Ration Card Aadhar Link : কেন্দ্রীয় সরকারের অন্তর্দায় অন্ন যোজনা এবং (অগ্রাধিকার গৃহস্থালি প্রকল্পের) প্রায়োরিটি হাউসহোল্ড স্কিমের সুবিধা পেতে গেলে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংকের কাজ করা বাধ্যতামূলক। স্থানীয় রেশন দোকানের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করাতে পারবেন।
রেশন কার্ড আধার লিঙ্ক 2024 / Ration Card Aadhar Link 2024
Ration Card Aadhar Link Online West Bengal : আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক (Ration Card Aadhar Link) করার শেষ তারিখ ছিল ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। তবে কেন্দ্রীয় সরকার এই লিংকের সময়সীমা ৩১ শে মার্চ পর্যন্ত বাড়িয়েছে। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করা অবশ্যই সকল রেশন গ্রাহকদের জন্য বাধ্যতামূলক নয়। তবে হাউজহোল্ড স্কিম ও অন্তর্দয় আন্তযোজনা সুবিধা পেতে গেলে এই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করা বাধ্যতামূলক।
ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু করেছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই জোর দেওয়া হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করার উপরে। বিভিন্ন সময় একাধিকবার রেশন কার্ডের অপব্যবহারের খবর সামনে এসেছে। একই ব্যক্তির দুই তিনটি রেশন কার্ড থাকা থেকে শুরু করে মৃত ব্যক্তির কার্ড নিয়ে রেশন তোলার অভিযোগ উঠেছে। এই ধরনের জালিয়াতি রূপ দেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার।Ration Card Aadhar Link Online West Bengal
✅আরো পড়ুন » wb ration card (2024) – এবার পশ্চিমবঙ্গ রেশন কার্ড পাবেন প্রধানমন্ত্রী ছবিওয়ালা ব্যাগ !
কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করবেন?
আপনারা বাড়িতে বসে অনলাইনে কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করবেন, তার জন্য নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন।
1) অনলাইনে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করার জন্য মোবাইল বা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। এরপর রেশন কার্ডের অফিসিয়াল এই https://food.wb.gov.in ওয়েবসাইটটি ওপেন করুন। এরপর ওয়েবসাইটটি ওপেন হলেই নিচের দিকে দেখতে পারবেন Ling Aadhar With Ration Card এই অপশনে ক্লিক করতে হবে।
2) Ling Aadhar With Ration Card এই অপশনে ক্লিক করলেই নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আপনি দেখতে পাবেন লিংক Link Aadhaar With Active Ration Cards (Active and Deactive) আপনাকে সেখানে Enter Ration Card No এই অপশনে, রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ (Search) অপশনে ক্লিক করুন।
3) Search অপশন এ ক্লিক করলেই আপনার সামনে রেশন কার্ড হোল্ডারের ডিটেলস চলে আসবে যেমন রেশন কার্ড হোল্ডার এর নাম, হেড অফ দ্যা ফ্যামিলি, আধার কার্ড নম্বর, মোবাইল নাম্বার, আধার লিংকিং স্ট্যাটাস।
4) এরপর Link Aadhaar and Mobile number এই অপশনে চেকবক্সে জায়গায় চেক দিলেই আপনার সামনে ইন্টার আধার কার্ড নাম্বার (Enter Aadhar Card Number) অপশন চলে আসবে।
5) এরপর আধার কার্ড নম্বর এর জায়গায় রেশন কার্ড হোল্ডারের আঁধার নম্বরটি দিয়ে নিচের চেকবক্সে চেক দিয়ে সেন্ট ওটিপি অপশনে ক্লিক করলেই, আপনার আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP যাবে সেই ওটিপিটি ওটিপির জায়গায় বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই, আপনার সামনে আধার কার্ড হোল্ডারের ছবিসহ সমস্ত ডিটেলস যেমন নাম, ডেট অফ বার্থ, এড্রেস চলে আসবে। এরপর OK অপশনে ক্লিক করলেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক সম্পূর্ণ হয়ে যাবে।
Ration Card | Ration Card Aadhar Link 2024 |
---|---|
প্রকল্পের নাম | রেশন কার্ড আধার লিঙ্ক |
লিংক করার পদ্ধতি | অনলাইন |
Official website | https://food.wb.gov.in |
লাস্ট ডেট | ৩১ শে মার্চ |
•🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥
✅🔥 আরো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট 🔥✅
✅ সেরা রান্নার রেসিপি ওয়েবসাইট
✅ অনলাইনে পণ্য কেনাকাটার জন্য সেরা ওয়েবসাইট
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅