Ration Card Aadhar Link Check : আপনারা যারা নিয়মিত রেশনের খাদ্য সামগ্রী রেশন দোকান থেকে তুলছেন, যেমন চাল গম আটা-ছলা চিনি ময়দা ইত্যাদি রেশন সামগ্রিক তুলে আসছেন। তাদের জন্য রয়েছে নতুন একটি নিয়ম। এই নতুন নিয়ম টি যারা মানবেন না তারা আর পাবেন না রেশন সামগ্রী। তো কি এই নতুন নিয়ম? নতুন নিয়মে কি কি বলা হয়েছে? কি কি করতে হবে? সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে তাই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।
Ration Card Aadhar Link Check 2024
রেশন দোকান থেকে আপনারা যারা নিয়মিত রেশন সামগ্রিক তুলে আসছেন, তাদের মধ্যে বেশকিছু রেশন গ্রাহকদের একটি বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং রেশন ডিলার আপনাকে জানাচ্ছে যে আগামী মাস থেকে আপনি আর রেশন সামগ্রিক পাবেন না। কারণ আপনার রেশন কার্ডটি ডেমো অথার ( Ration Card DemoAuther ) হয়ে গেছে, এর জন্যই আপনি আর রেশন সামগ্রিক পাবেন না। তো কি এই ডেমো অথার এর জন্য কি করতে হবে তো চলুন নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আপনাদের ডিজিটাল রেশন কাডে রেশন ডিলার আর রেশন খাদ্য সামগ্রিক দিতে চাইছেন না, অর্থাৎ আপনার ডিজিটাল রেশন কার্ডের স্ট্যাটাস চেক করলে ডেমো অথার শো করছে। তাহলে এই সমস্যাকে এক মিনিটেই আপনার স্মার্টফোনের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন।
রেশন কার্ডের স্ট্যাটাস চেক / Ration Card Status Check
Ration Card Status Check : আপনাদের যাদের রেশন কার্ডের স্ট্যাটাস চেক করলে ডেমো অথার শো করছে। সেই সমস্ত রেশন কার্ডগুলিকে আপনারা কিভাবে একটিভ করবেন চলুন জেনে নেওয়া যাক। রেশন কার্ডটিকে এক্টিভ করার জন্য প্রথমে আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল এই https://food.wb.gov.in ওয়েবসাইটটিতে আসতে হবে। এরপর একটু নিচের দিকে স্পেশাল সার্ভিস এর মধ্যে থেকে ভেরিফাই রেশন কার্ড এই অপশনটিকে সিলেট করুন।
এরপর নতুন একটি পেজ ওপেন হবে, এখানে দেখতে পাবেন Check Ration Card Status এবং নিচের দিকে দেখতে পাবেন রেশন কার্ড নম্বর এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে ক্যাপচারের জায়গায় ক্যাপচার বসিয়ে সার্চ বটমে ক্লিক করলি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস শো করে যাবে। এখানে যদি আপনার কার্ডটির রং সবুজ রঙের শো করে তাহলে বুঝবেন আপনার কার্ডটি একটিভ আছে, আর যদি রেশন কার্ডটি লাল কালার বা হলুদ কালার অথবা নীল রঙের দেখায় তাহলে বুঝবেন আপনার রেশন কার্ডটির মধ্যেই কোন সমস্যা রয়েছে। এবং আপনার রেশন কার্ডটিকে আঁধার ই-কেওয়াইসি করতে হবে।
রেশন কার্ড ই-কেওয়াইসি Ration Card eKYC
রেশন কার্ডের ইকোয়াইসি করার জন্য প্রথমে আপনাকে খাদ্য দপ্তরে অফিসিয়াল এই https://food.wb.gov.in ওয়েবসাইটটি ওপেন করতে হবে এরপর স্পেশাল সার্ভিসের মধ্যে থেকে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড link Aadhaar with ration card এই অপশনটিতে ক্লিক করলেই নতুন একটি পেজ ওপেন হবে।
এখানে Link Aadhaar with Ration Card (Active and Deactive) E-Kyc এর নিচে আপনার রেশন কার্ডের নম্বরটি সঠিকভাবে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার রেশন কার্ডের তথ্য প্রদর্শিত হবে। অর্থাৎ নাম গার্জিয়ান নাম আধার কার্ড নম্বর মোবাইল নম্বর এবং আধার লিঙ্ক স্ট্যাটাস শো করবে।
এর নিচের দিকেই লিঙ্ক আধার এন্ড মোবাইল নাম্বার এই অপশনে চেক মার্ক দিলেই আধার নম্বর একটি অপশন চলে আসবে এখানে আপনার আধার কার্ডের নম্বরটি দিয়ে নীচের চেকবক্সে চেক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলেই আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটি ওটিপির জায়গায় বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার সামনে আপনার আধারের ডিটেলস শো করবে। যেমন নাম, কেয়ার অফ, জন্ম তরিখ ,জেলা, পিন কোড, প্রদর্শিত হবে।
এরপর ভেরিফাই অ্যান্ড সামমিট এই অপশনে ক্লিক করলেই আপনার রেশন কার্ডটির ই-কোয়াইসি কমপ্লিট হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার রেশন কার্ডটি একটিভ স্ট্যাটাস শো করবে অর্থাৎ সবুজ রঙের শো করবে। এইভাবেই আপনারা আপনার ডেমো অথার এই রেশন কার্ডটিকে অ্যাক্টিভ করে নিতে পারবেন।
🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন।
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅