Swasthya Sathi Card : পশ্চিমবঙ্গের নাগরিকদের উন্নতমানের স্বাস্থ্যপরিসেবা দেওয়ার উদ্দেশ্যে সরকারের তরফে এই স্বাস্থ্য সাথী কার্ডের সূচনা করা হয়েছিল ২০১৬ সালে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্য সাথী প্রকল্পের শুভ সূচনা করেন ৩০শে ডিসেম্বর ২০১৬ সালে। স্বাস্থ্য সাথী কার্ডের Swasthya Sathi Card মাধ্যমে চিকিৎসার জন্য পরিবার কিছু ৫ লক্ষ টাকা করে খরচ দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
স্বাস্থ্য সাথী এই একটি কার্ডের মাধ্যমে পরিবারের সকল সদস্যের চিকিৎসার খরচ পাবেন। বর্তমানে সরকারের একটি পরিসংখ্যা অনুসারে রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পে ২ কোটি ৩০ লক্ষ পরিবার অন্তর্ভুক্ত রয়েছে। পরিবারের সবচেয়ে বয়স জ্যৈষ্ঠ মহিলার নামে এই কার্ড তৈরি করতে হবে। Swasthya Sathi Card
পশ্চিমবঙ্গের নাগরিকদের জীবন যাত্রা কল্যাণময় করে তোলার জন্য রাজ্য সরকারের তরফে লক্ষীর ভান্ডার খাদ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা কৃষাণ ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সকল প্রকল্প চালু করে হয়েছে রাজ্য সরকারের তরফে। সেই রকম আরেকটি প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্পে। এই প্রকল্পে পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলার নামে এই কার্ডটি তৈরি করতে হবে এবং এই নিয়মটি বাধ্যতামূলক। রাজ্য অভিরাজ্য মিলে ২২০০ বেশি হসপিটালে এই স্বাস্থ্য সাথী কার্ড Swasthya Sathi Card এর মাধ্যমে পরিষেবা আপনারা পাবেন। এবং রাজ্যের ৯০% নাগরিক এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত।
1) স্বাস্থ্য সাথী কার্ডের সমস্ত বিবরণ প্রয়োগ : Swasthya Sathi Card Apply all Details
রাজ্যের নাগরিকদের মত অনুসারে লক্ষী ভান্ডার প্রকল্প হল মুখ্যমন্ত্রী তরফে ঘোষণা করা অন্যতম প্রকল্প। এই স্বাস্থ্য সাথী কার্ড Swasthya Sathi Card যেই সকল মহিলার কাছে আছে তারাই শুধু লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা লক্ষী ভান্ডার প্রকল্পের অধীনে টাকা পাবেন বলে সরকারের তরফে সিদ্ধান্ত জানানো হয়েছিল।
আমরা সকলেই প্রাচীনকাল থেকে শুনে ও জেনে আসি যে স্বাস্থ্যই সম্পদ। আর রাজ্যের নাগরিকদের এই স্বাস্থ্য রক্ষার জন্যই মুখ্যমন্ত্রী তরফে এই স্বাস্থ্য সাথী প্রকল্পের সূচনা করা হয়েছে। আমাদের রাজ্যে এখনো পর্যন্ত অনেক মানুষের স্বাস্থ্য সাথী কার্ড নেই । শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প ছাড়া আমরা এই স্বাস্থ্য সাথী কার্ড সরকারি প্রকল্পের আবেদন জানাতে পারি না। এবং এই কারণের জন্যই আমরা আজকে অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করবেন। সেই সম্পর্কে জানাতে চলেছি।
2) স্বাস্থ্য সাথী কার্ড অনলাইনে মাধ্যমে কিভাবে আবেদন করবেন? How to apply for Swasthya Sathi Card online
স্বাস্থ্য সাথী কার্ড অনলাইনে মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে আপনাকে স্বাস্থ্য সাথীর https://swasthyasathi.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
2) এরপর অ্যাপ্লাই অনলাইন (Apply Online) এই অপশনে যেতে হবে।
৩) এরপর (Apply Online Form) অনলাইন এপ্লিকেশন ফর স্বাস্থ্য সাথী কার্ড এই অপশন সিলেক্ট করতে হবে।
৪) এরপর এখানে নিজে একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং ওই নম্বরে একটি otp আসবে। এবং ওই ওটিপি আপনাকে লিখে দিতে হবে।
৫) এরপর নিজের (District Block Panchayat) জেলা ব্লক পঞ্চায়েত বা পৌরসভার নাম লিখে দিতে হবে এবং আপনি কোন জায়গায় কাজ করে সেটা লিখে দিতে হবে।
৬) এরপর আপনার বাসস্থানের ঠিকানা (Residential Address) ও পিন কোড নম্বর দিতে হবে।
৭) এরপরে রাজ্য সরকারের বা প্রাইভেট কোম্পানিতে (Privet Conpany) কোন ধরনের স্বাস্থ্য বীমা পান কিনা সেই সম্পর্কে জানিয়ে দিতে হবে।
3) স্বাস্থ্য সাথী কার্ডের আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে? What documents are required for the application of Swasthya Sathi Card
১) আধার কার্ডের জেরেস কপি।
২) খাদ্য সাথী কার্ড বা রেশন কার্ডের নম্বর (Ration Card Number) দিতে হবে।
৩) একটি বৈধ মোবাইল নম্বর দিতে হবে।
৪) মূল আবেদনকারীর সঙ্গে পরিবারের বাকি সদস্যের কি সম্পর্ক সেটা জানিয়ে দিতে হবে।
৫) সাধারণ পদ্ধতি মেনে আপনারা এই স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
• নিবন্ধটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে জানার জন্য wbsainblog.com আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 Aadhar Card update: এই তারিখের মধ্যে করতে হবে আপডেট! না হলে আধার কার্ডে লাগবে নতুন চার্জ ।
👉 Lakshmir Bhandar payment:- লক্ষ্মী ভান্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক একাউন্ট থাকলে!