Shramashree App Download 2025: পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন সুখবর, মাসে ৫০০০ টাকা সুবিধা

Shramashree App Download 2025: পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন সুখবর, মাসে ৫০০০ টাকা সুবিধা WB SAIN BLOG
Shramashree App Download

Shramashree App Download 2025: করুন এবং ঘরে বসেই আবেদন করুন। পশ্চিমবঙ্গ সরকারের শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকরা মাসে ৫০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। অ্যাপ ডাউনলোড, আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী জানুন।

ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক বড় সুখবর এসেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের কথা ভেবেই ঘোষণা করেছিলেন শ্রমশ্রী প্রকল্প। এবার সেই প্রকল্পের আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সবচেয়ে বড় খবর হলো, শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে Shramashree App চালু করা হয়েছে। এর মাধ্যমে এখন আর অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে ঝামেলা করতে হবে না। মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই শ্রমিকরা আবেদন করতে পারবেন এবং মাসে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

পশ্চিমবঙ্গের যে সমস্ত শ্রমিকরা বাইরের রাজ্যে বা বাইরের দেশে কাজ করেন তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসে তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সুবিধা এছাড়াও আরো অন্যান্য সুযোগ-সুবিধা দেবে এই পরিষেবা প্রধানকেই শ্রমশ্রী প্রকল্প বলা হচ্ছে

✅👉 আরো পড়ুন » Shramshree Prokolpo 2025: মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমশ্রী প্রকল্প 2025-এ পরিযায়ী শ্রমিকদের জন্য মাসে ৫০০০ টাকা ভাতা, স্বাস্থ্য বীমা ও আইনি সহায়তা সহ একগুচ্ছ সুবিধা।

শ্রমশ্রী অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন? / Shramashree App Download

শ্রমশ্রী অ্যাপ (Shramashree App) সরাসরি Google Play Store থেকে ডাউনলোড করা যাবে।

মোবাইলের সার্চ বক্সে লিখতে হবে – Shramashree App।

অফিসিয়াল অ্যাপটিতে ক্লিক করে ইনস্টল করতে হবে।

ডাউনলোড সম্পূর্ণ হলে নিজের মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ-ইন করতে হবে।

আবেদনের শর্তাবলী

এই প্রকল্পের সুবিধা পেতে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে –

আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের শ্রমিক হতে হবে।

অন্য রাজ্যে বা জেলায় কাজ করা পরিযায়ী শ্রমিকরাও আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে।

আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং শ্রমিক পরিচয়ের প্রমাণপত্র থাকতে হবে।

একই ব্যক্তি অন্য কোনো সমজাতীয় প্রকল্পে একই সময়ে সুবিধা নিতে পারবেন না।

শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে

১) আধার কার্ড

২) ভোটার কার্ড

৩) ব্যাংকের পাসবই

৪) পাসপোর্ট সাইজ ছবি

৫) পরিযায়ী শ্রমিক কার্ড

কিভাবে আবেদন করবেন? Shramashree Online Apply

পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য একটি অ্যাপ চালু করেছে। সেই অ্যাপটি আপনারা ডাউনলোড করে সেখানে ফর্ম পূরণ করে ডকুমেন্ট আপলোড করে অনলাইনে আবেদন করতে পারবেন ।

প্রথমে Shramashree App খুলুন।

“New Registration” অপশনে ক্লিক করুন।

নাম, ঠিকানা, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সহ প্রয়োজনীয় তথ্য দিন।

শ্রমিক পরিচয়ের প্রমাণপত্র আপলোড করুন।

ফর্ম জমা দিন এবং একটি আবেদন নম্বর সংগ্রহ করুন।

আবেদন যাচাই হলে মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫,০০০ টাকা জমা হবে।

শ্রমশ্রী অ্যাপ ডাউনলোড লিংক :- এখানে হাত দিন

Shramashree App Download: CLICK HERE

✅👉 আরো পড়ুন » West Bengal 2002 Old Voter List Download: পশ্চিমবঙ্গের ২০০২ সালের পুরানো ভোটার তালিকা জেলা ভিত্তিক ডাউনলোড করুন

শ্রমশ্রী প্রকল্পের সুবিধা

পরিযায়ী শ্রমিকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি হবে।

শ্রমিকটি বাড়ি ফিরে আসলেই সাথে সাথে ৫০০০ টাকা দেওয়া হবে

যতদিন না পর্যন্ত কাজ পাচ্ছে শ্রমিকটি ততদিন প্রতিমাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে 12 মাস পর্যন্ত ।

ডিজিটাল মাধ্যমে আবেদন হওয়ায় সময় ও খরচ দুটোই বাঁচবে।

শ্রমিকরা সহজেই সরকারি প্রকল্পের সুবিধার আওতায় আসতে পারবেন।

শ্রমিকের ছেলেমেয়েদের স্কুলে পড়াশোনার সুবিধা দেয়া হবে , তাদেরকে স্কলারশিপ এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেয়া হবে

পরিবারের জীবনে আর্থিক স্থিতিশীলতা আসবে।

শ্রমিকটি যদি কোন ব্যবসা খুলতে চাই বা কোন কাজ করতে চাই তার জন্য লোনের ব্যবস্থা করা হবে

Shramashree App Download করার মাধ্যমে শ্রমিকরা এখন ঘরে বসেই আবেদন করতে পারবেন এবং মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ পরিযায়ী শ্রমিকদের জন্য সত্যিই বড় স্বস্তির খবর। এখন আপনার হাতে শুধু একটি স্মার্টফোন থাকলেই আপনি সহজেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

🔥🔥🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥🔥🔥🔥

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

Scroll to Top