WhatsApp Group Join Now
Telegram Group Join Now

How to Apply New PAN Card 2.0 : ফ্রিতে নতুন প্যান কার্ড ২.০ দিচ্ছে সরকার! কিভাবে আবেদন করবেন, জানুন বিস্তারি

How to Apply New PAN Card 2.0 : ফ্রিতে নতুন প্যান কার্ড ২.০ দিচ্ছে সরকার! কিভাবে আবেদন করবেন, জানুন বিস্তারি WB SAIN BLOG
How to Apply New PAN Card 2.0 : ফ্রিতে নতুন প্যান কার্ড ২.০ দিচ্ছে সরকার! কিভাবে আবেদন করবেন, জানুন বিস্তারি WB SAIN BLOG

How to Apply New PAN Card 2.0 : কেন্দ্রীয় সরকার নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে তাই সাম্প্রতিক সময় সবচেয়ে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে নতুন প্যান কার্ড ২.০ তৈরির ঘটনাটি। এখন সবার এই একটাই চিন্তা রয়েছে যে এই নতুন প্যান কার্ডটি কিভাবে পাওয়া যাবে? আবেদনটি বা কিভাবে করতে হবে? মানুষের মনে এই সমস্ত কিছু নিয়ে একাধিক প্রশ্ন জন্ম নিয়েছে। আর তাই আপনাদের এই প্রশ্নের উত্তর বিস্তারিত জানাবো আজকে এই প্রতিবেদনের মাধ্যমে।

How to Apply New PAN Card 2.0 / কিভাবে নতুন প্যান কার্ড 2.0 আবেদন করবেন

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পুরনো প্যান কার্ডের বদলে সাম্প্রতিক আনা হচ্ছে নতুন প্যান কার্ড ২.০ । গত ২৫ শে নভেম্বর ২০২৪ সালে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়। এবং ওই বৈঠকে অর্থনৈতিক বিষয়ে সংক্রান্ত কেবিনেট কমিটির আয়কর বিভাগের প্যান কার্ড ২.০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বর্তমান সময়ে সমস্ত কিছুই উন্নত প্রযুক্তির (Advanced Technology) সঙ্গে যুক্ত রয়েছে। সেই কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার নতুন প্যান কার্ড ২.০ (New Pan Card 2.0 ) এই বিষয়ে বড়সড় এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নতুন প্যান কার্ড ২.০ কি? / What is the new PAN card 2.0?

কেন্দ্রীয় সরকারের তরফ নতুন প্যান কার্ড ২.০ (New PAN Card 2.0) প্রকল্পে বলা হয়েছিল প্যান কার্ড উপভোক্তাদের কার্ডের নম্বরটি একই রেখে তাদের পুরনো প্যান কার্ডটিকে আপডেট করতে হবে। উপভোক্তাদেরকে পুরনো প্যান কার্ড টি আপডেট করার জন্য অতিরিক্ত কোন চার্জ দিতে হবে না। নতুন এই প্যান কার্ড ২.০ তে একটি QR কোড থাকবে। নতুন এই প্যান কার্ডটি আগের প্যান কার্ডের চেয়ে আরো বেশি সুরক্ষিত ও উন্নত মানের হবে।

WB SAIN BLOG Google News
WB SAIN BLOG Google News

পেন কার্ড ২.০ প্রকল্পের সুবিধা কি? / What are the Benefits of the Pen Card 2.0 Project?

নতুন প্যান কার্ড ২.০ প্রকল্পে সরকারের দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে, যে নতুন প্যান কার্ড টি পাওয়া যাবে সেই পেন কার্ডে একটি QR কোড থাকবে। যার মাধ্যমে একজন ব্যক্তির প্যান কার্ডের যাবতীয় তথ্য খুব সহজেই বিস্তারিত জেনে নেওয়া যায়। এক্ষেত্রে সময় ও অত্যন্ত কম লাগবে এবং এতে গ্রাহকের সুরক্ষা বাড়বে আরো এমনটাই জানিয়েছেন আয়কর দপ্তর। এই প্যান কার্ডের মাধ্যমে সহজে ধরে ফেলতে পারবেন নকল পেন কার্ড।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন প্যান কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন? / How to apply for a new PAN card / Pan Card 2.0 Apply

নতুন প্যান কার্ডের জন্য সবচেয়ে বড় বিষয় হলো এই প্যান কার্ড টি ইমেইলের মাধ্যমে পাওয়া যাবে। আর এই নতুন প্যান কার্ডের জন্য আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

১) নতুন প্যান কার্ডের জন্য সর্বপ্রথম আপনাকে এনএসডিএল (NSDL)এর অফিসিয়াল এই https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে।

২) এরপর অফিসিয়াল ওয়েবসাইটটি তে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য যেমন প্যান কার্ড নাম্বার, আধার নাম্বার, জন্ম তারিখ ইত্যাদি উপযুক্ত স্থানে বসিয়ে আবেদন পত্রটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে।

৩) এরপর উপরের কাজগুলি সম্পূর্ণ হলেই নিচের চেকবক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে

৪) এরপর আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে, ওখানে আপনার যাবতীয় তথ্যগুলি পুনরায় যাচাই করে নেবেন।

৫) এরপর আপনার প্যান কার্ডের সঙ্গে লিংক থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি ওটিপি স্থানে সঠিক ভাবে বসিয়ে ভেরিফাই করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে।

৬) আবেদন পত্রটি সম্পূর্ণ হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই আপনার প্যান কার্ডের সঙ্গে লিংক থাকা ইমেইল আইডিতে নতুন পেন কার্ডটি পাঠিয়ে দেবে আয়কর দপ্তরের পক্ষ থেকে।

জেনে রাখুন প্যান কার্ড ২.০ ফ্রিতে

এই বিষয়ে জেনে রাখা ভালো যে নতুন প্যান কার্ড ২.০ প্রকল্পে আবেদন জানানোর জন্য আবেদনকারীর কাছ থেকে কোন প্রকার মূল্য চাওয়া হচ্ছে না অর্থাৎ এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তাই অবশ্যই আপনার পুরনো প্যান কার্ডটি কে নতুন করে আপডেট করে নিতে পারবেন একদম বিনামূল্যে।

•🔥🔥🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥🔥🔥🔥

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG