WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Yuvasree Prakalpa 2024 – যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই ₹১৫০০ টাকা! কারা আবেদন করতে পারবেন জানুন বিস্তারিত।

Yuvasree Prakalpa 2024 - যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই ১৫০০ টাকা! কারা আবেদন করতে পারবেন জানুন বিস্তারিত। WB SAIN BLOG
Yuvasree Prakalpa 2024 – যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই ১৫০০ টাকা! কারা আবেদন করতে পারবেন জানুন বিস্তারিত। WB SAIN BLOG

Yuvasree Prakalpa : পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বেকার যুবক যুবতীদের জন্য নতুন বছরে যুবশ্রী প্রকল্পের আবেদন শুরু হল। এই যুবশ্রী প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক ছেলেমেয়েদেরকে ₹১৫০০ টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের আপনি কি একজন বেকার চাকরিপ্রার্থী? বহুদিন চেষ্টা করেও আপনি একটি চাকরি যোগাড় করতে পারেননি? এবার আর চিন্তা নেই আপনার। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে বেকারদের জন্য এক দারুণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সরকারের পক্ষ থেকে কি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কারা কারা এই প্রকল্পে ১৫০০ টাকা করে পাবেন? কারা কারা পাবেন না? কবে থেকে আবেদন করতে পারবেন? কি কি যোগ্যতা লাগবে? সমস্ত কিছু জানাবো আজকে এই প্রতিবেদনে তাই সম্পূর্ণ পড়ুন।

Yuvasree Prakalpa 2024

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একাধিক বিভিন্ন প্রকল্পের মধ্যে যুবশ্রী প্রকল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে। অর্থাৎ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক ₹১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। ২০১৩ সাল থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে মাসিক ভাতা পেয়ে থাকেন। এই প্রকল্পের মাধ্যমে 18 বছর পার হওয়ার পরও যদি কোন বেকার যুবক-যুবতী চাকরি না পেয়ে থাকেন তাহলে প্রতি মাসে তাকে ১৫০০ টাকা করে নিশ্চিত ভাতা প্রদান করে থাকে রাজ্য সরকার। এখানে রাজ্যের যেকোনো প্রান্তের বাসিন্দা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

✅👉 আরো পড়ুন » Lakshmir Bhandar new update 2024 – লক্ষীর ভান্ডার প্রকল্পে এবার পাবেন ₹১০০০ ও ₹১২০০ টাকা করে, কারা কারা পাবেন? কবে থেকে পাবেন? জানুন বিস্তারিত।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিখ্যাত কিছু প্রকল্পগুলির মধ্যে যুবশ্রী প্রকল্প অন্যতম একটি প্রকল্প। কর্মহীন বেকার যুবক-যুবতীদের এই প্রকল্পের আওতায় ভাতা প্রদান করা হয়ে থাকে। শিক্ষিত বেকার যুবক-যুবতীদের রাজ্য সরকার আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের তরফে ২০১৩ সালে এই যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন। প্রতিমাসে এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের ব্যাংক একাউন্টে ১৫০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পে আবেদন করলে আপনি শুধু ভাতা পাবেন তাই না তার সঙ্গে কাজের প্রশিক্ষণ দেওয়া হয়ে হবে।

যুবশ্রী প্রকল্প কি?

২০১৩ সালে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে এই যুবশ্রী প্রকল্পটি চালু করেছিলেন। এই যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের শিক্ষিত যে সকল বেকার যুবক যুবতী চাকরি পাননি অর্থাৎ বেকার তাদেরকে ভাতা প্রদান করা হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রতিমাসে ₹১৫০০ টাকা করে পাবেন এই যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই।

✅👉 আরো পড়ুন » Aikyashree Scholarship 2024 – ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে কিভাবে আবেদন করবেন! কারা কারা আবেদন করতে পারবেন? জানুন বিস্তারিত।

১ অক্টোবর ২০১৩ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 18 থেকে 45 বছর বয়সী শিক্ষিত বেকার যুবকদের জন্য এই যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পে আবেদন করতে নিম্নতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থাকতে হবে যুবকদের। তাহলেই প্রতি মাসে ১৫০০ টাকা করে পেয়ে যাবেন এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। অবশ্যই রাজ্যে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের তালিকা বেড়ে চলেছে। তাই রাজ্য সরকার শিক্ষিতদের পাশে দাঁড়াতে এই যুবশ্রী প্রকল্পের সূচনা করেন।

WB SAIN BLOG Google News
WB SAIN BLOG Google News

যুবশ্রী প্রকল্পের বিবরণ ২০২৪

প্রকল্পের নামযুবশ্রী প্রকল্প
আবেদন করার পদ্ধতিঅনলাইন আবেদন
প্রকল্পটি কে চালু করেছেনপশ্চিমবঙ্গের রাজ্য সরকার
বিভাগপশ্চিমবঙ্গ শ্রম বিভাগ
অবস্থানচলমান
যুবশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল১ অক্টোবর ২০১৩
টাকার পরিমান₹ ১৫০০ টাকা
পড়াশুনার যোগ্যতামাধ্যমিক পাস হইতে উচ্চশিক্ষিত হলো অসুবিধা নেই
অফিসিয়াল ওয়েবসাইটhttps://employmentbankwb.gov.in
হেল্পলাইন নাম্বার০৩৩২২৩৭ ৬৩০০
ইমেইলemployment_bank_wb@wb.gov.in

যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য কারা কারা যোগ্য?

১. এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. যেকোনো সরকারি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে নিম্নতম যোগ্যতা অষ্টম পাস থাকতে হবে।

৩. এই প্রকল্পে আবেদনের জন্য আপনার একটি Employment Exchange Card থাকতে হবে।

৪. আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরে ঊর্ধ্বে হতে হবে।

৫. আবেদনকারী একটি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে।

যুবশ্রী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে আবেদনের জন্য

যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী যে সমস্ত কাগজপত্র লাগবে তা নিম্নরূপে বিস্তারিত জানানো হলো

১. আবেদনকারীর আধার কার্ড রেশন কার্ড কিংবা ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এর মতো যে কোন একটি ফটো আইডি গ্রুপ লাগবে।

২. পাসপোর্ট সাইজের ছবি

৩. আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জেরক্স কপি।

৪. আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট পাস বইয়ের প্রথম পাতার জেরক্স কপি।

৫. আবেদনকারীর স্থায়ী বাসস্থানের প্রমাণপত্রের জেরক্স কপি।

৬. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট জেরক্স কপি।

৭. আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরেস কপি।

যুবশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতি! / yuvashree prakalpa online apply 2024

yuvashree prakalpa online apply 2024 : যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিশিয়াল এই https://employmentbankwb.gov.in ওয়েবসাইটটিতে আসতে হবে।

Yuvasree-Prakalpa-2024-যুবশ্রী-প্রকল্পে-আবেদন-করলেই-১৫০০-টাকা-কারা-আবেদন-করতে-পারবেন-জানুন-বিস্তারিত।
Yuvasree-Prakalpa-2024-যুবশ্রী-প্রকল্পে-আবেদন-করলেই-১৫০০-টাকা-কারা-আবেদন-করতে-পারবেন-জানুন-বিস্তারিত।

1) এরপর নিউ এনরোলমেন্ট জব সেকার (New Enrollment Job Seeker) এই অপশনটিতে ক্লিক করলেই Terms and Condition অপশনটি খুলবে এবং সেখানে টিক মার্ক দিয়ে Accept & Continue অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই নতুন একটি আবেদনপত্র খুলে আসবে। এরপর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।

Yuvasree-Prakalpa-2024-যুবশ্রী-প্রকল্পে-আবেদন-করলেই-১৫০০-টাকা-কারা-আবেদন-করতে-পারবেন-জানুন-বিস্তারিত।
Yuvasree-Prakalpa-2024-যুবশ্রী-প্রকল্পে-আবেদন-করলেই-১৫০০-টাকা-কারা-আবেদন-করতে-পারবেন-জানুন-বিস্তারিত।

ব্যক্তিগত তথ্য: যেমন নিজের নাম, বাবা / মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, লিঙ্গ, জাতি, ধর্ম, বৈবাহিক অবস্থা, জন্ম তারিখ, সহ বিভিন্ন তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

যোগাযোগের তথ্য: যেমন ঠিকানা, রাজ্য, জেলা, পিন কোড, মোবাইল নম্বর, ইমেইল আইডি, ইত্যাদি সঠিক হয় পূরণ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে আপনাকে সঠিক তথ্য দিতে হবে যেমন কোন পরীক্ষায় উত্তীর্ণ, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, কোন রাজ্য থেকে এবং কোন সালে পরীক্ষায় পাশ করেছেন কত নম্বর পেয়েছেন সমস্ত কিছু সঠিকভাবে দিতে হবে।

ভাষা : এখানে আপনি আপনার মাতৃ ভাষা সিলেট করবেন, বা কোন ভাষায় পড়তে পারেন বা লিখতে পারেন সেটা এখানে আপনাকে সিলেট করতে হবে।

শারীরিক পরিমা : এখানে আপনাকে আপনার শরীরের উচ্চতা ওজন চওড়া এবং ফটো আপলোড করতে হবে।

কাজের অভিজ্ঞতার তথ্য : যদি আপনার কোন কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এখানে সেই তথ্য দিতে হবে আপনাকে।

অতিরিক্ত তথ্য : এখানে আপনি আপনার বাসস্থানের প্রমাণ তথ্য দিতে হবে।

এরপর ক্যাপচার এর জায়গা ক্যাপচার দিয়ে টাম এন্ড কন্ডিশনে অপশনে টিকমার্ক দিয়ে সাবমিট বণ্টন ক্লিক করতে হবে।

✅👉 আরো পড়ুন » BSNL Free Broadband Connection 2024 – বিনামূল্যে বাড়ি বাড়ি ব্রডব্যান্ড কানেকশন বা ওয়াইফাই ইনস্টল করছে BSNL। আবেদন কিভাবে করবেন জানুন?

এরপর নেক্সট অপশনে ক্লিক করে পরের পেজে গিয়ে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
এরপর অনলাইনের মাধ্যমে একটি রশিদ দেওয়া হবে সেখানে আবেদনকারীর জন্য একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড লেখা থাকবে।

এরপর ওই আবেদনপত্র এবং রশিদ প্রিন্ট করে নিতে হবে এবং সমস্ত ডকুমেন্টস সহ আবেদনকারী কে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে এবং সেখানে সমস্ত কিছু জমা দিতে হবে।

ফ্রম সহ ডকুমেন্ট জমা দিলেই আবেদনকারীর মোবাইলে একটি otp আসবে এবং otv ভেরিফাই হয়ে গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে আবেদনকারী কে একটি এমপ্লয়মেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেওয়া হবে।

এটিই হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড।

🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG