West Bengal OBC Certificate Re-Validation 2025 : আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্টস

West Bengal OBC Certificate Re-Validation 2025 : আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্টস wb sain blog

West Bengal OBC Certificate Re-Validation 2025 : OBC ক্যাটাগরির আওতাভুক্ত পশ্চিমবঙ্গের সকল নাগরিকে – সেটা হোক OBC-A কিংবা OBC-B, তাদের সকলকেই এখন বিদ্যমান OBC সার্টিফিকেটের Re-Validation এর জন্য অনলাইন আবেদন করতে হবে। যাদের OBC-B থেকে OBC-A হয়েছে বা OBC-A থেকে OBC-B হয়েছে কিংবা যাদের হয়নি, সকলকেই এখন তাদের OBC সার্টিফিকেটের জন্য Re Validation করাতে হবে

West Bengal OBC Certificate Re-Validation 2025

সাম্প্রতিক 2025 এর নতুন আপডেট অনুযায়ী, জাতিগত শংসাপত্রের অফিসিয়াল পোর্টাল এ একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে OBC Certificate Re-Validation এর জন্য। সেই ওবিসি পোর্টালের মাধ্যমে এখন আপনাকে ওবিসি সার্টিফিকেট পুনরায় বৈধকরণের জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

OBC সার্টিফিকেটে Re Validation / পশ্চিমবঙ্গ ওবিসি সার্টিফিকেট

পশ্চিমবঙ্গ ওবিসি সার্টিফিকেট পুনরায় বৈধকরণ (OBC Certificate Re-Validation) বলতে বোঝানো হচ্ছে, আপনার কাছে থাকা OBC-A কিংবা OBC-B Caste Certificate কে নতুন করে বৈধতা ও যাচাই প্রদানের প্রক্রিয়া। শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই OBC Certificate Re Validation হবে না — এরজন্য আবেদনকারীদেরকে নির্ধারিত প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন ফর্মটি নিজ নিজ SDO অফিসে জমা দিতেও হবে।

OBC Certificate Re-Validation 2025 West Bengal Online Apply

১) প্রথমে আপনাকে Cast Certificate এর অফিসিয়াল castcertificatewb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর OBC অপশনে ক্লিক করুন।

৩) এরপর প্রথমেই Apply For OBC অপশনে ক্লিক করে

৪) এরপর Do you have any Digitized Caste Certificate থেকে Yes সিলেক্ট করুন।

৫) এরপর নিচে আপনার WB0502OBCXXXXXX সার্টিফিকেট নাম্বার উল্লেখ করুন ও সার্টিফিকেট তৈরির তারিখ (Issue Date) উল্লেখ করে সার্চে অপশনে ক্লিক করুন।

৬) এরপর সার্টিফিকেট এর সমস্ত তথ্যনিচে চলে আসবে, যেসব ফাঁকা বক্স রয়েছে তা সঠিকভাবে
পূরণ করুন ও পাসপোর্ট সাইজের কালার ফটো ও BDO Income Certificate আপলোড করে সাবমিট করুন।

৭) আপনার আবেদন হয়ে গেলে – আবেদন ফর্ম, সার্ভিস ডিটেইলস ফর্ম ও Acknowledgement কপি প্রিন্ট করুন।

৮) এরপর আবেদন ফর্মে নির্ধারিত জায়গায় আবেদনকারীর সিগনেচার করে, ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র
সহকারে নিকটবর্তী SDO অফিসে জমা করুন।

৯) এরপর সার্টিফিকেট SDO অফিস থেকে এপ্রুভ হলে, অনলাইন ডাউনলোড করতে পারবেন ডিজিটাল OBC Certificate

OBC Certificate Re-Validation / পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট পুনরায় বৈধকরণ এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস তালিকাঃ

  1. অনলাইন ফর্ম (পুনরায় বৈধকরণ) – Online Form (Re-validate)
  2. জন্ম সার্টিফিকেট** Birth Certificate**

3.আধার কার্ড – Aadhaar Card

  1. ভোটার কার্ড – Voter Card
  2. ওবিসি সার্টিফিকেট – OBC Certificate
  3. Passport size photo 1 Copy – পাসপোর্ট সাইজ ছবি ১ কপি
  4. আয় সার্টিফিকেট (এস.ডি.ও। বি.ডি.ও) – Income Certificate (SDO/BDO)
  5. আবাসিক সার্টিফিকেট (এস.ডি.ও)। বসবাসের প্রমাণপত্র (বি.ডি.ও) – Domicile Certificate (SDO) / Residential (BDO)
  6. পিতার ভোটার কার্ড – Voter of Father
  7. পিতার আধার কার্ড – Aadhaar of Father
  8. ১৯৯৩ সালের আগের জমির প্রমাণ Land Proof before 1993
  9. বংশ তালিকা পরিবারের (Chairman + EO / প্রধান + EA) – Genealogical Table (EO Pradhan + EA / চেয়ারম্যান + )
  10. স্বঘোষণা পত্র (আবেদনকারী/পিতা/মাতা) – Self-Declaration (Applicant/Father/Mother)
  11. পিতামাতার পক্ষে জাতি শংসাপত্র – OR Parental Side Caste Certificate
  12. পঞ্চনামা – Panchanama
  13. যদি SL No 14 না থাকলে তাহলে SL NO 15 লাগবে…।

✅👉 আরো পড়ুন » Voter Card SIR 2025 : নাগরিকত্ব প্রমাণ নিয়ে আঁধার, ভোটার ও রেশন এখন সুপ্রিম কোর্টে! নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্তে তোলপাড়

🔥🔥🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥🔥🔥🔥

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

Scroll to Top