Bangla awas Yojana online application : বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গৃহীন পরিবারের পেয়ে যান এক লক্ষ কুড়ি হাজার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি রয়েছে যেমন লক্ষী ভান্ডার, কন্যাশ্রী,যুবশ্রী,রূপশ্রী,শিক্ষাশ্রী,বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ইত্যাদি ঠিক তেমনি যাদের থাকার জন্য ভালো ভালো বাড়ি বা মাথার উপরে ছাদ নেই কিংবা পাকা বাড়ি নেই তাদের জন্য রাজ্য সরকারের একটি প্রকল্প যার নাম বাংলা আবাস যোজনা প্রকল্প।
বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গৃহীন পরিবারের পেয়ে যান ১ লক্ষ্য ২০ হাজার টাকা। বাংলা আবাস যোজনা প্রকল্পে গৃহীন পরিবারদের তিনটি কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রথম কিস্তিতে টাকা দেওয়া হয় 60000 টাকা এরপর দ্বিতীয় কিস্তি 50000 টাকা ও তৃতীয় কিস্তি 10000 টাকা, মোট তিন কিস্তিতে 120000 টাকা ব্যাংক একাউন্টে পাঠানো হয় বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি বানানোর জন্য। Bangla awas Yojana online application
বাংলা আবাস যোজনা তে আবেদন করার শর্ত কি কি ? What are the conditions to apply for Bangla Awas Yojana
বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদনের জন্য কয়েকটি শর্ত আপনাদের মানতে হবে। সেই শর্তগুলি নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
১) বাংলা আবাস যোজনা আবেদনের (Banglar Awas Yojana Application) জন্য পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) বাংলা আবাস যোজনা আবেদনের জন্য BPL পরিবারে অন্তর্গত থাকতে হবে।
৩) পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার নিচে হতে হবে।
৪) পরিবারের মধ্যে কোন সদস্যের সরকারি চাকরি (Government Jobs) থাকা চলবে না।
৫) পরিবারের কোন সদস্য এর আগে বাংলা আবাস যোজনা সুবিধা (Banglar Awas Yojana Benefits) পাননি, এমন পরিবার বাংলা আবাস যোজনায প্রকল্পে আবেদন (Banglar Awas Yojana Application)করতে পারবেন।
বাংলা আবাস যোজনা আবেদন করার পদ্ধতি? How to apply for Bangla Awas Yojana?
বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি বানানোর জন্য আপনি অনলাইন (Online) অথবা অফলাইন (Offline) দুটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন।
বাংলা আবাস যোজনা অনলাইনে আবেদন পদ্ধতি! Bangla Awas Yojana online application process!
1) বাংলা আবাস যোজনা আবেদনের জন্য প্রথমে আপনাকে এর অফিসিয়াল এই https://pmayg.nic.in ওয়েবসাইটে আসতে হবে।
2) এরপর Login অপশনে ক্লিক করে (ID password)আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করতে হবে।
৩) এরপর (Personal Details) পার্সোনাল ডিটেলস -এ ক্লিক করে আবেদনকারীর নাম ঠিকানা মোবাইল নম্বর ইত্যাদি বসিয়ে দিতে হবে।
৪) এরপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস (Bank Account Details) ক্লিক করে ব্যাংকের নাম IFSC কোড অ্যাকাউন্ট নাম্বার ( Account Number) ইত্যাদি বসিয়ে দিতে হবে।
৫) এর পরবর্তী ধাপে জব কার্ড নাম্বার ( Job Card Number) বসিয়ে দিতে হবে।
৬) এরপর সবকিছু ঠিকঠাক ভাবে ফিলাপ করে সাবমিট (Submit) করলেই আপনার আবেদন (application) হয়ে যাবে।
✅ আরও পড়ুন: Driving Licence: রাজ্যের নতুন সিদ্ধান্ত, জুন মাস থেকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে মিলবে?
বাংলা আবাস যোজনা অফলাইনে আবেদন পদ্ধতি Bangla Awas Yojana Offline Application Procedure:
বাংলা আবাস যোজনা প্রকল্পে অফলাইনে আবেদন করতে আপনার নিকটবর্তী ভিডিও অফিসে গিয়ে ফরম সংগ্রহ করতে হবে তারপর তা ফিলাপ করে উপযুক্ত ডকুমেন্ট সহকারে জমা করতে হবে। এরপর আপনার আবেদন খতিয়ে দেখা হবে সবকিছু ঠিকঠাক থাকলে আপনিও এই বাংলা আবাস যোজনা প্রকল্পে সুবিধা পাবেন। এবং এরপর আপনার নাম বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন লিস্টে চলে আসবে। Bangla awas Yojana online application
আপনার নাম আবাস যোজনা লিস্টে আছে কিনা সেটা কিভাবে চেক করবেন বা লিস্ট ডাউনলোড করবেন।
বাংলা আবাস যোজনা ফাইনালিস্ট ডাউনলো
১) বাংলার আবাস যোজনার ফাইনাল লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে এর https://pmayg.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Awaassoft > Report অপশনে ক্লিক(Option Click) করতে হবে।
৩) এর পরবর্তী পেজে (Beneficiary Details for Verification)বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন অপশন এ ক্লিক করুন।
4) এরপর পরবর্তী পেজে রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ও কত সালের লিস্ট ডাউনলোড করতে চান বা দেখতে চান তা সিলেক্ট করে সাবমিট করলেই নতুন লিস্ট চলে আসবে।
এইভাবে আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পে নতুন করে আবেদন করতে পারবেন এবং আপনার আবেদনের স্ট্যাটাস বা লিস্ট ডাউনলোড করতে পারবেন। Bangla awas Yojana online application
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 Aadhar Card update: এই তারিখের মধ্যে করতে হবে আপডেট! না হলে আধার কার্ডে লাগবে নতুন চার্জ ।