যত দ্রুত সম্ভব সমাধানের উদ্যোগী হয়েছেন রাজ্য সরকার। তবে কত দিনের মধ্যে এই সমস্যা সমাধান করা হবে তা সম্পর্কে কোন প্রকার তথ্য প্রকাশ করা হয়নি। যদিও রাজ্য সরকার রাজ্যের সমস্ত সাধারণ জনগণের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকার তোর উপর এমন একটা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। যার মাধ্যমে সাধারণ জনগণ জেনে নিতে পারবেন তাদের রেশন কার্ডে ক্যাটাগরিটি পরিবর্তন করা হয়েছে কিনা ।আপনার রেশন কার্ডের ক্যাটাগরির পরিবর্তন হয়েছে কিনা তা জানার জন্য আপনাকে কতগুলি পদ্ধতি অনুসরণ করতে হবে।

✅ আরও পড়ুন:  Shahrukh Khan scholarship: বার্ষিক ১ কোটি ২৩ লক্ষ টাকার স্কলারশিপ! শাহরুখ খান স্কলারশিপ এ আবেদন করুন এবং আবেদনের পদ্ধতি জানুন?

 

কিভাবে রেশন কার্ডে ক্যাটাগরি চেঞ্জ করবেন ?

 

1. রেশন কার্ডের ক্যাটাগরিটি পরিবর্তন করা হয়েছে কিনা তা সম্পর্কে জানার জন্য প্রথমেই আপনাকে দপ্তরে অফিসের ওয়েবসাইট https://food.wb.gov.in ওপেন করতে হবে।

2.  এর পরবর্তীতে এই ওয়েবসাইটের হোমপেজে নিচের দিকে রেশন কার্ড ভেরিফিকেশন বলে একটি অপশন পাবেন সেই অপশনে ক্লিক করতে হবে এবং নতুন একটি পেজ ওপেন হবে।

3. এরপর পরবর্তীতে নতুন পেজে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি এবং রেশন কার্ডের নাম্বার দেওয়ার পরে ক্যাপচার ফিলাপ করতে হবে তারপর সার্চ অপশনে ক্লিক করলেই আপনার রেশন কার্ডের ডিটেলস চলে আসবে।

4. এক্ষেত্রে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হলে যে ক্যাটাগরিতে আপনার রেশন কার্ড টি পরিবর্তন হয়ে গেছে সেই ক্যাটাগরি এখানে দেখিয়ে দেবে। তার সঙ্গে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস দেখাবে।

 

• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন

 

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉  ২০০০ টাকার নোট বদলের জন্য প্যান কার্ড না আধার কার্ড লাগবে? জেনে রাখুন ব্যাংকে যাওয়ার আগেই!PAN card or Aadhaar card required to exchange 2000 rupee notes

👉  প্রত্যেক ব্যক্তিকে নারায়ণ ভান্ডার প্রকল্পে ২০০০ টাকা করে দেবে সরকার! Narayan Bhandar scheme West Bengal 2023

👉  জুন মাসে কোন রেশন কার্ডে কতটা রেশনের খাদ্য সামগ্রী পাবেন? এইমাত্র রেশনের গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো! Free Ration Card Benefit June 2023

👉  Ration Card Correction : বিনামূল্যে রেশন দ্রব্য পেতে বাড়িতে বসেই মাত্র ৫ মিনিটে রেশন কার্ডের তথ্য সংশোধন করে ফেলুন!

LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG