Free Ration Benefit Cancel : পশ্চিমবঙ্গ সহ সমস্ত দেশ জুড়ে কোটি কোটি মানুষ বর্তমানে বিনামূল্যে রেশন পরিষেবা উপভোগ করছেন। তবে বর্তমানে আর পাবেন না বিনামূল্যে রেশনের পরিষেবা এমনি এক খবর সামনে এসেছে যা শুনে রীতিমতো মাথায় হাত রেশন গ্রাহকদের। সারাদেশে রেশন কার্ড তথা ফ্রি রেশন ব্যবস্থায় নিয়ে নতুন নিয়ম বেঁধে দিল খাদ্য মন্ত্রক। খাদ্য মন্ত্রকে নতুন নির্দেশিকা অনুযায়ী কারা কারা ফ্রি রেশনের খাদ্য সামগ্রিক পাবেন? কারা কারা পাবেন না? নতুন নির্দেশিকা কি বলা হয়েছে? সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে তাই প্রতিবেদনটি সম্পন্নটি জানুন
Free Ration Benefit Cancel
বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের নতুন রূপ সামনে এলো ফলাফল প্রকাশের পরেই।
ভোটের ফলাফল প্রকাশ হয়ে যেতেই কেন্দ্রীয় সরকারের নতুন রূপ সামনে এলো। ২০২০ সাল থেকে অর্থাৎ করোনা কাল থেকে শুরু করে আজও বহু মানুষকে নিম্নতম দামে বা বিনামূল্যে চাল গম ডাল ও চিনি দিয়ে আসছেন সরকার। কিন্তু এবার সেই রেশন কার্ডই বন্ধ হয়ে যেতে পারে আপনার। তাহলে কি সত্যিই দেশের দরিদ্র মানুষদের থেকে কেড়ে নেওয়া হবে রেশনের সুবিধা। আজকের প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক।
Ration Card Benefits
ration card benefits : ভারত হল পৃথিবীর মধ্যে সবথেকে জনবহুল দেশ। এবং এই দেশি দরিদ্র সীমার নিচে প্রচুর পরিমাণ পরিবার রয়েছে। তাই দেশের দরিদ্র শ্রেণীর পরিবারের মানুষেরা যাতে সারা মাসে দু মুঠো দুবেলা খেতে পারেন তার জন্যই বিনামূল্যে রেশনে সুবিধা প্রদান করে আসছে সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার মাধ্যমে এক লক্ষ ৭০ হাজার কোটি জনগণ প্রতি মাসে পাঁচ কেজি করে বিনামূল্যে রেশন পেয়ে থাকেন।
✅🔥👉 আরো পড়ুন » PM Kisan KYC 2024 – বাংলার কৃষকেরা এই কাজ করলেই অ্যাকাউন্টে ঢুক ₹ ২০০০ টাকা।
ভারতে দরিদ্র শ্রেণীর মানুষেরা এই রেশন প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় চাল ডাল এবং অন্যান্য খাদ্য সামুদ্রিক পেয়ে থাকেন। ২০২০ সালের করুণা সময় থেকে বহু দরিদ্র পরিবার বিনামূল্য রেশন প্রদানের মাধ্যমে সুবিধা লাভ করেছে। তাই রেশন কার্ড বর্তমানে দেশের নাগরিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পরিচয় পত্র। রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হয়। তবেই কার্ড পাওয়া যায়। যদি নিয়ম গুলি না মানা হয় তাহলে মোটা অংকের জরিমানা বা রেশন কার্ড বাতিল হতে পারে। বিশেষ করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার আয়তায় বিনামূলের রেশন পাওয়া যায়। যা আগামী পাঁচ বছর দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের এই কার্ডের মাধ্যমে ফ্রি রেশন দেওয়া হবে।
রেশন কার্ড কেন বাতিল হতে পারে! / ration card benefits cancel
ration card benefits cancel : বর্তমানে ভারতবর্ষে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা আওতায় তিন ধরনের রেশন কার্ড রয়েছে যা হলো BPL, APL ও অন্নপূর্ণা রেশন কার্ড। গরিবদেরকে সব থেকে বেশি সুবিধা দেওয়া হয়েছে অন্নপূর্ণা কার্ডের মাধ্যমে। কিন্তু বহু অযোগ্য মানুষ এই কার্ডের মাধ্যমে চাল গম বিভিন্ন রেশন দ্রব্য নিয়ে চলেছেন। এবার সরকার এই সমস্ত রেশন কার্ডগুলিকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কাদের কাদের রেশন কার্ড বৈধ?
ration card benefits : দরিদ্র সীমার নিচে ও উপরে থাকা পরিবারের মানুষদের জন্যেই মূলত রেশনের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে।
- তাই যে সমস্ত পরিবার ধৈর্য সীমার উপরে তাদেরকে এ পি এল রেশন কার্ড দেওয়া হবে।
- যে সমস্ত পরিবার ধৈর্যসীমার নিচে থাকেন তাদেরকে বিপিএল রেশন কার্ড প্রদান করা হবে।
- যে সমস্ত পরিবার অতি দরিদ্র সীমার নিচে তাদের জন্য অন্নপূর্ণা রেশন কার্ড দেওয়া হবে। এই রেশন কার্ডের মাধ্যমে সর্বোচ্চ চাল ও গম পাওয়া যাবে।
কারা কারা রেশন কার্ডে অযোগ্য? / Ration Card Benefits
যে নির্দেশিকা সম্প্রতি সামনে এসেছে তা অনুযায়ী রেশন কার্ড বৈধতা পেতে হলে বেশ কিছু শর্ত মানতে হবে। সেগুলি কি কি নিচে উল্লেখ করা হলো
- রেশন পাওয়ার জন্য ভারতীয় একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
- যে সমস্ত রেশন কার্ড হোল্ডারে আড়াই একরের বেশি জমি রয়েছে তারা ফ্রি রেশনের সুবিধা পাবেন না।
- যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ্যের বেশি তারাও ফ্রি রেশনের সুবিধা পাবেন না
- যে সমস্ত পরিবারের তিন রুম বিশিষ্ট পাকা বাড়ি রয়েছে তারাও ফ্রি রেশনের সুবিধা পাবেন না।
- যে সমস্ত পরিবারের দুই তিন চার চাকার গাড়ি রয়েছে তারাও ফ্রি বেতন এর সুবিধা পাবেন না।
- যে সমস্ত পরিবারের কোন সদস্য যদি আয়ের উপরে ট্যাক্স দিয়ে থাকেন তবে সেই সমস্ত পরিবারের সদস্যরা ফ্রি রেশনের সুবিধা পাবেন না।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হচ্ছে না। বিনামূলী রেশন প্রদানের মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনে আগেই প্রতিশ্রুতি অনুযায়ী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছর রেশন দেয়া হলো বেশ কিছু শর্ত মানতে হবে রেশন গ্রাহকদেরকে। তবেই রেশনের সুবিধা মিলবে।
ভারতবর্ষের রেশন কার্ড মূলত দুইটি ভাগে ভাগ রয়েছে, যা APL ও BPL রেশন কার্ড। সাধারণভাবেই APL ক্যাটাগরি থেকে BPL ক্যাটাগরির কার্ডে রেশন গ্রাহকেরা বেশি পরিমাণ খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। কোনরকম এই প্রতিশ্রুতিতে পরিবর্তন আসেনি। APL এবং BPL ক্যাটাগরি রেশন কার্ডে আগামী পাঁচ বছরের জন্য সঠিক পরিমাণে বেসন আগের মতই পাওয়া যাবে।
🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥
✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅