Government alert on Ration Card : কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সকল নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য যৌথ উদ্যোগে সরকারের তরফে এই রেশন কার্ডের (RATION CARD) মাধ্যমে চাল, গম,ও অন্যান্য সকল খাদ্য সামগ্রী বিনামূল্যে বা স্বল্পমূল্যে রেশন ডিলারদের মাধ্যমে প্রদান করে থাকে। যেকোনো মাস শুরু হলেই সকল গরিব ও মধ্যবিত্ত মানুষেরা রেশন দোকানের উপস্থিত হন। কারন আমাদের দেশের অনেক মানুষ এখনো পর্যন্ত এই রেশন দোকানের পাওয়ার খাদ্য সামগ্রীক এর উপরে নির্ভরশীল। ভারতের মতো দেশে কোটি কোটি নাগরিকদের কাছে এই রেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবায় পরিণত হয়েছে।
ভারতে রেশনের কার্ডের গুরুত্ব কি ? What is the importance of Ration Card in India? Government alert on Ration Card
দেশের ৮০ কোটির বেশি মানুষের কাছে এই রেশন ব্যবস্থা পৌঁছে গিয়েছে। এবং তারা খুব ভালোভাবে এই রেশন পরিষেবার গুরুত্ব টের পায়। বিশেষ করে এই রেশন ব্যবস্থার গুরুত্ব সবচেয়ে বেশি টের পাওয়া গিয়েছিল কোভিড অতিমারির সময় বা লোকডাউনের সময়। এই রেশন পরিষেবা ভারতীয় নাগরিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হওয়ার কারণে এর কোন ছোটখাটো পরিবর্তন করলেই তার প্রভাব উপভোক্তাদের উপরে এসে পড়ে। Government alert on Ration Card
সরকারের তরফে রেশন কার্ড নিয়ে কি সতর্ক করা হয়েছে ? What has been warned about the ration card by the government?
অনেকেই আবার এই গুরুত্বপূর্ণ পরিসেবাকে হাতিয়ার করে এমন এমন ফাঁদ পাচ্ছেন, যে ফাঁদে পড়ে পকেট ফাঁকা হতে পারে বা ব্যাংক একাউন্ট খালি হতে পারে সাধারণ খেটে খাওয়া মানুষদের। সুতরাং রেশন কার্ড থাকলে এমন ফাঁদে পড়ার আগেই অবশ্যই সতর্ক হয়ে যান। সময়ের পরিপেক্ষিতে সরকারের তরফ থেকে রেশন তালিকায় থাকা উপভোক্তাদের নাম আপডেট করা হয়। এক্ষেত্রে অনেক উপভোক্তার নাম তালিকায় যুক্ত করা হয়, আবার অনেক উপোক্তার নাম তালিকা থেকে বাদ যায়।এমন পরিস্থিতিতে প্রতারকরা নাম বাদ দেওয়া ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করেন এবং তাদের ফোন নম্বরে বিভিন্ন লোভনীয় বার্তার মাধ্যমে লিঙ্ক পাঠায়। Government alert on Ration Card
✅ আরও পড়ুন: Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!
এছাড়াও প্রতারকরা যে সকল উপভোক্ততারাও সক্রিয় উপভোক্তা হিসেবে রয়েছেন তাদেরকেও বিভিন্ন ধরনের এসএমএস (SMS) এর মাধ্যমে প্রলোভন দেখানো হয়। যেমন বিভিন্ন বেনিফিট বা বিনামূল্যে রেশনের প্রাপ্য টাকা একাউন্টে পাঠানো হবে ইত্যাদি। এই ধরনের বার্তা বা এসএমএস এর সঙ্গে আরও একটি লিঙ্ক জুড়ে দেওয়া হয়। আর গ্রাহকদের বলা হয় সেই সকল লিংকে ক্লিক করতে হবে। আর এই ধরনের লিংকে ক্লিক করা মানেই বিপদ ডেকে আনা। আর এই ধরনের লিংকে ক্লিক করলেই পকেট ফাঁকা বা ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে আপনার। তাই এই ধরনের এসএমএস বা বার্তা থেকে আপনারা নিজেকে এড়িয়ে চলুন।Government alert on Ration Card
রেশন গ্রাহকদের এমন পরিপেক্ষিতে সরকারের তরফ থেকে সতর্ক বার্তা হিসাবে। জারি করে জানানো হয়েছে, রেশন কার্ড সংক্রান্ত কেওয়াইসি অথবা এই ধরনের কোন এসএমএস (SMS) বা বার্তা এলে সেই সকল এসএমএস (SMS) বা বার্তার সঙ্গে লিংকে LINK যেন ক্লিক করা না হয়। এই ধরনের প্রতারণামূলক লিংকে ক্লিক করলেই উপভোক্তাদের একাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে কোন কিছু বুঝে কোথায় উঠার আগেই বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই নিজেই সতর্ক হোন, এবং আপনারা আশেপাশে মানুষকেও সতর্ক করুন। Government alert on Ration Card
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 Aadhar Card update: এই তারিখের মধ্যে করতে হবে আপডেট! না হলে আধার কার্ডে লাগবে নতুন চার্জ ।