
SIR Hearing Online 2026: SIR শুনানি অনলাইন নথি জমা, SIR শুনানিতে আর সশরীরে হাজিরা দিতে হবে না। নির্বাচন কমিশনের নতুন নিয়মে ঘরে বসে মোবাইল থেকেই ভোটাররা নথি জমা দিতে পারবেন। জানুন সম্পূর্ণ প্রক্রিয়া ও বৈধ ১৩টি নথির তালিকা।
SIR Hearing Online 2026: SIR শুনানিতে আর হাজিরা নয়: ঘরে বসেই মোবাইলে নথি জমার সুবিধা চালু করল নির্বাচন কমিশন
ভোটারদের জন্য বড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন। SIR (Special Intensive Revision) শুনানিতে আর সশরীরে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই—এমনটাই জানানো হয়েছে কমিশনের নতুন নির্দেশিকায়।
পড়াশোনা, চাকরি, চিকিৎসা বা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের কারণে যাঁরা নিজের বাড়ির বাইরে বা বিদেশে রয়েছেন, তাঁদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই যেসব ভোটার SIR শুনানির নোটিশ পেয়েছেন, তাঁদের আর শুনানি কেন্দ্রে যেতে হবে না। এখন ঘরে বসেই মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে প্রয়োজনীয় নথি অনলাইনে জমা দেওয়া যাবে।
আগের নিয়মে কী ছিল, নতুন নিয়মে কী বদলাল? / Election Commission New Rule
এর আগে নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল—SIR শুনানিতে পরিবারের কোনো এক সদস্য উপস্থিত থাকলেই শুনানি সম্পন্ন হবে।
কিন্তু নতুন নির্দেশিকায় সেই বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ, এবার আর পরিবারের কাউকেও শুনানি কেন্দ্রে যেতে হবে না।
কীভাবে অনলাইনে SIR শুনানির নথি জমা দেবেন? (ধাপে ধাপে) / Voter Document Upload
SIR নোটিশের বিপরীতে নথি জমা দিতে হলে নিচের ধাপগুলি অনুসরণ করুন—
1️⃣ মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপ থেকে voters.eci.gov.in ওয়েবসাইটে যান
2️⃣ হোমপেজে থাকা Sign Up অপশনে ক্লিক করুন
3️⃣ মোবাইল নম্বর, ই-মেইল আইডি ও ক্যাপচা দিয়ে Continue করুন
4️⃣ মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফাই করুন
5️⃣ রেজিস্ট্রেশন সম্পন্ন হলে Login করে OTP দিয়ে প্রবেশ করুন
6️⃣ হোমপেজে থাকা “Submit Document Against Notice Issued” অপশনে ক্লিক করুন
7️⃣ যাঁর নামে SIR নোটিশ জারি হয়েছে, তাঁর ভোটার নম্বর দিয়ে OTP পাঠান
8️⃣ ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইলে আসা OTP দিয়ে নোটিশ দেখুন
9️⃣ প্রয়োজনীয় নথি আপলোড করুন, আধার ভেরিফিকেশন করে Submit করুন
✔️ কাজ সম্পন্ন।

গুরুত্বপূর্ণ শর্ত / Voter Document Upload
শুধুমাত্র নির্বাচন কমিশন নির্ধারিত ১৩টি নথিই আপলোড করা যাবে
ভোটার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক
📄 কোন কোন ১৩টি নথি বৈধ হিসেবে গ্রহণ করা হবে?
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী বৈধ নথিগুলি হল—
1️⃣ কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র / পেনশন পেমেন্ট অর্ডার
2️⃣ ১ জুলাই ১৯৮৭-র আগের নথি
3️⃣ জন্ম শংসাপত্র
4️⃣ পাসপোর্ট
5️⃣ শিক্ষাগত শংসাপত্র
6️⃣ ডোমিসাইল শংসাপত্র
7️⃣ বনাধিকার শংসাপত্র
8️⃣ জাতিগত শংসাপত্র
9️⃣ NRC-তে নাম
🔟 Family Register
1️⃣1️⃣ সরকারের দেওয়া জমির নথি
1️⃣2️⃣ আধার কার্ড
1️⃣3️⃣ বিহারের SIR সংক্রান্ত নথি
📅 গুরুত্বপূর্ণ তারিখ এক নজরে / SIR Notice Submit
🗓️ ভোটার তালিকায় নাম তোলা/বাদ দেওয়ার সময়সীমা: ১৯ জানুয়ারি পর্যন্ত
🗓️ SIR শুনানি ও যাচাইকরণ চলবে: ৭ ফেব্রুয়ারি পর্যন্ত
🗓️ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ভোটারবান্ধব। এতে একদিকে যেমন সাধারণ মানুষের হয়রানি কমবে, তেমনই বাইরে থাকা লক্ষ লক্ষ ভোটার সহজেই নিজেদের ভোটার তালিকার নাম সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন—একদম ঘরে বসেই, শুধু মোবাইলের মাধ্যমে।
✅👉 আরো পড়ুন » Krishak Bandhu Payment 2026: কৃষক বন্ধু টাকা দিলো ২০২৬, পেলেন কি না অনলাইনে চেক করুন এইভাবে! কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2026?
✅👉 আরো পড়ুন » Ration Card Update 2026: জানুয়ারি ২০২৬ থেকে রেশন নিয়মে বড় বদল: কোন কার্ডে কত চাল ও আটা মিলবে?
✅👉 আরো পড়ুন » Ujjwala Yojana 3.0: ফ্রি গ্যাস কানেকশন | উজালা যোজনা ফ্রী গ্যাস কানেকশন ২০২৬ | নতুন আবেদন, যোগ্যতা ও সম্পূর্ণ তথ্য
🔥 ✅নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন।✅ 🔥
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅


