PM Kisan KYC : পশ্চিমবঙ্গের কৃষকেরা যারা ইতিমধ্যেই পিএম কিষান সম্মান নিধির ই-কেওয়াইসি করেছেন, সেই সমস্ত কৃষক বন্ধুদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা মারফত সকল কৃষক বন্ধুদের মুখে ফুটল হাসি। সম্প্রতি ২০০০ টাকা করে দেশের সমস্ত কৃষকদেরকে ভাতা দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। যেকোনো দরিদ্র চাষী বা ভাগ চাষী সকলেই এই প্রকল্পে টাকা পাবেন। শুধু এর জন্য কৃষকদের লাগবে একটি আধার লিঙ্ক যুক্ত ব্যাংক একাউন্ট নাম্বার তাহলেই সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে 2000 টাকা। কৃষকদের এই ২০০০ টাকা পেতে কি কি করতে হবে? কি কি কাগজপত্র লাগবে? কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের প্রতিবেদনে তাই বিস্তারিত জানুন।
সূত্র মারফো যেটুকু শোনা যাচ্ছে তাতে এই মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকার ভাতা রিলিজ করতে পারে। যারা ইতিমধ্যেই পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন, আপনারা ব্যাংক একাউন্টে টাকা ঢুকেছে কিনা। আর যারা এখনো পর্যন্ত এই পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের তালিকায় নাম নথিভুক্ত করেননি তারা পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের জন্য আবেদন করে নিতে পারেন এইভাবে।
PM Kisan Yojana 2024
কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প গুলির মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী কিষান সম্মানী নিধি যোজনা। কৃষকেরায় হলেন দেশের অন্নদাতা। তাই ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার সর্ব প্রথম এই যোজনা শুরু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করে এবং তাদের জীবনধারা তথা কৃষিকাজকে উন্নত করার হলো এই প্রকল্পের প্রধান মূল উদ্দেশ্য। এখনও পর্যন্ত দেশের ১২ কোটি কৃষক ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। আগামী দিনে কেন্দ্রীয় সরকার আরো কৃষককে এই প্রকল্পের আওতায় নেওয়ার লক্ষ্য নিয়েছেন।
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা সুবিধা? / PM Kisan Beneficiary
দেশের কৃষকদেরকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আত্তায় মোট ৬০০০ টাকা ভাতা দেওয়া হয়। ২০০০ টাকা করে এক একটি কিস্তি মারফত বছরে তিনবার মোট ৬০০০ টাকা মেটানো হয়। যে সমস্ত কৃষকদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে তাদের টাকা সরাসরি ব্যাংক একাউন্টে ঢুকে। তবে এই বছর থেকে আরও একটি কিস্তি বাড়তে পারে বলে খবর মিলেছে। তাহলে কৃষকেরা আরও ₹২০০০ টাকা বাড়তি পাবেন। সত্যি যদি এটা হয় তবে এরপর থেকে কৃষকেরা ৬০০০ এর বদলে ৮০০০ টাকা করে পাবেন, এতে বিরাট উপকৃত হবেন বাংলার কৃষকেরা।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭ তম কিস্তির টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি করুন?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৬ তম কিস্তির টাকা ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক একাউন্টে দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৩ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 14 তম কিস্তি টাকা দিয়েছিলেন গতবছর জুলাইতে। তারপর দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ 15 তম কিস্তি টাকা দিয়েছিলেন নভেম্বর মাসে। এরপর তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ 16 তম কিস্তির টাকা দিয়েছিলেন চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ২৮ শে ফেব্রুয়ারি কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হয়েছিল। সম্প্রতি ১৭ তম ইনস্টলমেন্ট এর টাকা আবারো মে মাসে দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার যা হতে চলেছে এ বছরে প্রথম কিস্তির টাকা।
✅👉 আরো পড়ুন » Aikyashree Scholarship 2024 – ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে কিভাবে আবেদন করবেন! কারা কারা আবেদন করতে পারবেন? জানুন বিস্তারিত।
যোজনার নাম | পিএম কিষান |
---|---|
উদ্যোক্তা | কেন্দ্রীয় সরকার |
শুরুর সময় | ১লা ডিসেম্বর ২০১৮ সালে এই যোজনা শুরু হয়েছিল |
লাভবান | দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকেরা |
অনুদানের পরিমাণ | ₹ ৬০০০ টাকা |
কিস্তি | তিনটি কিস্তি (2000×3 = 6000) |
প্রকল্পের বাজেট | ₹ 18000 (আঠারো হাজার) কোটি টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন এবং কমন সার্ভিস সেন্টার (CSC) |
অফিসিয়াল ওয়েবসাইট | https://pmkisan.gov.in |
স্ট্যাটাস চেক | https://pmkisan.gov.in/FarmerStatus.aspx |
পিএম কিষান সম্মান নিধি টাকা পেতে কি কি করণীয়
পিএম কিষান সম্মান নিধি : পিএম কিষান যোজনার আওতায় সুবিধা পেতে গেলে কৃষককে সর্বপ্রথম পিএম কিষান পটালে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আবেদনকারীর কৃষকেরা চাইলে OTP ভিত্তিক ই-কেওয়াইসি এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন।
কারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১৭ তম কিস্তির টাকা পাওয়ার যোগ্য
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা টাকা নিয়মিত পেয়ে আসছেন, তবে এবার পিএম কিষান যোজনার ই-কোয়াইসি করা না থাকলে ব্যাংক একাউন্টে আগামী কিস্তির টাকা ঢুকবে না। আগামী ১৭ তম কিস্তির টাকা পেতে হলে সুবিধাভোগীদেরকে অবশ্যই ই-কোয়াইসি থাকা দরকার। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো
১. পিএম কিষান নিধির ১৭ তম কৃতি টাকা পেতে হলে সুবিধাভোগীদেরকে অবশ্যই ই-কেওয়াইসি বাধ্যতামূলক।
২. কৃষকদের ই-কেওয়াইসি না থাকলে আগামী কিস্তির টাকা পাওয়া যাবে না। তবে পিএম কিষান পোর্টালে আঁধার ওটিপি ভিত্তিক ই-কেওয়াইসি উপলব্ধ রয়েছে।
৩. এছাড়াও বায়োমেট্রিক ভিত্তিক ই-কেওয়াইসি জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করতে পারেন।
৪. যে সমস্ত কৃষকদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে এবং পিএম কিষান সম্মাননীতি যোজনার সঙ্গে ই কেওয়াইসি করা রয়েছে তারা আগামী ১৭ তম কিস্তির টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।
৫. যে সমস্ত কৃষকেরা ১০ হাজার টাকা বা তার বেশি পেনশন পান তারা এই প্রকল্পের জন্য যোগ্য নয়।
৬. যে সমস্ত কৃষকেরা কর প্রদান করে থাকেন তারাও এই প্রকল্পের জন্য যোগ্য নয়।
পিএম কিষান যোজনার ই-কেওয়াইসি কিভাবে করবেন? / PM Kisan Kyc
যে সকল কৃষককেরা পিএম কিষান নিধি যোজনায় ই-কেওয়াইসি সম্পূর্ণ করেননি, তারা পি এম কৃষানের অফিসিয়াল এই https://pmkisan.gov.in ওয়েবসাইটটিতে আসবেন।
১. এরপর হোম পেজের একটু নিচে ফার্মার কর্নার এর অপশন গুলির মধ্যে থেকে ই-কেওয়াইসি (PM Kisan ekyc) এই অপশনটিকে ক্লিক করুন।
২. এরপর OTP Based eKYC নতুন একটি পেজ খুলবে, এবার সেখানে আধার নাম্বার চাইবে।
৩. এরপর সেখানে আবেদনকারীর নিজের আধার নম্বর লিখে সার্চ অপশনে ক্লিক করুন।
৪. এরপর আপনার নিজের আধার লিংক যুক্ত মোবাইল নম্বরটি ইন্টার করুন, এবং সেন্ড মোবাইল ওটিপি অপশনে ক্লিক করুন।
৫. এরপর আপনার আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেই ওটিপিটি ওটিপির জায়গায় বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইলে একটি কনফার্মেশন Massages যাবে যে আপনার রেজিস্ট্রেশন করা হয়েছে।
৬. আপনি যদি একজন যোগ্য সুবিধাভোগী হয়ে থাকেন তাহলেই পরবর্তী কিস্তি টাকা একাউন্টে ঢুকে যাবে।
৭. যারা নিজেরাই অনলাইনের মাধ্যমে বিনামূল্যে ই কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন না। তারা নিকটবর্তী সিএসসি সেন্টারগুলিতে গিয়ে সামান্য কিছু টাকার বিনিময় পিএম কৃষানের ই-কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন।
পিএম কিষানের ১৭ তম কিস্তি টাকা আপনি পাবেন কিনা কিভাবে চেক করবেন / PM Kisan Status Check 2024
pm kisan status check 2024 : PM কিষানের কিস্তির টাকা স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে পিএম কিষানের অফিসিয়াল এই https://pmkisan.gov.in ওয়েবসাইটটিতে আসতে হবে।
১. এরপর হোম পেজে থাকা ফার্মার কর্নার অপশন থেকে Know Your Status অপশনটিতে ক্লিক করুন।
২. এরপর নতুন একটি পেজ খুলবে সেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এবং ক্যাপচারের জায়গায় ক্যাপচার কার্ড বসিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করলেই আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি বসিয়ে সাবমিট করলেই আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। যে আপনার একাউন্টে আগের কিস্তির টাকা ঢুকেছে কিনা বা আগামী কিস্তি টাকা ঢুকবে কিনা সমস্ত কিছু জানতে পারবেন।
🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅