WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM Kusum Yojana 2024 – কৃষকদের জন্য দুর্দান্ত স্কিম! কেন্দ্রীয় সরকারের এই স্কিমটি কি জানেন? জানুন বিস্তারিত

PM Kusum Yojana 2024 - কৃষকদের জন্য দুর্দান্ত স্কিম!  কেন্দ্রীয় সরকারের এই স্কিমটি কি জানেন? জানুন বিস্তারিত | WB SAIN BLOG
PM Kusum Yojana 2024 – কৃষকদের জন্য দুর্দান্ত স্কিম! কেন্দ্রীয় সরকারের এই স্কিমটি কি জানেন? জানুন বিস্তারিত | WB SAIN BLOG

PM Kusum Yojana : দেশজুড়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য একাধিক প্রকল্প চালু করেছে। কৃষকদের বিভিন্ন ধরনের সুবিধার দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে নির্দিষ্টভাবে কিছু প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা মত আরও বেশ কিছু প্রকল্প রয়েছে, এতদিন পিএনপিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকরা বছরে তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে আসছেন কেন্দ্রীয় সরকারের তরফে। তাই কৃষকদের উন্নতির ও দেশি অর্থনীতির কথা মাথায় রেখে আরও একটি প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার যার নাম প্রধানমন্ত্রী কুসুম যোজনা। তো PM কুসুম যোজনা কি? কারা কারা আবেদন করতে পারবেন? কি কি কাগজপত্র লাগবে? সমস্ত কিছু জানানো আজকেই প্রতিবেদনে তাই প্রতিবেদনটি সম্পুর্নটি পড়ুন।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে সুরক্ষিত হবে পরিবেশ, এর পাশাপাশি লাভবান হবেন কৃষকরা। কমবে বিদ্যুৎ অপচয় ও কমবে দূষণ। এই প্রকল্পের মাধ্যমে ৬০ শতাংশ ভর্তুকি পাবেন কৃষকরা, সোলার চালিত পাম বসানোর জন্য। কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন। জ্বালানি চালিত পাম কিনতে একদিকে যেমন কৃষকদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হত, পাশাপাশি তেমনি বিদ্যুতের অপচয়ও হত। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কৃষকেরা যেন সোলার পাম্প ব্যবহার করে বিনা জ্বালানির খরচেই সেচের কাজ করতে পারবেন।

পিএম কুসুম যোজনা কি? / What is PM Kusum Yojana?

কেন্দ্রীয় সরকারের পিএম কুসুম যোজনার মূল লক্ষ্য হলো, দেশজুড়ে কৃষকদের চাষের কাজের জন্য সোলার পাম বসানোর ক্ষেত্রে সরকারের তরফে নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি দেওয়া হয়। ২০২১ সালে মার্চ মাসে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে পিএম কুসুমের অধীনে একক ভাবে প্রায় কুড়ি লাখ কৃষককে সৌর পাম্প দেওয়ার হবে। কেন্দ্রীয় সরকারের এই পিএম কুসুম প্রকল্পের আত্মায় কৃষকদেরকে প্রায় ৭৫% ভর্তুকিতে সৌর জল পাম্প সরবরাহ করা হবে। সরকারের উদ্দেশ্য হলো নষ্ট জমি কে পুনরায় চাষযোগ্য জমিতে সরবরাহ করা। অর্থাৎ এই প্রকল্পের আয়তায় কৃষকরা তাদের বর্জিত জমিতে সোলার পাম্প বসিয়ে সেই জমিকে আবার পুনরায় চাষযোগ্য বা ব্যবহারযোগ্য করে তুলতে পারবে।

পিএম কুসুম যোজনায় সোলার পাম্প বসানোর জন্য কত পরিমান জমির দরকার?

কেন্দ্র সরকারের পিএম কুসুম যোজনার সোনার পাম্পের মাধ্যমে বছরে প্রায় ১৫ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা যায়।

ফলে কৃষকদের একটি সোলার প্লেট বসানোর জন্য চার থেকে পাঁচ একর জমির প্রয়োজন রয়েছে।

কৃষকেরা উদ্বৃত বিদ্যুৎ বিক্রি করে ভালো উপার্জন করতে পারবেন।

পিএম কুসুম প্রকল্পের সুযোগ-সুবিধা

কেন্দ্রীয় সরকারের পিএম কুসুম যোজনার বা প্রকল্পের সুযোগ সুবিধাগুলি নিম্নরূপে

০ ভারতবর্ষের সমস্ত কৃষকেরা পিএম কুসুম প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

০ বর্ধিত জমি কে কাজে লাগানোর ফলে সেখান থেকে কৃষকদের আয় হবে।

০ সৌরভ শক্তির জন্য অনুর্বর জমিতে সবুজ গাছের চারা রোপন করা যাবে অথবা চাষযোগ্য করে তোলা যাবে।

০ এই প্রক্রিয়ায় অনেকটাই জলের সঞ্চয় হবে।

০ এই নতুন পদ্ধতিতে অনেকটা পরিমাণ ভর্তুকি পাবেন কৃষকেরা।

০ কেন্দ্রীয় সরকারের পিএম কুসুম প্রকল্পে একটি সোলার পাম্প কেনার জন্য কৃষকদেরকে ব্যয়ের ১০% খরচ করতে হবে
আর বাকি ৬০% সরকার দ্বারা ব্যয় করা হবে। এবং বাকি ব্যয় 30% লোনের মাধ্যমে ব্যাংক প্রদান করবে।

০ এই প্রকল্পের টাকা সরাসরি কেন্দ্রীয় সরকার থেকে কৃষকের ব্যাংক একাউন্টে প্রদান করা হবে।

০ এটির মাধ্যমে রাজ্যের কৃষকরা দিনের বেলায় কি কি কাজের জন্য সহজেই বিদ্যুৎ পেতে পারেন।

০ কৃষকেরা তাদের নিজস্ব অব্যবহৃত বা জঞ্জাল ভুমিতে ০.৫ থেকে ২ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারবেন।

০ কৃষকেরা অতিরিক্ত সৌরশক্তি যে কোন বিদ্যুৎ সংস্হায় বিক্রি করতে পারবেন। তাকে তার প্রাপ্য অর্থ প্রদান করা হবে।

০ সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেও কৃষকেরা অর্থ উপার্জনের রাস্তা তৈরি করতে পারবেন।

WB SAIN BLOG Google News
WB SAIN BLOG Google News

পিএম কুসুম যোজনার সুবিধাগুলি কি কি

  • সোলার পাম্প খুব কম দামের মধ্যেই দেওয়া হচ্ছে।
  • প্রথমে এই যোজনায় ডিজেল চালিত ১৭.৫ লক্ষ সোলার পাম্প সৌরশক্তিতে চালানো হবে। এর ফলে ডিজেলের খরচ কমে যাবে।
  • pm কুসুম প্রকল্পে অতিরিক্ত মেগা ওয়ার্ড বিদ্যুৎ উৎপন্ন হবে।
  • যে সমস্ত রাজ্যের খরা হতে দেখা যায় বা বিদ্যুতের বিভিন্ন সমস্যা আছে, এই পিএম কুসুম প্রকল্পে সেই সমস্ত এলাকার কৃষকেরা উপকৃত হবেন।
  • অনুর্বর জমিতে সোলার পাম বসানো হবে যাতে সেই অনর্গত জমিতে জমি থেকে অর্থ উপার্জন করা সম্ভব হয়।
  • 24 ঘন্টা এই সোলার পাম্পের প্যানেলে বিদ্যুৎ থাকবে আর এই থেকেই অতিরিক্ত মেগাওয়াট বিদ্যুৎ সরকার বা সরকারি বা বেসরকারি বিভাগের কৃষকেরা বিক্রি করে প্রতি মাসে অন্তত পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

✅🔥 আরো পড়ুন » Lakhpati Didi Scheme 2024 – লাখ লাখ টাকা পাবেন এবার মহিলারা! কিভাবে আবেদন করবেন কেন্দ্রীয় সরকারের লাখপতি দিদি প্রকল্পে। চলুন জেনে নেওয়া যাক।

প্রকল্পের নামPM কিষান যোজনা
উদ্যোক্তাকেন্দ্রীয় সরকার
লাভবানদেশের কৃষকেরা
শুরুর সময়২০২১ সালে মার্চ মাসে
ঋণের পরিমাণকৃষকদেরকে ৬০% পর্যন্ত ভর্তুকি এবং ৩০% পর্যন্ত ঋণ দেবে সরকার
আবেদন পদ্ধতিঅনলাইন
অফিসিয়াল ওয়েবসাইhttps://mnre.gov.in

https://pmkusum.mnre.gov.in

পিএম কুসুম প্রকল্পে আবেদন করার জন্য কারা যোগ্য

যে কোনো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

বৈদ্যুতিক চারিত পাম্প ব্যবহার করেন যে সমস্ত কৃষক তাদেরকে এই প্রকল্পে সুযোগ দেওয়া হবে না।

তবে যে সমস্ত কৃষক স্প্রিং কলার বা ড্রিপ সেচ ব্যবহার করে জল সঞ্চয় করে সেচ করছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনকারীকে অবশ্যই একজন কৃষক হতে হবে।

আবেদনকারীর একটি বৈধ আধার কার্ড থাকতে হবে।

আবেদনকারীর অবশ্যই মেয়ে অ্যাকাউন্ট থাকতে হবে।

পিএম কুসুম প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথির প্রয়োজন

১) আধার কার্ডের জেরক্স কপি।

২) ভোটার কার্ডের জেরক্স কপি।

৩) রেশন কার্ডের জেরক্স কপি।

৪) ব্যাংক পাস বইয়ের জেরক্স কপি।

৫) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

৬) একটি সঠিক মোবাইল নম্বর। ( অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিংক থাকতে হবে )

৭) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

৮) ইনকাম সার্টিফিকেট।

৯) কৃষক আইডি।

১০) জমির বিবরণ (ন্যূনতম ৫ বিঘা জমি কম্পিউটারাইজ পর্চা বাধ্যতামূলক)

পিএম কুসুম প্রকল্পে কিভাবে আবেদন করবেন

পিএম কুসুম প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে আপনাকে মোবাইল বা কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর পিএম কুসুম প্রকল্পে এই https://pmkusum.mnre.gov.in অফিসিয়াল ওয়েবসাইটি ওপেন করতে হবে।

এরপর অনলাইন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।

এরপর নিজের নাম ঠিকানা মোবাইল নম্বর আধার নম্বর সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে।

তথ্য পূরণ করার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

রেজিস্ট্রেশন হয়ে গেলে সোলার পাম্পের জন্য ১০% মূল্য কৃষককে জমা দিতে হবে।

এরপরে নির্দিষ্ট জমিতে সোলার পাম্প বসানোর প্রক্রিয়া শুরু হবে হয়ে যাবে।

পিএম কুসুম যোজনায় রেজিস্ট্রেশন তালিকা কিভাবে দেখবেন

পি এম কুসুম যোজনা রেজিস্ট্রেশন তালিকা দেখার জন্য সর্বপ্রথম আপনাকে পিএম কুসুম যোজনা অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে

এরপর আপনাকে হোম পৃষ্ঠায় রেজিস্ট্রেশন তালিকা অপশনে ক্লিক করতে হবে।

এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে।

এরপর আপনি এখানে আপনার নাম রেজিস্ট্রেশন তালিকায় অনুসন্ধান করতে পারবেন।

MP Kusum Yojana Toll Free Number

প্রধানমন্ত্রী কুসুম যোজনা হেল্পলাইন নম্বর / PM Kusum Yojana Toll Free Number

প্রধানমন্ত্রী কুসুম টোল ফ্রি নম্বর: 1800-180-3333

যোগাযোগ নং: 011-2436-0707 011-2436-0404

PM Kusum Yojana Official Website

PM Kusum Yojana Official Website

অফিসিয়াল ওয়েবসাইট: www.mnre.gov.in

•🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥

✅🔥 আরো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট 🔥✅

✅   সেরা রান্নার রেসিপি ওয়েবসাইট

✅  অনলাইনে পণ্য কেনাকাটার জন্য সেরা ওয়েবসাইট

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG