WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aikyashree Scholarship 2024 – ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে কিভাবে আবেদন করবেন! কারা আবেদন করতে পারবেন? জানুন বিস্তারিত।

Aikyashree Scholarship 2024 - ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে কিভাবে আবেদন করবেন! কারা কারা আবেদন করতে পারবেন? জানুন বিস্তারিত। WB SAIN BLOG
Aikyashree Scholarship 2024 – ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে কিভাবে আবেদন করবেন! কারা কারা আবেদন করতে পারবেন? জানুন বিস্তারিত। WB SAIN BLOG

Aikyashree Scholarship 2024 : পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকার অনেক নতুন নতুন প্রকল্প ও স্কলারশিপ চালু করেছেন। যাতে রাজ্যের আর্থিক ও অভাবগ্রস্ত সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন অসুবিধা না হয়। সেই জন্যই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য কল্যাণমূলক একটি স্কলারশিপ নিয়ে এসেছেন যার নাম হল ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প। অর্থাৎ ঐক্যশী স্কলারশিপ প্রকল্পটি হল পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত একটি বৃত্তি, যেটি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের পড়াশোনার উৎসাহ যোগানোর উদ্দেশ্যেই দেওয়া হয়ে থাকে। আর্থিকভাবে দুর্বল বহু ছাত্রছাত্রীরাই এই ধরনের স্কলারশিপের আর্থিক সহায়তার উপর যথেষ্ট নির্ভর করে থাকেন। তো এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কত টাকা পাবেন? সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো। তাই প্রতিবেদনটি সম্পূর্ণটি পড়ুন।

ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৪ / Aikyashree Scholarship 2024

ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৪ : পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ হলো একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। যে সমস্ত শিক্ষার্থী প্রথম শ্রেণীতে, বা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা কলেজে পরীক্ষা পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই স্কলারশিপে বিদ্যালয়ের পঠনরত ছাত্র-ছাত্রী থেকে রিসার্চ লেভেল পর্যন্ত সমস্ত শিক্ষার্থীরাই পাবেন এই স্কলারশিপের টাকা। পশ্চিমবঙ্গের অর্থ নিগম ও সংখ্যালঘু বিভাগ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করে থাকেন। এই স্কলারশিপে আবেদনের পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা ও নাম্বার সহ কত টাকা করে পাবেন বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

ঐক্যশ্রী স্কলারশিপ কি

ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পটি ২০১৯-২০ আর্থিক বছর থেকে ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিজ ডেভেলপমেন্ট এন্ড ফিনান্স কর্পোরেশন এর অধীনে প্রথম চালু করা হয়েছিল। বর্তমানে প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ লেভেল সর্বত্রই শিক্ষা অর্জনের ক্ষেত্রে ক্রমশই ব্যয় সাপেক্ষ হয়ে উঠেছে এবং এর ফলস্বরূপ উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছাত্র-ছাত্রী সংখ্যা কম হওয়ার একটি অন্যতম কারণ। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থিক অসচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রীরা যাতে এই শিক্ষার লড়াইয়ে পিছিয়ে না পড়ে সেদিকে নজর রেখেই রাজ্য সরকারের তরফ থেকে এই ঐক্যশ্রী স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। ক্লাস ওয়ান থেকে পিএইচডি স্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী স্কলারশিপের অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে শিক্ষার্থীদের জন্য এই ঐক্যশ্রী স্কলারশিপ ব্যবস্থা করা হয়েছে। এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্রছাত্রীরা অনলাইনে এই https://wbmdfcscholarship.in ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন।

এই স্কলারশিপটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে –

১) প্রিম্যাট্রিক স্কলারশিপ

২) পোস্ট মেট্রিক স্কলারশিপ

  • প্রিম্যাট্রিক স্কলারশিপ বিভাগের মধ্যে রয়েছে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্র-ছাত্রীরা।
  • এবং পোস্টমেট্রিক স্কলারশিপ বিভাগের মধ্যে রয়েছে একাদশ শ্রেণী থেকে কলেজ স্তরের সমস্ত ছাত্র-ছাত্রীরা।

তবে এই পোস্টটি স্কলারশিপের আবার দুই ভাগ রয়েছে –

  • সাধারণত কেউ যদি ৫০% নাম্বার পায় তাহলে তার জন্য ঐক্যশ্রী স্কলারশিপ।
  • যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ৬০% বা তার বেশি নাম্বার পান তাহলে তারা পাবেন ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেট্রিক স্কলারশিপ।

কারা কারা এই স্কলার্শিপে আবেদন করতে পারবেন?

ঐক্যশ্রী স্কলারশিপে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন অর্থাৎ এই স্কলারশিপটি হল মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি এবং জৈন শিক্ষার্থীদের জন্য।

আবেদনের যোগ্যতা / Eligibility of Application

নিচে উল্লেখিত যোগ্যতাগুলি যে সমস্ত ছাত্র-ছাত্রীর মধ্যে থাকবে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

১) এই ঐক্যশ্রী স্কলার্শিপ পাওয়ার জন্য শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ভুক্ত হতে হবে যেমন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন ।

২) ছাত্র-ছাত্রীকে অবশ্যই ৫০% নম্বর পেতে হবে।

৩) ছাত্র-ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

৪) ছাত্র-ছাত্রীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

৫) এই স্কলারশিপটি তপশিলি জাতি ও তপশিলি উপজাতি( SC/ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য উপলব্ধ।

ঐক্যশ্রী স্কলার্শিপের বিবরণ

প্রকল্পের নামঐক্যশ্রী স্কলারশিপ
প্রকল্পের ধরনপশ্চিমবঙ্গ সরকার স্কিম
দায়িত্বপ্রাপ্ত বিভাগওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভলপমেন্ট এন্ড ফিনান্স কর্পোরেশন
সুবিধাভোগীরাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় শিক্ষার্থীরা
প্রকল্পের শুরুর সময়২০১৯-২০র আর্থিক বৎসর
স্কলারশিপের পরিমাণসর্বোচ্চ ₹৩৩০০০/- টাকা
প্রয়োজনীয় প্রাপ্ত নম্বরকমপক্ষে ৫০ শতাংশ
পরিবারের বার্ষিক আয়২ লক্ষ টাকা পর্যন্ত
উদ্দেশ্যশিক্ষার্থীদের উৎসাহ দিতে আর্থিক সহায়তা প্রদান
অনলাইন আবেদন শুরু করার তারিখ20/07/2024
অনলাইন আবেদনের শেষ তারিখ30/09/2024
অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbmdfcscholarship.in

আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে?

  • আধার কার্ড
  • ব্যাংক পাসবুক
  • মোবাইল নাম্বার
  • বিগত পরীক্ষার মার্কশীট
  • ইনকাম সার্টিফিকেট
  • শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নম্বরের প্রতিলিপি
  • অনলাইনে এপ্লিকেশন করার পর তার প্রতিলিপি উপরোক্ত তথ্য গুলি সাথে নিজ নিজ স্কুলে জমা করে আসতে হবে।

আবেদনের পদ্ধতি

এই স্কলার্শিপে আবেদনের জন্য মোবাইল বা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, এরপর ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল এই https://wbmdfcscholarship.in ওয়েবসাইটটি ওপেন করবেন।

এর পরে হোম পেজে স্টুডেন্ট এরিয়া অপশন (STUDENT’S AREA) দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করতে হবে।

aikyashree scholarship 2024  WB SAIN BLOG
aikyashree scholarship 2024 WB SAIN BLOG

স্টুডেন্ট এরিয়া অফসনে ক্লিক করলেই ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল (Student Panel) থেকে ফ্রেশ রেজিস্ট্রেশন (Fresh Registration) অপশনটি সিলেক্ট করুন।

aikyashree scholarship 2024-25 WB SAIN BLOG
aikyashree scholarship 2024-25 WB SAIN BLOG

ফ্রেশ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলেই আপনার সামনে সিলেট দা ডিস্ট্রিক্ট ইওর ইনস্টিটিউট (SELECT THE DISTRICT OF YOUR INSTITUE) অপশন পাবেন, সেখান থেকে আপনার আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত সেই জেলাটি সিলেক্ট করুন।

aikyashree scholarship status check WB SIN BLOG
aikyashree scholarship status check WB SIN BLOG

জেলা সিলেক্ট করলেই আপনার সামনে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের ফর্মটি ওপেন হবে যেখানে আপনার ৪টি ধাপ রয়েছে। যেটির মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে লগইন করতে হবে। যেমন ধাপ গুলি হল Student Information, Scheme Eligibility, Registration Successful এবং Student Login

Aikyashree Scholarship Amount  ঐক্যশ্রী স্কলারশিপ চেক WB SAIN BLOG
Aikyashree Scholarship Amount ঐক্যশ্রী স্কলারশিপ চেক WB SAIN BLOG

STUDENT INFORMATION : স্টুডেন্ট ইনফর্মেশন ধাপে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, জন্মতারিখ, ধর্ম, মোবাইল নম্বর, ব্যাংক একাউন্ট নাম্বার এবং আইএফসি কোড সহ ইত্যাদি পূরণ করে ক্যাপচার কোর্টের জায়গায় ক্যাপচার কোড দিয়ে সাবমিট এন্ড প্রসেস করতে হবে।

SCHEME ELIGIBILITY : এরপর স্কিন এলিজেলিবিলিটি ধাপে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান কোন ব্লকে বা কোন মিউনিসিপ্যালিটি অবস্থিত বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, কোষের নাম্বার, শ্রেণীর নাম, শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, বোর্ডের নাম, পরীক্ষার বছর, পরীক্ষার শতকরা নম্বর পারিবারিক পরিবারের বার্ষিক আয় সহ ইত্যাদি লিখে ও একটি পাসওয়ার্ড সেট করে সাবমিট করতে হবে।

REGISTRATION SUCESSFULL : সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হবে এবং আপনি একটি রেজিস্ট্রেশন আইডি দেখতে পাবেন যেটি যত্ন সহকারে লিখে রাখতে হবে।

STUDENT’S LOGIN : এরপর লগইন অপশনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

লগইন করলে আপনি স্টুডেন্ট ড্যাশবোর্ডে পৌঁছাবেন সেখানে সেখানে পুনরায় কিছু তথ্য দিতে হবে যেমন স্থায়ী ঠিকানা ছাত্র-ছাত্রী আঁধার নম্বর ইত্যাদি এবং শেষে ভেরিফাই আনলক অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। এবং আপনার আবেদন পত্রের পিডিএফ টি ডাউনলোড (PDF DOWNLOAD) করতে পারবেন।

এরপর আপনি pdf টি পিন আউট করে রাখতে পারেন এবং প্রয়োজনে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে জমা করতে হবে হতে পারে।

WB SAIN BLOG Google News
WB SAIN BLOG Google News

ঐক্যশ্রী স্কলারশিপে কত টাকা করে পাবেন?

ঐক্যশ্রী স্কলারশিপে ২০২৪ সালে কত টাকা করে পাবেন তা নিম্নরূপে উল্লেখ করা হলো

ডে স্কলারদের ক্ষেত্রে / Aikyashree Scholarship Amount
বৃত্তির প্রকারভেদশিক্ষার্থীর শ্রেণীভর্তি ফি এবং টিউশন ফিরক্ষণাবেক্ষণবৃত্তির মোট টাকা
প্রাক ম্যাট্রিকপ্রথম থেকে পঞ্চম₹ ০/-₹ ১,১০০/-₹ ১,১০০/-
প্রাক ম্যাট্রিকষষ্ট থেকে দশম₹ ৪,৪০০/-₹ ১,১০০/-₹ ৫,৫০০/-
পোস্ট ম্যাট্রিকএকাদশ ও দ্বাদশ₹ ৭,৭০০/-₹ ২,৫০০/-₹ ১০,২০০/-
পোস্ট ম্যাট্রিকএকাদশ ও দ্বাদশ (এই স্তরের কারিগরি ও বৃত্তিমূলক কোর্স)₹ ১১,০০০/-₹ ২,৫০০/-₹ ১৩,৫০০/-
পোস্ট ম্যাট্রিকস্নাতক এবং স্নাতকোত্তর₹ ৩,৩০০/-₹ ৩,৩০০/-₹ ৬,৬০০/-
পোস্ট ম্যাট্রিকএম.ফিল এবং পিএইচডি₹ ৩,৩০০/-₹ ৬,০০০/-₹ ৯,৩০০/-
মেরিট কাম মেন্সমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ল, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজমেন্ট, ইত্যাদি কোর্স₹ ২২,০০০/-₹ ৫,৫০০/-₹ ২৭,৫০০/-
হোস্টেলে যারা থাকেন তাদের ক্ষেত্রে / Aikyashree Scholarship Amount
বৃত্তির প্রকারভেদশিক্ষার্থীর শ্রেণীভর্তি ফি এবং টিউশন ফিরক্ষণাবেক্ষণবৃত্তির মোট টাকা
প্রাক ম্যাট্রিকষষ্ট থেকে দশম₹ ৪,৪০০/-₹ ৬,৬০০/-₹ ১১,০০০/-
পোস্ট ম্যাট্রিকএকাদশ ও দ্বাদশ₹ ৭,৭০০/-₹ ৪,২০০/-₹ ১১,৯০০/-
পোস্ট ম্যাট্রিকএকাদশ ও দ্বাদশ (এই স্তরের কারিগরি ও বৃত্তিমূলক কোর্স)₹ ১১,০০০/-₹ ৪,২০০/-₹ ১৫,২০০/-
পোস্ট ম্যাট্রিকস্নাতক এবং স্নাতকোত্তর₹ ৩,৩০০/-₹ ৬,৩০০/-₹ ৯,৬০০/-
পোস্ট ম্যাট্রিকএম.ফিল এবং পিএইচডি₹ ৩,৩০০/-₹ ১৩,২০০/-₹ ১৬,৫০০/-
মেরিট কাম মেন্সমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ল, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজমেন্ট, ইত্যাদি কোর্স₹ ২২,০০০/-₹ ১১,০০০/-₹ ৩৩,০০০/-

ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে স্ট্যাটাস চেক / Aikyashree Scholarship Status Check

আপনারা নিম্নে লিখিত উপায় ঐক্যশ্রী স্কলারশিপের এপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন

ঐক্য শ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক (Aikyashree Scholarship Status Check) করার জন্য প্রথমে আপনাকে মোবাইলের যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর অফিশিয়াল এই https://wbmdfcscholarship.in ওয়েবসাইটটি ওপেন করতে হবে।

এরপর ঐক্যশ্রী স্টুডেন্ট পেনাল থেকে ট্যাগ এপ্লিকেশন (Track Application) এই অপশনে ক্লিক করুন।

Aikyashree Scholarship Status Check ঐক্যশ্রী স্কলারশিপ চেক  WB SAIN BLOG
Aikyashree Scholarship Status Check ঐক্যশ্রী স্কলারশিপ চেক WB SAIN BLOG

ট্রাক অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করলে আপনার সামনে ট্রাক এন্ড অ্যাপ্লিকেশন (TRACK AN APPLICATION) পেজটি খুলবে এরপর আপনাকে রেজিস্ট্রেশন বছর, জেলার নাম, জন্মতারিখ ও অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার জেটি দিয়ে আপনি সার্চ করতে চান তা উল্লেখ করতে হবে এবং ক্যাপচার কোড দিয়ে ক্লিক করতে হবে।

TRACK AN APPLICATION  WB SAIN BLOG
TRACK AN APPLICATION WB SAIN BLOG

এরপর আপনি এপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে যেগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলি হল যেমন শিক্ষা প্রতিষ্ঠান বা স্টেট লেভেল ভেরিফিকেশন করেছে কিনা, ব্যাঙ্ক ভেরিটাশন অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং ডিস সাম্মেট সাক্সেস দেখাচ্ছে কিনা সে ক্ষেত্রে পেন্ডিং দেখালে কিছুদিন অপেক্ষা করতে হবে।

হেল্পলাইন নাম্বার Help Line Number

ঐক্যশ্রী স্কলারশিপ এর ব্যাপারে যদি আরো কিছু বিস্তারিত জানার থাকে তাহলে এই হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করুন।

18001202130 (Toll-Free) / 033-4047468

Website : https://wbmdfcscholarship.in

FAQ / ঐক্যশ্রী সম্পর্কিত প্রশ্ন

•🔥 নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন। 🔥

✅🔥 আরো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট 🔥✅

✅   সেরা রান্নার রেসিপি ওয়েবসাইট

✅  অনলাইনে পণ্য কেনাকাটার জন্য সেরা ওয়েবসাইট

✅ 🔥 এইরকম নিত্যনতুন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চাকরি শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।🔥✅

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
LIKE IT? SHARE IT?
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Scroll to Top
WB SAIN BLOG